![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
একটু আগে ব্লগে দেখি
আলো ঝলমলে,
আমি সেফ হয়েছি বলে
আজ নিরাপদের দলে।
আমি সেফ হয়েছি বলে.....
....................................
অনেক আশার পরে এলাম প্রথম পাতায় চলে,
এই খুশিতে ট্রিট দিতে চাই কৃপনতা ভুলে।
কে কে খাবে জলদি করে H2O তে আসো চলে,
আমি সেফ হয়েছি বলে আজ নিরাপদের দলে।
................................................
আনন্দ রে আনন্দ তুই-
কোথায় থাকিস বল?
তুই কি আমার ব্লগের কোণে-
নোটিশ টলমল?
নাকি রে তুই ব্লগের শেষে-
সুন্দর মন্তব্য,
অপেক্ষা ভেঙে নাকি রে তুই-
প্রথম পেজে গন্তব্য?
-------------------------------------------
কোথায় আছো পদাতিক ভাইয়া, কোথায় স্রাঞ্জি দাদা?
প্রথম পেজে লেখতে আজ আর নেইকো বাঁধা।
আরোগ্য, বাকপ্রকাশ, সনজিত ও সৌরভ,
বাশার, আমি ৎৎৎ , ইসমাইল, নীলআঁকা গৌরব।
এস এম বাশার , ইসমাইল, জি এম আশরাফুল,
ক্ষমা করে দিয়ো সবাই হয়ে যদি থাকে ভুল।
ফারিহা, নজসু আর আছে শায়মা,
কার সাথে দিবো আমি আজ তাদের উপমা?
কাওসার চৌধুরী, রাকু হাসান ভাই,
আরো ভালো যেন করি দোয়া চেয়ে যাই।
আরো আছে কতো জন কতো শুভাকাঙ্খী,
আমি খুব ছোট মানুষ মনে রাখা যায় কি?
..................................................
এখন হবে দেখা রোজ
নিও আমার অল্প খোঁজ,
কাব্যের ছলে হয়ে যাবে
বিশাল ভুরি ভোজ।
..........................................
ব্লগ পাতা জোড়া জোড়া,
লেখবো কবিতা ও ছড়া।
আমন্ত্রন সবাই আসো কাছে,
কমেন্টস করো ভালবেসে।
......................................
আজ আমি হয়েছি সেফ
আজ নিরাপদ হয়ে,
কি লিখিবো ভেবে না পাই
আছি ভয়ে ভয়ে।
......................................
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
হাবিব বলেছেন:
আপনাকে আমার ব্লগেপেয়ে ভালো লাগছে, সাথেই থকবেন আশা করি।
ভালোবাসা অফুরান্ত।
২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
মারহাবা.... ইয়া মারহাবা......
অভিনন্দন প্রথম পাতায়। আমরা কি আপনার কাছ থেকে শুধু কবিতা ছাড়া আর কি কিছু আশা করতে পারি না।
শুভকামনা হাবিব ভাই.....
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। আর কি চান বলেন?
ভ্রমন কাহিনী, সায়েন্স ফিকশন, উপন্যাস, ছোট গল্প নাকি লেখালিখির ভাইরে কিছু?
ট্রিট? সব হবে, কোনটা দিবো বলেন মন খুলে আপন মনে করে।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: Congratulations
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
হাবিব বলেছেন:
আপনাকে প্রথম বার আমার ব্লগেপেয়ে ভালো লাগছে, সাথেই থকবেন আশা করি।
আমার সর্বাধিক পঠিত ব্লগ "জ্যামিতিক ভালোবাসা" পড়ার দাওয়াত রইলো।
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আগের পোস্টটি দেখে কমেন্ট করেছি। এখানেও করছি। অভিনন্দন আপনাকে ।
আপনার স্ট্যাটাস বদলের পোস্ট অভিনব হয়েছে। সকল সহব্লগারবৃন্দকে আমার অন্তরের শুভেচ্ছা।
আপনাকেও হৃদয়ভরা ভালোবাসা ♥♥♥♥♥।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩
হাবিব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া, আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসা না পেলে সম্ভব হতো না।
সাথেই থাকবেন আশা করি।
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। প্রথম পাতায় স্বাগতম। এবার লিখুন মন খুলে।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
হাবিব বলেছেন:
কাওসার ভাই অনেক ধন্যবাদ, আজ আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: অভিনন্দন স্যার ভাই!
