নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই।- আবুল হায়াত এই কথা আমাকে শিখিয়েছে । এখন মনে হচ্ছে কথাটা আসলে ভুল শিখায় নাই ।
কবি আল মাহমুদ আমি কই বাল মাহমুদ কাবিনকে সোনালি বলছিলো । এখন শাকিব বুঝুক কাবিন আসলে সোনালি নাকি কালো !
আমি বিয়ে করতে পারতেছিনা এই কাবিনের ডরে । মাইয়া মাগার যতোই পয়সাওয়ালা হোক না কেনো বিক্রি সে হবেই !
কুরআনের এক আয়াতে দেনমোহরের অধিকার প্রসঙ্গে বলা হয়েছে, ‘হে নবী! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীদেরকে, যাদের মোহর তুমি প্রদান করে কিনেছো।’ (সুরা আল-আহজাব, আয়াত-৫০)
কাবিন হল বর এর পক্ষ থেকে কনে কে দেওয়ার জন্য নির্ধারিত পরিমান একটা মূল্য, যা নারীর ইজ্জতের মূল্য হিসাবে পরিঘনিত।
ﻭَﺍﻟْﻤُﺤْﺼَﻨَﺎﺕُ ﻣِﻦَ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺇِﻻَّ ﻣَﺎ ﻣَﻠَﻜَﺖْ ﺃَﻳْﻤَﺎﻧُﻜُﻢْ ﻛِﺘَﺎﺏَ ﺍﻟﻠﻪِ
ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻭَﺃُﺣِﻞَّ ﻟَﻜُﻢْ ﻣَﺎ ﻭَﺭَﺍﺀَ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻥْ ﺗَﺒْﺘَﻐُﻮﺍ ﺑِﺄَﻣْﻮَﺍﻟِﻜُﻢْ
ﻣُﺤْﺼِﻨِﻴﻦَ ﻏَﻴْﺮَ ﻣُﺴَﺎﻓِﺤِﻴﻦَ ﻓَﻤَﺎ ﺍﺳْﺘَﻤْﺘَﻌْﺘُﻢْ ﺑِﻪِ ﻣِﻨْﻬُﻦَّ
ﻓَﺂﺗُﻮﻫُﻦَّ ﺃُﺟُﻮﺭَﻫُﻦَّ ﻓَﺮِﻳﻀَﺔً ﴾
‘‘উল্লেখিত (অবৈধ) নারীগণ ব্যতীত অন্যান্য
নারীগণকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে,
শর্ত এই যে, তোমরা তোমাদের সবীয় অর্থের
বিনিময়ে তাদেরকে তলব করবে বিবাহ
বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য
নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা উপভোগ
করবে তাদেরকে নির্ধারিত মোহর অর্পণ
করবে।’’
নবী (সাঃ) বলেন,
ﺇِﻥَّ ﺃَﺣَﻖَّ ﺍﻟﺸَّﺮْﻁِ ﺃَﻥْ ﻳُﻮﻓَﻰ ﺑِﻪِ ﻣَﺎ ﺍﺳْﺘَﺤْﻠَﻠْﺘُﻢْ ﺑِﻪِ ﺍﻟْﻔُﺮُﻭﺝَ .
কাবিন হল সেই জিনিস যার দ্বারা তোমরা
(নারীদের) গুপ্তাঙ্গ হালাল করে থাক ।
বিয়েকে পুঁজি করে অনেক নারী কাবিনকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে । ভালোবাইসা কোটি টাকা কাবিন নিয়া বিয়ে করে তারপর ক্যাচাল লাগাইয়া বিয়া ভাঙ্গে । কারণ এই বিয়া ভাঙলেই হাতে আসবে কোটি টাকা !
