নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

একটি পতাকার জন্য-০২

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫


একটি পতাকার জন্য-০১

উৎসর্গ: সকল মুক্তিযোদ্ধাদেরকে.......

স্বাধীনতা যুদ্ধে পাকিদের হামলা তবুও এ প্রাণ বাঁচে,
মা বোন সাথী ছেলেটার দোয়া সঙ্গে আমার আছে।
এইতো সেদিন একটা বুলেট কান ঘেঁষে গেল চলে!
"এক সাথে বুঝি বাঁচা হলো না আর" শংকায় উঠি বলে।

শত শত যোদ্ধা দূর্গম পথে দেশের জন্য লড়ে,
স্বাধীন দেশের স্বপ্ন এ বুকে পতাকা আনবো ঘরে।
নিজের জীবন বিপন্ন করে রোগ শোক অনাহারে,
কোন কিছুতেই বাঙ্গালী টলেনা শত্রুদেরকে না ডরে।
চারিদিকে শুনি কান্নার আওয়াজ মা-বোনেদের হাহাকার!
আমার বোনের জন্য এ হৃদয় করে উঠে চিৎকার!
জীবন সাথীটাও বাড়িতে আমার বুকেতে স্নেহের রতন,
বৃদ্ধ আম্মার কুশলাদি জানতে বিচলিত হৃদয় মন!

হঠাৎ একদিন চিঠি দিল প্রিয়া বোনটার নাই খোঁজ!
ছেলে বুকে নিয়ে কেমনে বাঁচিবো মনে বড় সংকোচ।
এইদিকে তুমি বাড়িতেও নাই খেয়ে না খেয়ে যায় রোজ,
মেয়ের চিন্তায় আম্মাও ভীত দিতে নাহি পারি বুঝ!
রাজাকার এসে থাকার ঘরটাতে গেল আজ আগুন দিয়ে!
কোন মতে সবে নিয়েছি যে ঠাঁই বাবার বাড়িতে গিয়ে।

সাতদিন পর বোনটার খোঁজ পেয়েছি বাড়ির পাশে!
সুন্দর দেহটাকে খুবলে খেয়েছে হানাদার উল্লাসে!
ক্ষত-বিক্ষত দেহটাতে তবু নিবু নিবু প্রাণ দেখি!
চিল্লায়ে ডাকি কে আছো কোথায় এখনো যে প্রাণ বাকি!

চলবে...........

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আরোগ্য বলেছেন: কি হাবিব স্যার সুন্দর কবিতাটাকে টুকরো করছেন কেন? কে দিলো এই কুপরামর্শ।?

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

হাবিব বলেছেন:




আসসালামুআলাইকুম......।
ভাইজান খুব খুব ঝামেলার মধ্যে ছিলাম।
গত রাতটা ট্রাকের মধ্যে কেটেছে।
ভাবছিলাম আজ হয়তো আর ব্লগে আসতেই পারবো না....।
যা হোক আল্লাহর শুকরিয়া ঝামেলা শেষ করে কিছুক্ষণ আগে বসলাম।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আরোগ্য বলেছেন: ওয়ালাইকুম সালাম। এখন ভালো আছেন জেনে আশ্বাস পেলাম। গতরাতের অভিজ্ঞতা পোস্টে শেয়ার করলে হয়তো আমরা কিছু শিখতে পারতাম।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

হাবিব বলেছেন:




ইনশাআল্লাহ, এই কবিতার সিরিজটা শেষ হলে শেয়ার করার ইচ্ছা আছে.........
দোয়া চাই। আপনার ও আপনার পরিবারের সবার আরোগ্য কামনা করছি।

প্রিয় মানুষদের প্রথমে পাওয়া নতুন চাঁদ দেখার মতো আনন্দের।
প্রথম ও ২য় স্থান দখলের জন্য আমার মন আপনার জন্য সংবর্ধনার আয়োজন করবে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বলেছেন: আসসালামু আলাইকুম হাবিব স্যার,


কবিতাটা কি হোমারের কবিতার মতো নাতিদীর্ঘ হবে।



কবিতায় বাস্তব প্রতিফলন ঘটেছে।


শুভ কামনা করছি।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

হাবিব বলেছেন:




ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বেশি কি বোরিং হয়ে যাচ্ছে্‌ আব্দুল লতিফ ভাই?
তাহলে আর দিব না!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'৭১ সালে আমরার সবাই ছিলাম মুক্তিযোদ্ধা
ধন্যবাদ পতাকা উৎসর্গ করার জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

হাবিব বলেছেন: সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা......

