নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মহাবিস্ফোরণ

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২



আল্লাহর পাক নাম শুরুতে স্মরণ
করুনা আকর যিনি দয়ালু মহান।

সনেট-০১: সূরা ইনফিতার (১-৮)।
বিষয়: কেয়ামত শুরুর অবস্থা ও মানুষ সৃষ্টির উপমা...

আসমান ফেটে যাবে কম্পনে যখন
তারকারা চারিদিকে বিক্ষেপিত হবে,
সমুদ্রের জলোচ্ছ্বাসে সব ভেসে যাবে
(দিগ্বিদিক মানুষেরা ছুটবে তখন)।
গোরদেশ করা হবে উন্মুক্ত যখন
প্রত্যেকই কৃতকর্ম তখন দেখবে,
সামনের-পিছনের সব যেনে যাবে
(সেদিনই শুরু হবে অনন্ত জীবন)।

হে মানুষ! তোমা কিসে রেখেছে ধোঁকায়
দয়াময় সে মালিক খোদা মহিমায়?
সুসামঞ্জস্য তোমাকে যিনি সৃজিলেন
সুঠাম আকার যিনি তোমাকে দিলেন!
আল্লাহর মর্জিমতো আকৃতিতে গড়ে
(অর্চনার লাগি তিঁনি দিয়েছেন ছেড়ে)।


সনেট-০২: সূরা ইনফিতার (৯-১৯)।

বিষয়: পাপ-পূণ্যের প্রতিফল.....

কর্মফল দিবসেরে মিথ্যা মনে করো
নিশ্চয়ই সম্মানিত লেখকেরা লিখে
সবই তাঁরা জানেন তোমরা যা করো
(অবশেষে যেতে হবে আল্লাহর দিকে)।
নিশ্চয় নেক বান্দারা নেয়ামতে রবে
পাপী-তাপীদের স্থান দোযখে (দূর্গতি)
শেষ বিচারের দিনে সেথা পৌঁছে যাবে
কখনো সেখান থেকে পাবে না নিষ্কৃতি!

"কর্মফল দিবস কি" তুমি তা জানো কি?
দিনটি সম্পর্কে জ্ঞান তোমার আছে কি?
(সেদিন হাশর মাঠে জমায়েত হবে)।
আসবেনা উপকারে কেউ কোন কাজে
ফয়সালার ক্ষমতা আল্লাহর কাছে
(পাপ-পূণ্যে ঠিকঠিক প্রতিফল পাবে)।
..............................................

সরল অনুবাদ: এখানে দেখুন-- সূরা আল-ইনফিতার‌ পবিত্র কুরআনের ৮২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ১৯। সূরাটি মক্কায় অবতীর্ণ।

ছবি:গুগল হতে......

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

হাবিব বলেছেন:




শুভ সকাল প্রিয় কম্পিউটার ভাইকে......
আশা করি আরোগ্য আছেন.....
আপনার আশু আগমনে শুভেচ্ছা.......

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও শুভ সকাল :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

হাবিব বলেছেন:




পুনরায় আগমনে একটি ছড়া উপহার


দিন যায় দিন আসে,
কেউ দুরে কেউ কাছে,
কারও মন এলোমেলো,
কারও মন খুব ভাল,
রাত গিয়ে দিন এল,
নতুন সুর্য দেখা দিল।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

নজসু বলেছেন:



আমার খুব প্রিয়দের এই একজনের
ব্লগে এলে মনটা ভরে যায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

হাবিব বলেছেন:




প্রতিবার আপনি এমন এমন আবেগঘন কমেন্টস করে যান যে
অনেক ভেবে চিন্তে প্রতি উত্তর করতে হয়।

অগ্রমস্তিষ্ক থেকে আনন্দ ঝরা হরমোন নেচে উঠে......
খুশির ছোয়া লেগে যায় অন্তরে.......

কিছুই বলার ভাষা থাকে না.........

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব ভালই লিখে চলেছেন।

শুভকামনা হাবিব ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

হাবিব বলেছেন:




সৈয়দ তাজুল ভাই আগমনে আপনাকে জানাই শুভ সকাল......
আপনাকে অনেক দিন পর পেলাম.......
আষাকরি আরোগ্য আছেন............

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার খুব প্রিয়দের এই একজনের
ব্লগে এলে মনটা ভরে যায়।

কে সে :-B B:-) B:-/

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

হাবিব বলেছেন:



আমার খুব প্রিয়দের এই একজনের
ব্লগে এলে মনটা ভরে যায়।


প্রিয় মানুষ বারবার এলে প্রতিবারেই নতুন লাগে.........

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন। শুভ সকাল

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

নতুন নকিব বলেছেন:



সুন্দর প্রচেষ্টা। অব্যহত রাখুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ.....