ব্লগিং চলুক অবিরত।
শুভব্লগিং।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
হাবিব বলেছেন:
হা হা হা................
স্যার ভাইয়া, অনেক ভালো লাগলো সম্বোধনটা,
ধন্যবাদ ব্লগ ভাইয়া,
কাছে থাকুন- কাছে রাখুন।
৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: লিখে যান মন খুলে।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
হাবিব বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম, আমার অন্যান্য ব্লগ পড়ার দাওয়াত রইলো।
ভালো থাকুন ভালো রাখুন।
৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
বাকপ্রবাস বলেছেন: এমন খুশির দিনে
ভাবছি মিষ্টি কিনে
ব্লগে বিলাবো আজ
লাগবে নতুন সাজ।
যেই বাড়ালাম হাত
পকেট বরাবর
ধূধূ ফাকা মরুভূমি
বালু চরাচর।
হোক তাতে কী
দিলাম তবে আচ্ছা
হাজার বিশেক নিন
আমার শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭
হাবিব বলেছেন:
শুভেচ্ছাতে পেট বড়িলো
বাকি কিছু রয়ে গেলো
দিলাম পাঠিয়ে,
একটা তুমি নিজে খেও
একটা মডু ভাইকে দিও
বাকি গুলো ব্লগে বিলিয়ো।
৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
লাবণ্য ২ বলেছেন: অভিনন্দন!
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
হাবিব বলেছেন:
ভালোবাসা অফুরন্ত, বাকপ্রকাশ ভাইয়া শুভেচ্ছা বিলাচ্ছে।
আশা করি আপনাকেও দিবে।
না দিলে আমার কাছ থেকে শুভেচ্ছা জানবেন।
১০| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: অভিন্দন জানাই কি বলে
পাই না খুঁজে ভাষা
সামু ব্লগে স্যারের পথ চলা শুভ হোক
এই তো আমার আশা।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮
হাবিব বলেছেন:
আশা পূর্ণ করবো আমি
এইতো আমার পণ,
সাথে থেকো ভাইয়া আমার
তবে ভরবে আমার মন।
১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অভিনন্দন আপনার পথ চলা সুন্দর হোক।।।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫
হাবিব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
কাছে পাব আশা করি পরবর্তী ব্লগ গুলোতে।
১২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫
ভুয়া মফিজ বলেছেন: শুভেচ্ছা। শুরু হোক তবে..............
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
হাবিব বলেছেন: ভালোবাসা জানবেন, আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন শুভ হোক পথ চলা।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
হাবিব বলেছেন: তারেক ভাই, সাথে থাকবেন। ভালোবাসা জানবেন, আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
মোঃ রায়হান মিজি বলেছেন: খুব সুন্দর। অনেক ভালো লাগলো। আরো ভালো লাগলো মন্তব্যগুলো।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: ব্লগটা সুন্দর বলে হৃদয় টা ভিজিয়ে দিলেন ভালোবাসা অফুরন্ত। ভালো থাকুন ভালো রাখুন।
১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
সংগ্রামী_জীবন বলেছেন:
অভিনন্দন!!
ভাল থাকুন সুস্থ থাকুন
ব্লগ পাতা সতেজ রাখুন
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
হাবিব বলেছেন: আপনি পাশে থাকলে লেখার সংগ্রামটা আর ভালভাবে চালাতে পারবো ইনশাআল্লাহ।
১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
স্বচ্ছ দর্পন বলেছেন: অভিনন্দন ভাই।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
হাবিব বলেছেন: অবশেষে আপনার দর্পণে কি আমার ছবি ভেসে উঠলো ? অনেক ধন্যবাদ। কাছে থাকুন ভালো রাখুন ।
১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
এস এম ইসমাঈল বলেছেন: ওমা একি শুনছি?
