নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সম্প্রতি প্রানের ভিতর বাহির শিরোনামে যমুনা টিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় যা দেখে হতাশ আমার মত অনেক জনসাধারন । মানুষ শুধু মাত্র নাম দেখে ভরসা করে প্রানের উপর, তাদের যদি হয় এই অবস্থা তাহলে নাম সর্বস্ব কোম্পানী গুলোর অবস্থা কি তা সহজেই অনুমেয় ।সরকার যখন দেশের ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগুচ্ছে তখন এই ধরনের সংবাদ সত্যিই দুঃখজনক ।
এক দিকে দেশ থেকে বিভিন্ন রোগ বালাই দূর করার জন্য শতশত কোটি টাকা খরচ করছে অন্য দিকে এই ধরনের কোম্পানীর পন্য খেয়ে অসুস্থ হচ্ছে লাখো মানুষ । ফলে পোলিও, জলবসন্ত ও যক্ষার মত মরণ ব্যাধি দেশ থেকে নির্মুল হলেও দীর্ঘস্থায়ী রোগ বাসা বাঁধছে শরীরে । ক্যান্সার আক্রান্ত মানুষ হরহামেশাই মিলছে । গ্যাস্টিক আলসার তো এক দম কমন রোগ হয়ে গেছে । সরকার সফলতার সাথে যেভাবে এমডিজি সমাপ্ত করেছে আমরা চাই নতুন ঘোষিত এসডিজি এর জন্য লক্ষ মাত্রাও পূরণ হোক সঠিক সময়ে । আর সেজন্য দরকার সবার সহযোগিতা । আসুন আমরা শুধু নিজেকে নিয়ে নয় ,এই দেশকে নিয়েও ভাবি। পরবর্তী প্রজন্মের জন্য যেন দেশকে বাসযোগ্য করে যেতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
হাবিব বলেছেন: শুধু পড়লেন? মন্তব্য করবেন না?
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২
রাকু হাসান বলেছেন:
এই টপিকে লম্বা একটা লেখা পোস্ট করার সুযোগ ছিল । এই পোস্টটা খুব ছোট হয়ে গেছে ।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫
হাবিব বলেছেন: সঙ্গে থাকুন, কালই দিবো ইনশাআল্লাহ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: প্রান ব্যবসা করতে গিয়ে মান ধরে রাখতে পারেনি।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
হাবিব বলেছেন:
একদম ঠিক বলেছেন প্রিয় রাজীব নূর ভাই.......
আমার অনেক বন্ধু চাকরি করে। তারা বলে প্রানের পণ্য না কেনার জন্য
৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন। তবে মিডিয়া যা বলে, কিংবা বন্ধুরা যা বলে, তাই যাচাই না করে বিশ্বাস করবেন না। মিডিয়াকে টাকা দিয়ে কেনা যায়, আর বাঙালিরাও যখন কোন ভাল কিছুও তাদের বিপক্ষে যায়, তার নিন্দা করে।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সনেট কবি বলেছেন: পড়লাম