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার কবিতার চেয়ে দেশের কবিতা আমার বেশি ভালো লাগে।
আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কবিতা লিখতে সক্ষম হয়েছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

হাবিব বলেছেন: প্রিয় রাজীব নূর ভাই, আমার কবিতায় আপনার এই মন্তব্য ফুয়েল হিসেবে কাজ করবে। আপনার প্রতি কৃতজ্ঞতা

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

ডিগবাজি বিশারদ বলেছেন: খুব সুন্দর। অর্থবহও বটে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

হাবিব বলেছেন: স্বাধীনতাটাকে অর্থবহ করা আমাদের দায়িত্ব.....

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর বিষয় নিয়ে লিখেছেন। বিজয়ের মাসে কাহিনীকেন্দ্রিক কবিতাটিতেজানাই ভালোলাগা ও শ্রদ্ধা। পোস্টে লাইক


দুটো জায়গায়একটু অড লাগলো - দোয়া ।
মেয়ের চিন্তায় আমার আজ জীবনটা সঙ্গীন/ সংকীর্ণ ( সংকীন বলে কিছু পেলাম না। আবার সঙ্গীন/ সঙ্গিন অর্থ বেয়োনেট ; যেটা আবার যুক্তিযুক্ত মনে হচ্ছে না।) আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।

শুভকামনা ও ভালোবাসা হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে।


১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

হাবিব বলেছেন:





বিজয়ের আনন্দ প্রতিটি মানুষের জন্য যেন সমান হয় সেই কামনা করি।
আপনার ভাললাগা আমার জন্য প্রেরণার।
কৃতজ্ঞতা জানবেন।

অনেক জায়গায় দোয়া আবার কোন কোন জায়গায় দোয়াও লিখতে দেখেছি।
এখনি ঠিক করে দিচ্ছি....।

আপনার ও আপনার পরিবাবের জন্য শুভকামনা,,,,

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বলেছেন: না হাবিব স্যার!!

কবিতাটা হোক একটা ইতিহাস।



বেশী করে লিখুন। তবে ছন্দ মিলাতে গিয়ে ভাবটা যেন না হারায় এটা খেয়াল করবেন।


আর আমার সম্পাদনা করার জন্যে স্পেশাল কৃতজ্ঞতা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

হাবিব বলেছেন:





আমি চেষ্টা করছি....
বাকিটা আল্লাহর ইচ্ছা...

আপনি বিরক্ত হচ্চেন না জেনে ভালো লাগলো.....
শুভ সকাল.........

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ !

কন্টিনিউয়াস কবিতা......

ব্লগার ল এর সাথে একমত :)

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

হাবিব বলেছেন:




আমিও ল ভাইয়ার সাথে একমত......।
কন্টিনিওয়াস কবিতায় সাথে থাকের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর
ধন্যবাদ জানবেন

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: সকল মুক্তিযোদ্ধা দের প্রতি শ্রদ্ধা ।
কবিতাটি খুবই চমৎকার হয়েছে ভাইয়া

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

হাবিব বলেছেন:




ফুলঝুরি আপু.........
সাবাধীনতার পূর্ণস্বাদ সবাই যেন পেতে পারে স্বাধীনতার মাসে এই কামনা করি।
আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

আরোহী আশা বলেছেন: মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করছি

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

হাবিব বলেছেন: করুনাময় আপনার দোয়া কবুল করুন

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪

নতুন-আলো বলেছেন: অনেক সুন্দর কবিতা..

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

হাবিব বলেছেন:



ধন্যবাদ জানবেন...
সাথেই থাকবেন.....

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

ঝিগাতলা বলেছেন: ভালো লাগলো..কবিতায় +

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

হাবিব বলেছেন: শুভ সকাল ও ধন্যবাদ জানাই

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: দেশের জন্য কবিতা অনেক সুন্দর হয়েছে

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০

হাবিব বলেছেন: শুভসকাল ও ধন্যবাদ............

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটা একটানে শেষ করা দরকার ছিল।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

হাবিব বলেছেন: শেষ করতে চেয়েছিলাম......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.