তুমি নাকি আজ হয়ে গেছ সেফ
বাহবা! বাহবা!! বেশ! বেশ!!
সববাইকেে নাকি শুনছি দেবে ট্রিট,
কোন হোটেল বুক করেছ,
হবে কোথায় ফিষ্ট?
দাওয়াতের কার্ড পাঠিয়ে দিও
নয়তো মোবাইলে মেসেজ
দাওয়াত আমি করি না মিস
থাকে যদি ভুরিভোজ।
থাকবো আমি ফ্রি
সংগে বউ, বাচ্চা, নাতি
ওরা তোমার বোনাস দাওয়াতি
কেমন বন্ধু, এখন তো খুশী ?
অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আর ভালোবাসা।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
হাবিব বলেছেন:
ইসমাঈল ভাই,
আগে সালামও জানাই।
ঠিকই তবে শুনে গেছেন--
ভালোবাসা রেখে,
বাহ বাহ বেশ বলেছেন কতো আদর মেখে।
ধানমন্ডির এইচ টু ও হোটেলে,
আসিবেন বিকেলে।
যত পারেন খেয়ে যাবেন বউ বাচ্চা নিয়ে,
অনেক বেশি লাগছে ভালো আপনাকে পেয়ে।
আপনি ভাই আপন মানুষ
থাকেন যখন কাছে,
কার্ড কিংবা দাওয়াতের
কি বা দরকার আছে?
অবশেষে এই চাওয়া
দিন শেষে কাছে পাওয়া-
আর তো কিছুই চাইনা,
আমি কিন্তু লোক ভালো
কেও যদি ভালবাসে
ছেড়ে তাকে যাইনা।
১৮| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩
সৈকত জোহা বলেছেন: মাত্র ৮ দিনে সেফ। আমারও ৮ দিন হল
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন: আট দিনকে আমার কাছে ভয়ঙ্কর আট দিন মনে হয়েছিল। আপনিও পাবেন। লেগে থাকুন।
১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩
আরোগ্য বলেছেন: হাবিব স্যার, খুব খুব অভিনন্দন।
এবার জমবে কবিতার আসর
আসতে পারি h2o তে
নিয়ে সব দলবল।
পার্টি হবে রাতভর।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
হাবিব বলেছেন:
রাত কিংবা দিন যখন খুশি আসেন-
ভয় তো আমার নাই,
আপনি তো থাকবেন ভালোবাসা মাখবেন
কি লাগে আর ভাই?
দিন কিংবা রাত
একা কিংবা দল,
আমি অনেক খুশি আছি
তাড়াতাড়ি চল।
ডিজে গান ছেড়ে
মিড নাইট পার্টিতে,
অনেক মজা হবে
দল বেঁধে নাচিতে।
২০| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: বলেছিলাম না দ্রুতই সেফ হবেন।
এবার ইচ্ছা খুশীর জোয়ারে ভাসুন।
স্বাদগতম।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
হাবিব বলেছেন:
আপনাদের উৎসাহ
আর ছিল প্রেরণা-
সেফ হয়েছি আমি আপনার-
ঠিক হয়েছে ধারনা।
মাইদুল সরকার
আপনাকে দরকার,
কাছে থাকেন ভালো রাখেন
করেন পরোপকার।
২১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
হাবিব বলেছেন:
রাকু হাসান ভাই
কতো সুন্দর ফুল দিলেন ধন্যবাদ জানাই;
আজ এই কামনা করে যাব
সবটা সময়- কাছে যেন পাই।
২২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
স্বাগতম।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
হাবিব বলেছেন:
ওয়ালাইকুমুস সালাম। ধন্যবাদ ভাইয়া।
২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬
আখেনাটেন বলেছেন: উপস্থিত স্যার। ট্রাফিক জ্যামে পড়ে দেরী হয়ে গেছে। মাফ করুন।
শুভ হোক ব্লগের পথচলা। অাসসালামু আলাইকুম স্যার, আসি।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
হাবিব বলেছেন:
হা হা হা.................
