নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সুখ

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২



ছবি: গুগলের.........


সব ছেড়ে চলে যাব সেই পরপারে
অস্থায়ী ধরায় কেউ থাকতে না পারে,
ভুলে গিয়ে মজে থাকি হয়ে পরিপাটি
কক্ষনো নয়! সেদিন ঠাঁই হবে মাটি।
ভাগ্যের কপালে রব লিখেছে মরণ
ঠিকঠিক আসবেই মাহেন্দ্র সে ক্ষণ,
যতোই আঁকড়ে ধরো এ ধরার মাটি
বাঁচার চেষ্টাতে যত হও পরিপাটি।

পরের কল্যানে যদি দিন করো ব্যয়
উদার দৃষ্টিতে সদা যদি করো ন্যায়
পরের খুশিতে পাবে শত মহানন্দ।
কি পেয়েছো হিসাবে থেকোনা কখনো
পরের কল্যানে সুখ হৃদয়েতে বুনো
তাতেই ফিরবে সুখ জীবনের ছন্দ।

মন্তব্য ৪৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুখে থাকার কোন ট্যাবলেট নাই?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

হাবিব বলেছেন:



হা হা হা.........
আমার কাছে তো আপনার মন্তব্যটাই ট্যাবলেট মনে হলো............

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ফোয়ারা বলেছেন:
#:-S


আমার আজকের পোস্ট, পড়ে আসার অনুরোধ পথপ্রান্তের খোশ গল্পঃ ছুটির দিন

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

হাবিব বলেছেন: জি ভাই পড়ে আসছি, সুন্দর লিখেছেন,............

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

হাবিব বলেছেন: ধন্যবাদ.. জাযাকাল্লাহ প্রিয় সনেট কবি

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না থাকলে ভালো হত।।। একটু ভেবে দেখুন। তাহলে মানুষ এতো কিছু করতো না।। সুখে থাকতে কত আয়োজন

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

হাবিব বলেছেন: ঠিক আছে প্রিয় মামুন ভাই..দেখা যাক পাই নাকি

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন:
বলেনতো ছবিটি কোথায় তোলা?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

হাবিব বলেছেন: ভাই এ যে আমার প্রিয় ক্যাম্পসের ছবি... সত্য করে বলেন কে আপনি?

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

ঘইঊছগ বলেছেন: AD List 24 massage and spa classifieds site for you to find out the latest massage and post ads.
view this link

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

হাবিব বলেছেন: What's this Brother?

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

ঘইঊছগ বলেছেন: Click This Link

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

হাবিব বলেছেন: Don't understand about your link?

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পবিত্র দিনে একটা পবিত্র...

কেমন আছেন হাবিব ভাই?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

হাবিব বলেছেন: Priyo Tazul Islam vai...। Assalamualaikum. Allah valo rakhsen amake.. Apni kemon asen?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ভালো লেগেছে ভাই। পরের উপকারের মতো সুখ অন্য কোথাও নাই, আর শ্রষ্টায় বিশ্বাস মনেতে সুখ আনে।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

হাবিব বলেছেন: শ্রদ্ধেয় বড় ভাই অাপনাকে অনেক দিন পরে পেলাম. কেমন আছেন?

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

করুণাধারা বলেছেন: ভালো। খুবই ভালো লাগলো কবিতা।

যা ভুলে যাওয়া উচিত না, অথচ সব সময় ভুলে থাকি, তাই মনে করিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ, হাবিব স্যার।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

হাবিব বলেছেন: আসসালামু আলাইকুম... প্রিয় প্রতিবেশী আশাকরি ভালো আছেন

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, সুন্দর সনেট...

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সনজিত বলেছেন: সুন্দর সনেট স্যার

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: সনজিত ভাই আপনার আগমনে আমি আনন্দিত

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

নজসু বলেছেন:


একদিন মাটির ভিতরে হবে ঘর....। :(
শুধু রয়ে যাবে কর্মফল।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

হাবিব বলেছেন: সেই আমলই সম্বল...।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর সনেট।

শুভকমনা জানবেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

হাবিব বলেছেন: চৌধুরী সাহেব আপনার কথায় ভরসা পেলাম মনে

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: দীপিকা-রণবীরের বিয়েতে এদেশের মেয়েদের এত্ত খুশি হবার কী আছে--আপনারা কি দাওয়াত পাইসেন?!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

হাবিব বলেছেন: তারা দাওয়াত দিতে হয়তো ভুলে গেছে

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম :)