অপু হয়ত সেই সব মেয়ের দলে নয় ।
কিন্তু অপু হয়ত সেই সব মেয়ের দলে যে মেয়েরা ফিনেনসিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেও মন মানসিকতায় একজন পুরুষের উপরই নির্ভরশীল হতে চায় ।
আসুন একটু চিন্তা করিতো , একজন পুরুষকে কতটুকু ভালোবাসলে নিজের বাপ দাদার ধর্ম ছাইড়া দিয়া পুরুষটির ধর্মে চলে আসা যায় ? কতোটুকু ভালোবাসলে নিজের রুটি রুজির জায়গাটা ছাইড়া দিয়া সংসার এবং ধর্ম পালনের সিদ্ধান্ত নেওয়া যায় ? অপু কিন্তু ধর্ম ছাড়ছে আর মিডিয়া ছাড়ারও ঘোষণা দিছে ।
পুরুষরা নারীদেরকে বারবার ঠকিয়েছে বলেই নারীরা কাবিনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে । আর ধর্মেও কাবিন ছাড়া বিয়েকে অবৈধ ঘোষণা করা হয়েছে ।
শাকিব খান মানুষ নাকি পুরুষ সেই বিতর্কে না গিয়ে বলছি , শাকিব খান একটি মেয়ের ভালোবাসার সম্মান দিতে পারে নাই । তাই হয়ত তাকে বিয়ের মূল্য এক কোটি সাত লাখ টাকা দিতে হবে ।
ভালোবাসার সম্মান দিলে আজ হয়ত শাকিব খানকে বিয়ের মূল্য দিতে হত না !
পুরুষরা নারীর ভালোবাসাকে সম্মান দিতে না জানলে কাবিনের মতো বিষয়গুলার উপর থেকে নারীর নির্ভরশীলতা কমবে না । সে নারী যতো বড়ই ইন্ডিপেন্ডেন্ট আর যতো বড় শিক্ষিত হোক না কেনো !
ভগিজগি সব বাদ !
ভালোবাসার দামে কোন নারী কি রাজি আছে আমায় বিয়ে করতে ?
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোবাসা বোঝেন ?
কত ক্ষুদ্র ক্ষুদ্র ভালো
লাগা থেকে একটি ভালোবাসার
জন্ম হয়? হিসাব মিলাতে পারলে
অবশ্যই ভালোবাসার দামে কেউ
বিয়ে করতে রাজী হবে। তা ছাড়া নয়।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছেলেরা ভুগে দেনমোহরের আতঙ্কে আর মেয়েরা যৌতুকের।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
পাজী-পোলা বলেছেন: বিষয়টা আসলে কেমন জেনো, একটা মেয়ে independent হওয়ার পরও তাকে কাবিন দিতে হবে, সেই কাবিনের অঙ্ক বিশাল আবার একটা মেয়ে independent হওয়ার পরও যৌতুক দিবে মোটা অঙ্কে। এই দুই ব্যপারটাই কিন্তু এড়ানো যায় হ্যা অবশ্য বিয়ে যদি দুটি মানুষের মিলন হয়, আর যদি কেনা বেচা হয় তাহলে কিছু বলার নাই।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়া কোনো একটা ইস্যু পেলে- চিপড়ে চিপড়ে তিতা বানিয়ে ফেলে-
কিছু ব্লগারও এমন।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাবিনকে ভয় পাওয়ার কিছু নেই। কাবিন কম ধরবে এমন মেয়েকে বিয়ে করবেন। আপনি যেভাবে ধর্ম বিরোধী পোস্ট দেন তাতে তো আপনার প্রেম টেম করার কথা...
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: এক কোটি টাকা শাকিব খানের জন্য কিছুই নয়। আপনি বিয়ে করতে চাইলে আপনার সামর্থ্য মত কাবিন ধরবেন।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনি অপুর সমালোচনা করছেন কারন সে শাকিবের উপরে নির্ভরশীল হয়ে বাচতে চায়। কিন্তু বিয়ের বিষয়টিই তো সেরকম। নির্ভরশীলতা তো সব বিষয়ে - শুধু অর্থে নয়।
অপুর জীবনে শাকিবই সম্ভবত প্রথম পুরুষ। সে কারনেই অপু হয়তবা এতটা ভেংগে পড়ছেন। কি বলছেন না বলছেন তা নিজেও বুঝতে পারছেন না। একদম ছোট বাচ্চা নিয়ে অপুকে বিচ্ছেদ পরবর্তী ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হবে - এটা ভেবে খারাপ লাগছে। অপু ভুল মানুষকে বেছে নিয়েছিলেন, যার মাশুল দিচ্ছেন।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কুকুরের লেজ একটা চোঙের ভিতরে বারো বছর ভরে রাখার পরও কখনো সোজা হয় না | শাকিবের মতো এই সব নর্দমার কিটগুলো সমাজের যে অবস্থানেই থাকুক না কেন সে কখনোই মানুষে সম্মান দিতে শিখবে না |
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি লিলিপুটের মানুষের চেয়ে বেশী বুঝেন; আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা কম