নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
সব কেমন যানি তালগোল পাকিয়ে ফেলছি !!!! এটার কোন কারন খোঁজে পাচ্ছিনা !!!! কারন হয়ত একটা আছে আমি ধরতে পারছিনা।গতকালকে আমি আমার প্রেমিকা নিয়ে ডিম দিয়ে পরটা খেতে গেছি "ক্যাফে রশিদ-এ" । খাওয়ার মাঝ পথে ব্যাক পকেটে হাত দিলাম । ওহ!!! সারছে!!! মানিব্যাগ? মুখের খাবার আর নিচে নামছেনা। চিবাচ্চি আর চিবাচ্চি খাবার আর নিচে নামেনা। এত দেখছি মহা ঝামেলা!!!! কি করা যায়!!! প্রেমিকার কাছ থেকে বিল চাইব, না আবার ভাবলাম আমাদের দেশে গণতান্রিক নিয়ম হচ্ছে প্রেমিকার ভ্যানিটিব্যাগে সব থাকবে কিন্তু কোন টাকা থাকবেনা।কি করা যায় !!! কি করা যায় ভাবছি!!! কামরুল'কে ফোন দেওয়া যায়।শালা পথে ঘাঠে থাকে।এই টাইমে ওকেই পাওয়া যাবে।
হ্যালো
বল
তুই কই
এইতো চিপায়
কি করছ
তো্র শিখানো লালনের প্রসাদ বানাচ্ছি
প্রসাদ বানানো বন্ধ রেখে
"ক্যাফে রশিদ-এ" আয় আর আমাকে একশ টাকা দিয়ে যা
কেন ? কি হয়ছে?
আরে ব্যাটা বলিস্ না প্রেমিকা নিয়ে ডিম দিয়ে পরটা খাচ্ছি খাবার মাঝপথে পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ নাই
বোস্ ওখানে আমি আসতেছি।
সব শুনে প্রেমিকা বলল " তুমি কোন দিন আমাকে রাস্তায় ফেলে রেখে বাসায় গিয়ে বলবা ওহ হ আমিতো আমার প্রেমিকা কে রাস্তায় ফেলে এসেছি"
আমি বললাম আমি এত ভুলো্মনা না
"আমি বললাম আমি এত ভুলো্মনা না"- ন্যাখা। তুমি সব কিছু ভুলে যাও কোনদিন না যানি আমাকে ভুলে যাও
আরে কি বল, আমি ভুলে বাংলাদেশ ছেড়ে মায়ানমার চেলে যেতে পারি কিন্তু তো্মাকে ভুলে সামনে এক পা ও যাবনা
কসম
হু পাবলিক লাইব্রেরির কসম ।
©somewhere in net ltd.