নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

ডুমুরের শপথ

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫



"সূরা তীন"-এর ভাবানুবাদ

শুরুতেই পাক নাম আল্লাহ স্মরণ
দয়াময় রব যিনি অতীব মহান।
.............................................

শপথ যয়তুনের, আন্জীর-ডুমুরে
সাক্ষী তূর পর্বত সিনাই প্রান্তরে,
শপথ রইলো এই নির্বিঘ্ন নগরে
সৃষ্টি করেছি মানুষ উৎকৃষ্ট আকারে।
(পাপকাজ করে যেই সত্য অস্বীকারে)
আমি তাকে পৌঁছে দেই হীন নিম্নস্তরে,
অগাধ ঈমানে যারা পূণ্যকর্ম করে
মহাপ্রতিদানে দেই পুরষ্কার তারে।

অবিশ্বাসে কেয়ামত রাখো অত:পরে?
(কোন ক্ষমতার বলে, কোন অহংকারে?
পাকরাও হতে হবে বলি করে পণ।
যতো আছো বিচারক ভূলোকের 'পরে
শোন সব অবিশ্বাসী রাখি প্রশ্ন করে)
" শ্রেষ্ঠতম বিচারক আল্লাহ কি নন?"
...................................................

"সূরা তীন"-এর সরল অনুবাদ:

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
এবং এই নিরাপদ নগরীর।
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

"সূরা তীন"-এর বিষয়বস্তু: এখানে দেখুন।

ছবি: গুগলের.....।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

হাবিব বলেছেন: আমিন....। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। প্রিয় সনেট কবি, অনেক দিন হলো আপনার সনেট পাচ্ছিনা?

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আকতার আর হোসাইন বলেছেন: মাশা আল্লাহ। সুন্দরর সনেট...

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ...........। আপনার মন্তব্য ভালো লাগলো

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিদেশে কামলা খাটি বলেছেন: অসাধারণ।
চমৎকার লিখেছেন ।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

হাবিব বলেছেন: মাশাআল্লাহ.... । সুন্দর মন্তব্য.....। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই ভালো! চমৎকার ভাবানুবাদ!

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হাবিব বলেছেন: সুবহান আল্লাহ, কত সুন্দর মন্তব্য!

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটের সাথে সুন্দর প্রকাশ। আল্লাহ আপনার মঙ্গল করুক

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ভয়াবহ স্বপ্ন দেখে ঘুম ভাঙল।
ইদানিং মনে হচ্ছে- আমি অন্ধ হয়ে যাবো। চোখে নানান সমস্যা দেখা দিয়েছে। আমার দাদা'র যখন ত্রিশ বছর, তখন সে হঠাত অন্ধ হয়ে গেলেন। কত্ত ডাক্তার দেখানো হলো- চোখ আর ঠিক হলো না।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

হাবিব বলেছেন:




কি স্বপ্ন দেখলেন ভাই?

ইদানিং মনে হচ্ছে- আমি অন্ধ হয়ে যাবো। চোখে নানান সমস্যা দেখা দিয়েছে।
কি ভয়ানক কথা? ডাক্তার দেখান জলদি।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: যাযাকাল্লাহু খাইর। সুন্দর ভাবানুবাদ। আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন। আমিন।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

হাবিব বলেছেন: সুহবান আল্লাহ.. আল্লাহ আপনার মঙ্গল করুন

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

বলেছেন: শপথ ডুমুর ও যয়তূন বৃক্ষের’ --------------





চমৎকার ভাবানুবাদ!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

হাবিব বলেছেন: প্রিয় আইন ভাইয়া আপনি ভালো আছেন?

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

আরোগ্য বলেছেন: " শ্রেষ্ঠতম বিচারক আল্লাহ কি নন?"
অবশ্যই, নির্দ্বিধায়।
হাবিব স্যারের সনেট খুব ভাল লাগে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

হাবিব বলেছেন: আসসালামু আলাইকুম...প্রিয় ভাই আপনার সাক্ষাত পাবার অনেক ইচ্ছা।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ফেইরি টেলার বলেছেন: চমৎকার প্রয়াস হাবীব স্যার ।
কিন্তু ১০ জন মন্তব্যকারীর মধ্য থেকে ৩ টি লাইক ! একটু কম হয়ে গেলো না । বেশি বেশি লাইক পড়লে সত্যিকার এপ্রেসিয়েশান হত ভাইয়েরা আমার

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম.. মন্তব্যে আপ্লুত আমি..।কেমন আছেন ভাই?