আল্লাহ আমাকে তাওফিক দিন
দোয়া করবেন

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

নয়া পাঠক বলেছেন: অসাধারণ! আপনি সত্যিই একটা জিনিয়াস! আল্লাহ আপনাকে আরও জ্ঞান দান করুন আর সকল অবিশ্বাসীদের দৃষ্টি উন্মোচন করে সঠিক সত্য অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

হাবিব বলেছেন:



আলহামদুলিল্লাহ..........
উচ্ছ্বসিত মন্তব্যে ভালো লাগলো খুব........
আল্লাহ আপনাকে অশেষ কল্যান দান করুন.......
আমিন

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

আরোগ্য বলেছেন: বরাবরের মতই ভালো।
তিন দিনের ছুটিতে গ্রামে দৌড় দিলেন নাকি?

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

হাবিব বলেছেন:





সবাই গ্রামে গেলে কোম্পানি চালাবে কে? যাইনি ভাইয়া........
ম্যাডাম বায়না ধরেছে ঢাকা শহর ঘুরে দেখবে.......
তাই ভাবছি সোম মঙ্গল ছুটি নিয়ে দু'জনে বেড়াবো.......

অনেক দেড়িতে হলেও অবশেষে এলেন......
চলেন মসজিদে যাই........

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো! আজ হাবিব ভাই ফুল ফর্মে । পোস্টে ভালোলাগা।

শুভকামনা ও ভালবাশা প্রিয় হাবিবভাই ও গোটা পরিবারবর্গকে।।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

হাবিব বলেছেন:




আপনার মন্তব্য দেখে মুচকি হেসেছি আর পড়েছি আলহামদুলিল্লাহ.......
কিছু কিছু কথা যেমন একটা দেশ জয় করে ফেলতে পারে
তেমনি কিছু কথা হৃদয় জয় করে নেয়.......

আপনার কথাটার মূল্য বা প্রতি উত্তর অল্প কথায় দেয়া আমার জন্য প্রায় অসম্ভব।
সব সময়কার মত আপনার দোয়া আমার মন ছুঁয়ে যায়.....
এমনি করে পাশে থাকবেন.....
প্রতিপালক আপনাকে সুস্থ রাখুন.......

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
ভালোলাগা।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

হাবিব বলেছেন:



মনিরাআপু.....
আপনার ছোট্ট শব্দের ভাব সম্প্রসারন করলে কয়েক পৃষ্ঠা হবে.....
আপনার উপস্থিতি আমাকে প্রেরণা যোগায়....
আপনাকে জানাই শুভ সন্ধ্যা.......

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

করুণাধারা বলেছেন: খুব ভালো লাগলো। আপনি হয়তো ভাবেন, আমি আপনার ভুল খুঁজে বেড়াই; আসলে তা না। আমি চাই আপনার এই প্রচেষ্টা যেন সর্বাঙ্গসুন্দর হয়, যেমন সূরা ইনফিতার এর অনুবাদ চমৎকার হয়েছে। একটা কথা বলতে চাই- সূরা তাকভীর, সূরা ইনফিতার আর সূরা ইনশিকাক- এই ৩টি সূরা কেয়ামত সংক্রান্ত, এগুলো মানুষকে পরজীবনের কথা মনে করিয়ে দেয়। তাই আপনি যদি এখন সূরা মুতাফফিফিন না দিয়ে সুরা ইনশিকাকের ছন্দানুবাদ দেন, তাহলে মনে হয় ভালো হবে।

শুভকামনা রইল আপনার প্রচেষ্টায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন:





আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো,........

আমি সূরার সনেট লিখে আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি....
আমি জানি আপনি আমাকে শুধরে দিবেন......

আমার ভুল যদি কেউ সুন্দর ভাবে ধরিয়ে দেয় তাহলে আমার খুবই ভালো লাগে......
আশা করি আগামী সনেট গুলোতে আপনাকে পাবো......
আপনার ভুল ধরার অপেক্ষায় রইলাম........

আপনার পরামর্শ মতো ইনশিকাক এর ছন্দানুবাদ দেয়ার চেষ্টা করবো.....
ওয়ামাতাওফিকি ইল্লাহবিল্লাহ.....

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: মাশাআল্লা.।অনেক সুন্দর

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ.......
ভালো থাকুন.....

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাবিব স্যার - জনাব,

কেউ আছে হাশর আর কেয়ামতের চিন্তায় ।

আবার কেউ কেউ আছে মহাকাশ বিজয়ের চিন্তায় ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

হাবিব বলেছেন:




একেক জন একেক চিন্তা করবে এটাই স্বাভাবিক।
সবার পেশা এবং নেশা এক নয়।
এজন্যই জগতে বৈচিত্র আছে

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

বলেছেন: হাবিব স্যারের একটা পোস্ট এখনো আলোচিত ব্লগে --

কোনটা রেখে কোনটা পড়ি!!


