নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সকাল বেলা পত্রিকা খুললেই জামায়াত। যেই জামায়াত হাতে গোনা অল্প কয়েকজন ভোটারের দল মাত্র সেই জামায়াতকে নিয়ে এত কেন ভাবনা? যেই জামায়াতের শীর্ষ নেতারা মানবতাবিরোধী অপরাদের দায়ে দন্ডপ্রাপ্ত তাদেরকে নিয়ে এখনো কেন টকশো গরম হয়, পত্রিকা খুললেই জামায়াত, তাদেরকে কেন এখনো নিষিদ্ধ করা গেল না? সরকারের চেয়েও কি তারা শক্তিশালী? শুনেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নাকি জামায়াত নেতাদের ভূমিকা ছিল, ১৯৭১ সালের নির্বাচনে তারা বিরোধিতা করেছে, অথচ তারাই আবার স্বাধীনতা দিবসের বিশাল বিজয় মিছিল বের করে রাজধানী সহ গোটা দেশে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদেরকে সাথে নিয়েই বর্তমান ক্ষমতাসীন দল যুগপৎ আন্দোলন করেছে। আবার এখন কি এক ঐক্য হবে শুনতেছি সেখানেও ঐ জামাতকে ফ্যাক্টর বানিয়ে পত্র-পত্রিকা গরম। এত আলোচনার কি আছে? বিএনপি কি পারে না জামায়াতকে ছাড়া জোট করতে? আওয়ামীলীগ কি পারে না বাংলাদেশ থেকে ছোট্ট এই দলটাকে নিষিদ্ধ করতে? বাঁধা কোথায় ?
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
হাবিব বলেছেন:
হা হা হা........
জামাত জামাত জিকির কি এতো ভালো লাগে বলুন?
পোস্টে প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন........
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: আমি তো পত্রিকা পড়াই ছেড়ে দিয়েছি।