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

হাবিব বলেছেন: আগে বললে হয়তো আমিও থাকতে পারতাম একই ফ্রেমে

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০০

হাবিব বলেছেন: কবির ভাই ঠাণ্ডা ঠান্ডা ধন্যবাদ জানবেন

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২

নীল আকাশ বলেছেন: এত সুন্দর একটা কবিতাতে যত সব অর্থহীন মন্তব্য। ব্লগটা আস্তে আস্তে রসকসহীন হয়ে যাচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮

হাবিব বলেছেন: ভাই কি রাগ করলেন? কবিতা সুন্দর বলেছেন এজন্য অনেক ভালো লাগলো, কিন্তু ....

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

বলেছেন: জটিল'স ♥♥♥

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

হাবিব বলেছেন: Thanks priyo Vai. Valobasa Niben

২০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

নীল আকাশ বলেছেন: একজন লেখক একটা লেখা ব্লগে দেন সেটার তুলনা মূলক আলোচনা করার জন্য, যেন সে বুঝতে পারে তার লেখাটা কেমন হয়েছে, ভূল ত্রুটি (যদি থাকে) সেগুলি কি? আমার মতে সেগুলি প্রাধান্য পাওয়া উচিৎ। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।
রাগ করিনি তবে, চমৎকার এই কবিতাটা নিয়ে আরো গঠন মূলক আলোচনা হলে ভালো লাগতো।
ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন: প্রিয় ভাই আমার ও অনেক ভালো লাগে যদি কেউ আমার সমালোচনা করে.. নিজেকে আরো সুযোগ পাই. .. আপনি আমার মনের কথা বলেছেন ভাই

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঠাণ্ডা ঠান্ডা ধন্যবাদ কেন ভাই এই ঠাণ্ডার দিনে । =p~

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

হাবিব বলেছেন: ঠান্ডা কে প্রতিহত করতেই ঠান্ডা ঠান্ডা অভিনন্দন...।

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পছন্দের গান, কানে এয়ারফোণ লাগিয়ে।
মনের আনন্দে রাস্তায় রাস্তায় ঘুরা, গন্তব্যহীন এক যাত্রা।
প্রিয় খাবার গুলোর মধ্যে ডুবে থাকা।
B-) ব্যাস! আমি খুশি!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

হাবিব বলেছেন: অল্পে তুষ্টি ভালো গুণ..........

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

তারেক ফাহিম বলেছেন: চমৎকার সব সনেট নিয়ে সামু ব্লগ প্রাণবন্ত B-)

কেমন আছেন প্রিয় স্যার?

ব্যস্ততায় পাঠক পরিচিতিটাও ঠিকমত রাখতে পারিনা।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

হাবিব বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাই, আসসালামুআলাইকুম, আল্লাহ আমাকে ভালো রাখছেন । আপনি কেমন আছেন?

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

তারেক ফাহিম বলেছেন: আসসালামুআলাইকুম, আল্লাহ আমাকে ভালো রাখছেন । আপনি কেমন আছেন?

অালহামদুলিল্লাহ্, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমার মত নগণ্যকে অনুসরন করেছেনে দেখে ভালোলাগছে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

হাবিব বলেছেন:




আপনাকে আমার ভালো লাগে আপনার লেখাও খুব ভালো লাগে.........
আপনার কমেন্টস আপনাকে অনেক বড় করে তুলেছে......
আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিন......আমিন।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন:





সুন্দর কবিতা এক শিশুর মতন

সুন্দর কবিতা এক শিশুর মতন
যতটুকু হৃদয়েতে করবে ধারণ
সদ্য ভূমিষ্ঠ সতত নিষ্পাপ নয়ন
অন্তরের প্রশান্তিতে সুসজ্জিত মনে।
কবিতা শক্তিতে কবি নজরুল হোন
বিদ্রোহীর উপাধীতে সকলে চিনেন
সুন্দর অনিন্দ্য কাব্যে বিপ্লব আনেন
মানুষকে সামনের নব পথে টানে।

কাব্যেই অন্তর ভিজে ছলছল আঁখি
আবেগের বেগ দিয়ে জীবনটা দেখি
জীবনের মানে বুঝা সহজ তখন।
কুলসিত কাব্য হয় অল্প সময়ের
হৃদয়ের উত্তেজনা কিছু লোকে রাখে
শালীনতায় কখনো পায়না যতন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.