সনেটি ♥♥♥ ভালোলাগা


জুম্মা মোবারক

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

হাবিব বলেছেন:




সনেটটি ভালো লেগেছে জেনে ভালো লাগলাে.....
প্রিয় আব্দুর রহমান লতিফ ভা্ই,
গতকালকের পোস্ট আজকে আলোচিত ব্লগে এসেছে,
তাই দুইটা একত্র হয়ে গেছে....
আর তাছাড়া গতকালকের লেখা তো আপনি পড়েছেনই.......

পবিত্র জুমুআর পবিত্রতায় আপনার অন্তর ভরে যাক......

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:সাহসিক কাজে হাত দিয়েছেন। তবে সাধু সাবধান

আল্লাহর কালাম বলে কথা। অবশ্যই খুবই সতর্কতা আর প্রয়োজনে আলেমদের দিয়ে পত্যায়ন করিয়ে নিতে পারেন।
মৌলিকতা থেকে যেন কোনভাবেই বিন্দমাত্র চ্যুতি না আসে।

সাহসী কাজে অভিনন্দন

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

হাবিব বলেছেন:




আল্লাহ আমাকে ক্ষমা করুন.....
আল্লাহ আমার জ্ঞানের সীমাবদ্ধতা যেন দূর করে দেয়....
ইনশাআল্লাহ, আপনার পরামর্শ মতো আমি অবশ্যই আলেমদের দিয়ে প্রত্যয়ন করিয়ে নিব........

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনিও সমান সওয়াবের ভাগিদার হবেন আশা করি....



১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



দারুন হয়েছে । আপনার প্রতি টি কবিতাই দারুন হয় ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ......
আপনার মন্তব্যে মনটা ভরে গেল....
আল্লাহ আপনার মঙ্গল করুন........

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: কিন্তু আমরা ভুলে যাই যে একদিন সবকিছুর হিসাব দিতে হবে ! আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

হাবিব বলেছেন:


আমরা ভুলে যাই বলেই আল্লাহ আমাদেরকে বারবার তওবা করতে বলেছেন।
আরবী শব্দ ইনসান মানে হলো মানুষ।
ইনসান শব্দের মূল অর্থ ভুলে যাওয়া........
আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশী হন..........

আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন ।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন......

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

ডার্ক ম্যান বলেছেন: আমার পিতা তার স্বার্থের জন্য আমার স্বপ্ন পূরণ হতে দেননি , আমার জীবন ধ্বংস হয়ে গেছে । আমার পিতা কি কোন শাস্তি পাবেন ??? আমি তো আমার পছন্দের জীবন ফিরে পাব না

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

হাবিব বলেছেন:



আল্লাহ কারো প্রতি জুলুম করা পছন্দ করেন না.......
জালিমের শাস্তি অবশ্যই হবে......
তবে আপনার বাবা ঠিক কাজ করেছেন নাকি ভুল করেছেন তা সম্পূর্ণ ঘটনা না জেনে বলা সম্ভব নয়.....

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ভালো লাগল সনেট। ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

হাবিব বলেছেন: শুভ সকাল প্রিয় ছড়াকার....
ভালো থাকবেন সবসময়.....

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

নীল আকাশ বলেছেন: সমানে-পিছনে সব যেনে যাবে হবে না সমানে-পিছনে সব জেনে যাবে
সূরা ইনফিতার এর অনুবাদ চমৎকার হয়েছে।
কিছু মানুষের হৃদয় পাপের ভারে সীলগালা করে দেয়া হয়েছে, সেজন্যই এত কিছুর পরেও তারা ভয় পায় না.........
আপনার কাছে আমি আয়াতুল কুরসী নিয়ে লেখা চেয়েছিলাম........আমার বড়ই পছন্দ ঐ লাইন কয়েকটি।
শুভ কামনা রইল!

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

হাবিব বলেছেন:




"আগের পরের সব কিছু যেনে যাবে " অর্থাৎ মানুষ তার কৃতকর্মগুলো বিচারের দিন যেনে যাবে......

আল্লাহ আপনাকে অশেষ কল্যাণ দান করুন.......

ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আনুবাদ ১৭ তারিখ দেব । আল্লাহ আমাকে যেন তাওফিক দেন........

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

মাহমুদুর রহমান বলেছেন: সকল প্রশংসা তার জন্য যিনি জগতসমুহের প্রতিপালক।
আল্লাহ মহান।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.