![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !
ও বাপজান, ও মা ফোন রিসিভ কর। আমি তোদের দেখতি পাচ্ছি না।’ দিনাজপুরের ফাতেমা বেগম বারবার মোবাইলফোন টিপে এভাবেই আহাজারি করছেন সাভারে ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে। সকাল থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে তার। দুই সন্তান আটকে রয়েছে এ ধসে পড়া ভবনের ভেতর। ফাতেমা বেগমের এক ছেলে ও এক মেয়ে ৫ম তলার প্যান্টস এ্যাপারেলস লিমিটেডে কাজ করে। ছেলে নূর করিম ও মেয়ে আরিফা। ভবন ধসের খবর শুনেই পার্শ্ববর্তী বাসা থেকে মা ছুটে এসেছেন প্রিয় সন্তানদের খোঁজ নিতে। ভাইবোন দুজনকেই ফোন দিচ্ছেন। রিংটোন বেজেই চলেছে। কিন্তু কোন সাড়া নেই নূর ও আরিফার। ঘটনার পর থেকে অসংখ্যবার ফোন দিয়েছেন ফাতেমা বেগম। ফাতেমা বেগমের সন্তানদের মতো আরও অনেকই আছে চাপা পড়া অবস্থায়। এখন সবাই মিলে আল্লাহ্র কাছে সাহায্য চাওয়া ছাড়া কিছুই করার নাই, তাই সবাই একসাথে বলি পরম করুণাময় আল্লাহ্ আপনি তো সাহায্য কারিদের মধ্যে সবচেয়ে বড় সাহায্য কারি। আমাদের কে সাহায্য করুন যাতে খুব তাড়াতাড়ি আমরা এই উদ্ধার কাজ শেষ করতে পারি- আমিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সোহাগ সকাল বলেছেন: আর ভাল্লাগেনাহ! ওদের সাথে আমিও মরে গেছি।।