দাঁড়ান ভাই, আগে হাইসা লই,
তারপর কমেন্টস এর উত্তর দেই।
২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
তারেক ফাহিম বলেছেন: সামু ব্লগে ১০ দিনের আগে সেফ হওয়া চারটিখানি কথা না
আমার হয়েছে ভাই তিন ত্রিশে তাই বললাম।
সামুতে আপনার পদাচরন শুভ হোক।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮
হাবিব বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি পাশে থাকবেন।
সবই আপনাদের অনুপ্রেরনার ফল।
আশা করি আমার সর্বাধিক পঠিত ব্লগ "জ্যামিতিক ভালোবাসা" পড়েছেন।
ভালু থাকুন ভালো রাখুন।
ভালোবাসা জানবেন। শুভ রাত্রি।
২৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনাকে অভিনন্দন। খুব তাড়াতাড়ি সেফ হয়েছেন।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯
হাবিব বলেছেন: আপনাকে প্রথমবার আমার ব্লগ বাগানে পেয়ে ভালো লাগছে। সাথেই থাকবেন আশাকরি।
২৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
নাবিক সিনবাদ বলেছেন: অভিনন্দন ব্রো
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, কাছেই থাকবেন। আমার অন্যান্য ব্লগে আপনাকে অগ্রিম দাওয়াত।
২৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
নতুন নকিব বলেছেন:
অানন্দিত। শুভকামনা সামনের দিনগুলোর জন্য।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাদের ভালোবাসা আমার পথ চলার অনুপ্রেরণা।
২৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
এস এম ইসমাঈল বলেছেন: এবার তোল পাল,
হইও না বেসামাল।
সামনেে আছে শুভ দিন,
আমার অনেক শুভেচ্ছা নিন।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৫
হাবিব বলেছেন:
বাহ...................
এযে ইসমাইল ভাই
দেরি করে এলেন দেখি
মিষ্টি একটাও নাই।
এখন শুধু বাকি আছে
একটু মনের ইচ্ছা,
আপনাকে যানাচ্ছি তাই
অনেক শুভেচ্ছা।
২৯| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪
শুভবাদী রোদ বলেছেন: অনেক শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৯
হাবিব বলেছেন:
আপনি তো নিজেই শুভ
যদি থাকেন পাশে,
ব্লগিং আমার সুন্দর হবে
যদি যান একটু ভালবেসে।
৩০| ১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরো আছে কতো জন কতো শুভাকাঙ্খী,
আমি খুব ছোট মানুষ মনে রাখা যায় কি?
....................................................................................
আমরা খুশী, শুভ ব্লগিং
....................................................................................
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৬
হাবিব বলেছেন:
শুভাকাক্সক্ষী একথাটি
অনেক ছোট নয়তো,
তারা যদি পাশে থাকেন
জয় আমার হবেই তো।
নিজেকে যে ছোট বলে
ছোট সে নয়,
একথাটি অনেক -
জ্ঞানী গুনী কয়।
রাখলাম তোমাকে মনে আমি
প্রিয়তে দিলাম স্থান,
আশা করি রাখতে পারবো
তোমার ভালোবাসার মান।
৩১| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬
সূর্যালোক । বলেছেন: অভিনন্দন আপনাকে
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬
হাবিব বলেছেন:
সূর্যালোক এতো দেড়িতে আমার ব্লগে আসলে যে অন্ধকারেই থাকতে হবে।
প্রতিদিন আমার ব্লগ আকাশে সূর্যালোকের দেখা পাবো আশা করি।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০
নজসু বলেছেন: স্বাগতম স্যার।