![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
কি চমৎকার কথাতে সনেটের ছন্দে
ব্লগারদের আপনি দিলেন প্রেরণা,
সুনিপুন কথামালা কোথা থেকে পান?
সুনিশ্চিত এতো মোর রবের কল্যান।
কি মধুর ভাব দেখ সুন্দর লিখন
পড়লেই চিত্ত ভরে আরো দুটি আঁখি
এতো প্রেরণা বলুন কোথা গিয়ে রাখি?
বেড়ে যাক আপনার প্রজ্ঞা-জ্ঞান-মান!
আমার সনেট সাক্ষী আপনি প্রেরণা
সদা আমি এই কথা করবো ঘোষণা
আপনি শিক্ষক পাকা সনেটে আমার।
আশা তাই এই হৃদে (দির্ঘায়িত হোক)-
বেড়ে যাক আপনার নেকি ও হায়াত
সনেটেই হোক তবে প্রেরণা সবার।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
হাবিব বলেছেন:
সুবহান আল্লাহ........।
কত সুন্দর প্রেরনাদায়ক কথা..!
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
সনেট কবিকে সাধারণ বিষয় নিয়ে লিখতে হবে, ব্লগের বাহিরের মানুষের জীবন নিয়ে লিখতে হবে।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
হাবিব বলেছেন: আমিও আপনার মতো সনেট কবির কাছে সেই আশায় করি...........
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ল বলেছেন: ভালো লাগলো বেশ
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
হাবিব বলেছেন: জাযাকাল্লাহ...............
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
নতুন নকিব বলেছেন:
সনেট কবিকে নিয়ে চমৎকার সনেট।
সনেট বুননে হোক প্রতিভা বিকাশ,
অষ্টক ষষ্টকে হোক অশান্তি বিনাশ।
দু'জনকে শুভেচ্ছা।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, কত সুন্দর মন্তব্য.......
"সনেট বুননে হোক প্রতিভা বিকাশ,
অষ্টক ষষ্টকে হোক অশান্তি বিনাশ। "
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! বাহা! এক কথায় অপূর্ব! দুজনকে অভিনন্দন। অশেষ ধন্যবাদ প্রিয় হাবিব ভাইকে। শ্রদ্ধেয় সনেট কবি ভাইকে বিনম্র শ্রদ্ধা । এ যেন এক গুরুদক্ষিণার শামিল। খুবই ভালো লাগলো সনেটটি ।
দুজন কবিকেই আমার অন্তরের শ্রদ্ধা ও বিমুগ্ধ ভালোবাসা জানাই।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
হাবিব বলেছেন: বাহা ! বাহা! এক কথায় অপূর্ব! দুজনকে অভিনন্দন। অশেষ ধন্যবাদ প্রিয় হাবিব ভাইকে। শ্রদ্ধেয় সনেট কবি ভাইকে বিনম্র শ্রদ্ধা । এ যেন এক গুরুদক্ষিণার শামিল। খুবই ভালো লাগলো সনেটটি ।
দুজন কবিকেই আমার অন্তরের শ্রদ্ধা ও বিমুগ্ধ ভালোবাসা জানাই।
সুবহানআল্লাহ........ সুন্দর মন্তব্যে অনুপ্রেরনা পেলাম
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
সনজিত বলেছেন: অষ্টক ষষ্টক অসাধারন লাগছে স্যার
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
হাবিব বলেছেন: প্রিয় সনজিত ভাই, আপনার মন্তব্যে প্রেরনা পেলাম
৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সনেট কবিকে সাধারণ বিষয় নিয়ে লিখতে হবে, ব্লগের বাহিরের মানুষের জীবন নিয়ে লিখতে হবে।
সহমত।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
হাবিব বলেছেন: জি রাজীব ভাই, আমিও সহমত........
৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
মো চৌঃ বলেছেন: শুভ হোক
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন..............
৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর লিখা.....
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
হাবিব বলেছেন: এতো দিন পর কোথা থেকে অাসলেন ম্যাম? ভালো আছেন নিশ্চয়?
১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আছি আলহামদুলিল্লাহ্ ভালো। আপনি কেমন আছেন স্যার? আর আমাদের প্রিয় ভাবি কেমন আছেন?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
হাবিব বলেছেন: আল্লাহ আমাকেও ভলো রাকছেন.. তিনিও কুশলেই আছেন
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার। আপনার এ সুন্দর প্রয়াসের জন্য অভিনন্দন। তবে, সনেটে যেন ছন্দের সাথে আবেগের রসে সিক্ত হয় সেদিকেও নজর দিতে হবে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া..। দোয়া করবেন..
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন। আপনার সনেট প্রতিভায় অবাক হতে হয়। আপনার লেখার সূত্রপাত ঘটেছে। এককালে হয়ত আপনি আপনার সনেট দিয়ে বিশ্বকে অবাক করে দিবেন। আমি আপনার বিষয়ে অনেক আশাবাদী। এখন নিজে না লিখলেও নতুন নতুন সনেট পাঠ করতে পারছি। এটা অনেক আনন্দের।