![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: সামুর পাতা থেকে স্ন্যাপ করে নেয়া....
বিয়ে করবো ভাবছি বসে
কি জানি কি হয়?
চারিদিকে বিজ্ঞাপনে
মনে লাগে ভয়!
মেয়েরা তো অনেক সবল
দুর্বল তাঁরা নয়,
তাইতো মনে আজ ঢুকেছে
বিয়ে করার ভয়!
বিয়ে কি ভাই এতো সোজা
জীবন হবে ক্ষয়,
বিজ্ঞাপনের ভাষা দেখে
মনে জাগে ভয়!
অক্ষম না সক্ষম আমি
বিজ্ঞাপনে কয়,
আমি তো ভাই টেস্ট করিনি
তাইতো মনে ভয়!
বিয়ের পরে এমনি করে
বউ কি দিবে গুতা?
শক্তি যত ছিলো আমার
হয়ে যাবে ভোতা!
.................................
(সংক্ষেপিত, সম্পূর্ণ দিলে ১৮+ হয়ে যেত!)
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১
হাবিব বলেছেন: জী ভাই, খারাপ না।
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ইতা কিতা
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১
হাবিব বলেছেন: ইতা যে কিতা সেইটাইতো বুঝতেছি না।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: হায় হায়
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১
হাবিব বলেছেন:
আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সামু কিসব বিজ্ঞাপন দেয়া শুরু করেছে। এগুলো কি? সামুও এমন কুসংস্কার মানে??ছি
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
হাবিব বলেছেন: সামুর আর কি দোষ, ঐ যে বিজ্ঞাপনে বলে না টাকা না পাইলে মিনুর সুন্দর মুখ আর সুন্দর থাকব না।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: যা বলতে চাই তা গুছিয়ে বলতে না পারার জন্য আমি সবার কাছে অপ্রিয়।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
হাবিব বলেছেন: সত্য কথা যেভাবেই বলেন আপনি অপ্রিয় হবেন এতাই বাস্তব। ভাই কবে বলবেন ?
৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আজ আর কিছু বলব। কবিতা চলতে থাকুক ...
শুভকামনা ও ভালোবাসা রইল।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
হাবিব বলেছেন: ভাই কবে বলবেন ? কিছু নইলা যান ভাই............
৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সামুতে এসব বিজ্ঞাপন কেন?
সামু কি ভাবে সব ব্লগাররাই.................???
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
হাবিব বলেছেন: ঘটনা কি তাই নাকি?
৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
সনজিত বলেছেন: বেশ
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২
হাবিব বলেছেন: সুন্দর
৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আয়হায়! মজার বিজ্ঞাপন, প্রচার আরো জরুরী।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
হাবিব বলেছেন: হায় হায়........... কই কি???????????
১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: More advertisement for more income.
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
হাবিব বলেছেন: জি ভাই এটাই নিয়ম।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগ খুলেই এ প্রশ্নের মুখোমুখি হওয়াটা খুবই বিব্রতকর। বিজ্ঞাপনের ভাষাটা আরেকটু শালীন ও শোভন হওয়া একান্ত কাম্য।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
হাবিব বলেছেন:
সত্যিই ভাই, খুবই খারাপ লাগে এইগুলা দেখলে। কি আর করা বলুন
১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
নজসু বলেছেন:
স্যার কি ব্যস্ত হয়ে গেলেন?
আগের মতো দেখা পাইনা।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
হাবিব বলেছেন: আহারে কত মধুর কথা......!
এতো ভালোবাসা কই পাবো আমি?
জি ভাই, আমার ম্যাডামের সাথে দেখা করতে আসছি........
শনিবার থেকেই নিয়মিত হতে পারবো ইনশাআল্লাহ............
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২
অলিভিয়া আভা বলেছেন: হা হা হা মজা করে লিখেছেন না ?
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
হাবিব বলেছেন:
আর বইলেন না আপু.............
এই বিজ্ঞাপন দেখতে দেখতে আর ভালো লাগেনা..........
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
জাতির বোঝা বলেছেন:
খারাপ না।