নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

অনুরম্য- ধারাবিবরণী (কিঞ্চিৎ অষ্টাদশোর্ধ)

১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৩



কোয়ারেন্টাইন সময়ে রফিক সাহেব তার ছয় বছরের ছেলে পল্টুকে বললেন– বাবা যাও তো বারান্দায় গিয়ে যা দেখতে পাবে সেটার ধারা বিবরণী দাও যেমন ধারা বিবরণী দেয়া হয় ক্রিকেট খেলায়।

ছেলেটা বাবা-মার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বারান্দায় গেল। ধারা বিবরণী দেয়া শুরু করল– নিচের গার্ড বাঁশি বাজিয়ে মুরগিওয়ালাকে তাড়াচ্ছে। হাকিম চাচা গাড়ি বের করছেন। তার গাড়ি রাস্তা দিয়ে কোথায় যেন চলে গেল। একটা কাক এসে বসেছে কারেন্টের তারের ওপর।

আমাদের বাসার উল্টো দিকে যে মোখলেস চাচা থাকেন সেই চাচা আর চাচীও মনে হয় আদরের কাজ শুরু করেছেন।
ভেতর থেকে রফিক সাহেব জানতে চাইলেন– মোখলেস সাহেব যে আদর শুরু করেছেন এটা কী করে বুঝলে?

ছেলে উত্তর দিল– মোখলেস চাচার ছেলেও বারান্দায় দাঁড়িয়ে ধারা বিবরণী দিচ্ছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: :D :D :D বেশ সূক্ষ্ম ধারাবিবরণি।

২| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন জনাব
মোঃমোস্তাফিজুর রহমান তমাল

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি

৪| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইচড়ে পাকা পোলা!!

৫| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: হে হে হে-----

৬| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন গাজী সাহেব।

৭| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নুরু ভাই

৮| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নুর ভাই

৯| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম পড়ে B-)

১০| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০২

ইসিয়াক বলেছেন: হা হা হা ...।

১১| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পোলাপানের এতো বেশী বু্দ্ধি হওয়ার কথা না।

সেই হোক। ভালোই লিখেছেন।

পোস্টে অটোপাস।

১২| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: ভাই
আপনার email address কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.