নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্য : সপ্নলোক

দূর পরবাসে একলা আমি সপ্নলোকের পথে

তাহির

দূর পরবাসে একলা আমি

তাহির › বিস্তারিত পোস্টঃ

এরকম ফজরের আজান আগে শুনি নাই

১৭ ই মে, ২০১০ বিকাল ৩:০৮

আমেরিকার ইন্ডিয়ানা তে এখন ভোর ৫ টা ...এই আজান তা শুনলাম.........মন ভাল হইয়া গেল...।আপনারাও শুনেনঃ

এই লিঙ্ক এ ইউট্টিউবঃ

Click This Link

মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:৩৮

সবাক িনর্বাক বলেছেন: thx for a nice link.........

১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪২

তাহির বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:৪৩

এরশাদ বাদশা বলেছেন: thx for a nice link.........

১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৩

তাহির বলেছেন: বু খা চি --- ওয়েলকাম ইন চাইনিজ

৩| ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:৪৫

ফেরারী... বলেছেন: আজান কত মধুর হতে পারে এটা তারই একটা নমুনা...

ধন্যবাদ

১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৪

তাহির বলেছেন: হা ভাই, আমি শুনে টাস্কি খাইয়া আছিলাম

৪| ১৭ ই মে, ২০১০ বিকাল ৪:১৭

মুকুট বলেছেন: ডাউনলোড করলাম, অনেক শ্রুতিমধুর

১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৫

তাহির বলেছেন: হুম......আস সালাতু খাইরুম মিনান নাউম

৫| ১৭ ই মে, ২০১০ বিকাল ৪:১৮

মুকুট বলেছেন:

১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৫

তাহির বলেছেন: ধন্যবাদ......কেমনে দিলেন?

৬| ১৭ ই মে, ২০১০ বিকাল ৫:৪৯

দিগন্তের পথিক বলেছেন: আজানটা শুনতে অসাধারণ লাগলো। এই অনন্য আজানের রূপকার নাম না জানা সেই মুয়াজ্জিন সাহেবকে জানাই অজস্র ধন্যবাদ। এই সুবাদে কাজী নজরুল ইসলামের একটা গানের কথা মনে পড়ে গেলো:

"দূর আজানের মধুর ধ্বনি,
বাজে, বাজে মসজিদের-ই মিনারে।
মনেতে জাগে,
হাজার বছর আগে,
হজরত বেলালের অনুরাগে।
তার খাস এলাহান,
মাতাইতো প্রাণ।
ভাঙ্গাইতো পাষান,
জাগাইতো মহিমারে।
দূর আজানের মধুর ধ্বনি,
বাজে, বাজে মসজিদের-ই মিনারে।"

গানটা আমি পুরোটুকু জানি না। যতটুকু জানি তার বেশিরভাগই হয়তো মূল গানের কথার সাথে গরমিল থাকতে পারে। কেউ যদি আমার ভুলগুলো শুধরে মূল গানের কথাগুলো বলে দেন তাহলে তার প্রতি রইলো অগ্রিম ধন্যবাদ।

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৫

তাহির বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট এর জন্য

৭| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৮

দিগন্তের পথিক বলেছেন: আজানের স্মৃতি নিয়ে আরেকটা কথা মনে পড়ে গেলো। বেশ কয়েক বছর আগে রমজানে মাসের ভোররাত্রে সেহরীর ঠিক পরেই বিটিভিতে প্রচারিত ফজরের আজানের কথা এখনও আমার স্পষ্ট মনে আছে। সেই আজানে সুরে কি যেন এক আশচর্যরকম সঞ্জীবনী শক্তি ছিল। মুয়াজ্জিন সাহেব এতোটা শ্রুতিমধুরভাবে আর এতোটা দরদ মিশিয়ে আজানের এক একটা কথা উচ্চারণ করতেন যে শুনে আমি প্রায় সম্মোহিত হয়ে যেতাম। বিশেষ করে "আস্সালাতু খাইরুম মিনান্নাওম" বলার সময় তিনি এতোটা আন্তরিকভাবে কথাগুলো বলতেন যে আমার মনে হতো যেন সেই কথাগুলোর একটা শব্দও যদি ঘুমন্ত যে কারো কানে যায় তাহলে সে তড়াক করে ঘুম থেকে উঠে পড়বে। আজ সেই নাম না জানা মুয়াজ্জিন সাহেবকেও জানাই অজস্র সালাম আর শুকরিয়া।

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৭

তাহির বলেছেন: আমি আমার অভিজ্ঞতার কথা বলি....।।............জখন প্রথম আজান টা শুনলাম তখন ঘুমাইতে জাসসিলাম......।আজান শুনে র ঘুমাইতে পারলাম না

৮| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

রাকিবুল আলম বলেছেন: অনেক ধন্যবাদ। "ইসলামিক ফাইন্ডার" নামক একটা সফট ওয়ার আছে। বিনা পয়সায় নেট থেকে ইন্সটল করা যায়। আমরা এই সফট ওয়ার কম্পিউটার এ ইন্সটল করে নিয়েছি। আপনি কোন যায়গায় আছেন তা দেখিয়ে দিলে ঐ দেশের সময় অনুযায়ী নামাজের সময় হলেই অটোমেটিক আজান বেজে উঠবে আপনার পিসি তে।

আর ঐ সফট ওয়ারেও ঠিক এই আজান টাই ফজরের আজান হিসাবে সেট করা আছে।

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৯

তাহির বলেছেন: আরে ভাইজান আমি শেই সফট ওয়ার থেকেই পাইছি :D পরে এক্তু খুজাখুজি করেই এই লিঙ্ক তা পাইলাম

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১০

তাহির বলেছেন: আপনাকে ধন্যবাদ :D

৯| ১৭ ই মে, ২০১০ রাত ৮:৩৬

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: অনেক সুন্দর করে আযান দেওয়া হয়েছে। ভাল লাগল।

১০| ১৭ ই মে, ২০১০ রাত ৮:৩৯

শাওন বলেছেন: ইশশশশ !! সুরটা খুবই ভালো । ধন্যবাদ আপনাকে ।

১৭ ই মে, ২০১০ রাত ৯:৫২

তাহির বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও

১১| ১৭ ই মে, ২০১০ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

১২| ১৮ ই মে, ২০১০ সকাল ৭:৫৩

সাফির বলেছেন: ভাল লাগল................................. :)

১৩| ০২ রা জুলাই, ২০১০ রাত ৩:০১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কৈ গেলেন ভাইজান??

১৪| ০২ রা জুলাই, ২০১০ রাত ৩:০৩

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: +

১৫| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৫০

মুভি পাগল বলেছেন: ভিডিওটা এমবেড হয়নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.