নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

গতকাল সামুর একজন ব্লগার মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ব্লগারের নাম পরিচয় পাঠকের জন্য কুইজ হিসাবে রইল।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

ইসিয়াক বলেছেন: জয়নাল হাজারি।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: 'কুইজ' এ বরাবরই ফেল করি। ইসিয়াক এর উত্তর সঠিক হলে অবাক হবো, এমন কেউ একজন এখানে অতীতে ব্লগিং করে গেছেন জেনে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চৈতি

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


আপনি নাকি কে একজন বলেছিলেন যে, জয়নাল হাজারী ব্লগে একাউন্ট খুলেছিলো।
ফেনীতে কি মিষ্টি বিতরণ করা হয়েছে?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

জ্যাকেল বলেছেন: পোস্ট পর্যবেক্ষণে

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আমারে স্যার ডাকবা বলেছেন: ব্লগে জয়নাল হাজারী এবং তার পত্রিকার দুটা একাউন্ট আছে দেখলাম। সো আমার উত্তর জয়নাল হাজারী।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

জুল ভার্ন বলেছেন: দুপেয়ে দানব মর্ছে।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইসিয়াক ভাই ও ৭ নং মন্তব্যকারীর উত্তর এবং চাঁদগাজী সাহেবের অনুমান সঠিক। সামুতে জয়নাল হাজারীর আইডি দেখে খায়রুল আহসান ভাইয়ের মত আমিও অবাক হয়েছিলাম।
গাজী সাহেব কে বলছি - একটা সময়ে উনার মৃত্যু হলে হয়তো অনেকেই উৎফুল্ল হত। সময় অনেক গড়িয়েছে মানুষ অনেক কিছু ভুলে গেছে। তবে স্বজন হারানো ও পংগুত্ব বরন করা অনেকের মন খারাপ করা পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন না? বিজু কথা না রাখায় যে মানুষটা সারা জীবন বিয়ে করেননি সেই মানুষটির নামের পাশে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে শতাধিক মানুষের নিহত হবার ঘটনা ভাবলেই অবাক লাগে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: নব্বই দশকের ভয়ংকর সন্ত্রাসি উনি। উনাকে ঘায়েল করার জন্য সাবেক মন্ত্রী জাফর ইমাম টাইগার বাহিনী করে। দুইজনে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধো যারা দেখিনি তারা এই সন্ত্রাস দেখেছে তাদের মনে আছে। জয়নাল হাজারির আপন চাচাত ভাই তাঁরই শিষ্য এক সময়ের চিটাং কমার্স কলেজের ত্রাস নিজাম হাজারি উনাকে ফেনী হতে আউট করে এবং আর ফিরতে পারেনি। মাঝে মাঝে এসেও নিজ বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারেনি। সন্ত্রাসের রাজ্য এখন নিজাম হাজারির দখলে। টাইগার বাহিনীর প্রধান এখন ফেনীর এক নাম্বার শিল্পপতি ও আওয়ামি নেতা। বিএনপি এখন ঘর ছাড়া এবং আজ তাদের জনসবা ছিলো এই মরণে জনসভা স্থগিত করে। মিষ্টি হবে এই দুষ্ট চক্র নিপাত গেলে।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৭

সোবুজ বলেছেন: মর্মান্তিক কুইজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.