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ খুব দারুণ লিখেছেন স্যার। কেমন আছেন?
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা....

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

হাবিব বলেছেন: প্রিয় ফারিহাপু, আমি ভালো আছি আল্লাহর রহমতে, তুমি কেমন আছো?

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: মূল্যবান পোষ্টের জন্য ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১

হাবিব বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আশা করি ভালো আছেন

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

নজসু বলেছেন:





সূরার এই সুন্দর সিরিজটা চলতে থাক প্রিয় স্যার।
নিশ্চয়ই এর জন্য উত্তম প্রতিদান পাবেন।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

হাবিব বলেছেন: সুবহান আল্লাহ কত সুন্দর প্রেরনাদায়ক কথা... ইনশাআল্লাহ পাশে থাকবেন প্রিয় ভাই

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

টুনটুনি০৪ বলেছেন: আপনার সনেট খুব ভালো লাগল।
দোয়েল

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

হাবিব বলেছেন: আমি আপনাকেই খুজছিলাম । আজকেও গুগলে ব্লগে সার্চ করেছি পাইনি, বাকি দুইজনকে অবশ্য পেয়েছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

টুনটুনি০৪ বলেছেন: আমার নাম “টুনটুনি ০৪ বাংলা ব্লগ” লিখে সার্চ দিলে পাওয়া যায়।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাইসাপু........ রাইসা আমার চাচাতো বোনের নাম।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: Ficus carica

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাবিব বলেছেন:




কার্ল লিনিয়াস (সুয়েডীয় ভাষায়: Carl Linnaeus; লাতিন ভাষায়: Carolus Linnaeus, ক্যারোলাস লিনিয়াস) (২৩শে মে পুরাতন নিয়মে ১৩ই মে, ১৭০৭ - ১০ই জানুয়ারি, ১৭৭৮) এই নাম দিয়েছিলেন।
Ficus carica is an Asian species of flowering plant in the mulberry family, known as the common fig.

১৭| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

আবু ছােলহ বলেছেন:



সুন্দর প্রচেষ্টা। +++

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে..........।

১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

নীল আকাশ বলেছেন: আপনি আমার খুব পছন্দের একটা সুরার কাব্যিক অনুবাদ করেছেন। বেশিরভাগ সময়ে ফরয নামাযে আমি এই সুরাটা পড়ি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
আমীন।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

হাবিব বলেছেন: মাশাআল্লাহ, আমিও প্রায় প্রতিদিনই ফজরে এই সূরা পড়ি........। আপনাকে মাঝে মাঝে চিনতে কষ্ট হয় ৩৯ নাই দেখে।

১৯| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: নামটার বানান ঠিক করে নিয়েছি। মাইনুল ভাই বলল, দেখতে নাকি আগেরটা খারাপ লাগতো। ৩৯ আমার বুয়েটের ক্লাস রোল নাম্বার।
শুভ কামনা রইল!

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

হাবিব বলেছেন: ও আচ্ছা! আমিও এরকম একটা কাজ করেছিলাম আমার ই-মেইল খুলতে গিয়ে। আমার রোল নম্বর ছিলো ১৩..... তো ইমেইল খুলেছি এই ভাবে [email protected] এখন আর ভালো লাগে না এইটা।

২০| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম

জাজাকাল্লাহ খাইরান

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

হাবিব বলেছেন: মাশাআল্লাহ.... কত সুন্দর মন্তব্য। আপনার কাব্যের দিকে আজকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম আর ভাবছিলাম।

২১| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সেলিম৮৩ বলেছেন: অাল্লাপাক অাপনার দ্বারা অারো ভালো কিছু উপহার দিক এই প্রত্যাশায়।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

হাবিব বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন.......।

২২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আরোহী আশা বলেছেন: অসাধারন লিখেছেন.......++

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

হাবিব বলেছেন: শুভ সন্ধ্যা জানিয়ে গেলাম

২৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! চমৎকার । ++

শুভকামনা রইলো।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

হাবিব বলেছেন: মাশাআল্লাহ.....ভালোবাসা বিলিয়ে গেলাম আপনার তরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.