নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
কৃতজ্ঞতা: এসএম ইসমাইল ভাইকে।কোন এক কবিকে কবিতার প্রতি উত্তরে.....
এতো কেউ ভালোবাসে
অনুক্ষণে থাকে পাশে
অন্তরে যেন মিশে
এই ঋণ শোধে কিসে?
এই ঋণ শোধবেনা
গোলাপও ফোটবেনা
সৌরভ ছড়াবেনা
গন্ধ পাবে কিসে??
ভালোবাসা কাব্যে
কাথা সু-শ্রাব্যে
প্রেম আলো নিভবে
যদি না থাকো পাশে!!!
তাই বলি মনটারে
কত তোর পূণ্যরে
সবে কেন নেয় তোর
অন্তরে যেন মিশে!!!!
তুমি কেন হবে ম্লান
জড় বা নিষ্প্রাণ
আমার এ সম্মান
তোমারই বা কম কিসে?
গুণতো কিছু নাই
খুশিতে গেয়ে যাই
জীবনের গানটাই
প্রেরণার আবেশে!
ধরাশায়ী নও তুমি
মন পূণ্যের ভূমি
ললাটে এঁকে চুমি
থেকো মোর আশেপাশে!
ভাষা যদি নাই পাও
এক খান কথা কও
এতো যে প্রেম দাও
এটাই বা কম কিসে?
ভাবনারা পালালে
ছন্দ না মিলিলে
কাব্যকে কোথা পেলে
বলো দেখি কাছে এসে!!
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩
হাবিব বলেছেন:
ইয়েস স্যার....
মারহাবা.....
আপনি দেখা যায় উসাইন বোল্টের চাইতে দ্রুত গতি সম্পন্ন....
মুগ্ধ হলাম প্রিয় আরোগ্য
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
আরোগ্য বলেছেন: এতদিনে বুঝলাম ঘটক হাবিব স্যার এতো প্রিয় কেন?
কবিতায় ভালোলাগা।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
হাবিব বলেছেন:
বাহ বাহ বাহ........
ঘটক উপাধি পাইছি রে..........
হুররে.......
এখন খালি দাওয়াত আর দাওয়াত.........
প্রিয় আরোগ্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি.........
এতো সুন্দর উপাধি দেওয়ার জন্য.........
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
Sami Al Shakib বলেছেন: চমৎকার লেখনী
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ সামি ভাই....... দোয়া চাই
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
ব্লগ মাস্টার বলেছেন: বেশ বেশ হয়েছে কবির কবিতা
এর জন্যয় পাগল হবে সব চারুলতা।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
হাবিব বলেছেন:
চারুলতা পাগল হলে
চারুর সাথে যাবো চলে
একটু ভালোবাসা পেলে
উড়বো আমি পাখা মেলে!!!!
ধন্যবাদ ব্লগ মাস্টার, সুন্দর দু'টি লাইন উপহার দেয়ার জন্য
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
দারুন ভাই দারুন
আপনারা কবিতা লিখেন । সত্যি আমি কেন জানি ছন্দ মিলাতে পারি না ।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় অপু ভাই।
মন্তব্যে ভালো লাগলো।
আপ্লুত হলাম।
...................................
ছন্দ ছাড়া কাব্য হলে
মন্দ তা নয় কোন কালে
লিখতে তুমি খুবই পারো.......
যখন তুমি কলম ধরো
গদ্য লেখা কষ্ট বড়
প্রতি লাইনে নজর কারো.......
৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। শুভ রাত্রি........
৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
নজসু বলেছেন:
কিছু কিছু ঋণ শোধ করতে নেই।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
হাবিব বলেছেন:
শুভ রাত্রি প্রিয় কিউট ভাই।
ঠিক বলেছেন ভাই
অনেক ঋণই আছে
সাধ্য কারো নাই
শোধ করবে পাছে!!
৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
দেবদাস বাবু বলেছেন: একটু টিপস দেন কবিতা লেখার
হাউ টু লার্ন
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
হাবিব বলেছেন:
টিপস কোথা পাই বলেন দাদা
শুণ্য আমার জ্ঞানের খাতা
কিচ্ছু লিখা নাই তা সাদা
প্রেরণাতে ভরবে পাতা!
অশেষ ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য। ভালোবাসা জানবেন........
৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
ল বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ আর শুভ রাত্রি প্রিয় লতিফ ভাই........
ভালোবাসা জানবেন প্রিয় কবি, গল্পের জাদুকর!
১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ চলতে থাকুক... ব্লগের এই মিথস্ক্রিয়া।
ইসমাইলভাইয়ের আগমনের অপেক্ষায় রইলাম। অভিনন্দন ওনাকে।
শুভকামনা ও ভালোবাসা দু'জনকেই।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
হাবিব বলেছেন:
ইসমাঈল ভাই মনে হয় আসবেনা......
আসলেও রাত ১২টার পরে আসবে....
দাদীকে ঘুম পারিয়ে তারপর আসবে......
ওনার এতো এতো আবেগ আর ভালোবাসা মাখা কথা শুনে আর থাকতে পারলাম না....
পোস্ট দিয়েই দিলাম.....
শুভ রাত্রি প্রিয় পদাতিক দাদা ভাই,.....
আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক।।।।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১
আরোহী আশা বলেছেন: খুব সুন্দর++++
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ.....
শুভ রাত্রি জানবেন.......
১২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪
নতুন-আলো বলেছেন: আপনাদের দুজনকেই শুভেচ্ছা প্রিয় ভাই
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
হাবিব বলেছেন:
নতুন আলো ছড়িয়ে পরুক শহর ছেড়ে গ্রামে
মুখে মুখে জিকির তোল আল্লাহ তালার নামে!!!
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ভালো লেগেছে ++
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই .।
শুভ রাত্রি
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০
সূচরিতা সেন বলেছেন: সত্যিই বলছি দাদা অসাধারন হয়েছে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১
হাবিব বলেছেন: সুচরিত সেন... আপনার অবাক করা মন্তব্য আমাকে কি যে আনন্দ দিলো বলে বুঝাতে পারবো না. .
এই মন্তব্যের জন্য আপনাকে একটা কবিতা ঊপহার দিবো ইনশাআল্লাহ আপনার পোস্টে
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: সুপাঠ্য কবিতা। মনোমুগ্ধকর।
১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১
হাবিব বলেছেন: শুভ সকাল প্রিয় হাসিব ভাই....।
সকালবেলা এতো সুন্দর কথা শুনালেন অনেক ভালো লাগলো. .।
প্ররণা পেলাম. .। ভালো থাকবেন সতত
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দময় কবিতা আমার ভাললাগে।
+++++
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
হাবিব বলেছেন:
অনেক অনেক উৎসাহবোধ করছি প্রিয় মাইদুল সরকার ভাই।
আপনার উপস্থতি এবং দারুন মন্তব্য আমাকে আনন্দ দেয় সব সময়........
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
ইসিয়াক বলেছেন: বেশ বেশ বেশ আহা বেশ বেশ বেশ
কবিতা হয়েছে দারুন খাসা পড়তে সবিশেষ।।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
হাবিব বলেছেন:
কোন বা নদীর কিনার থেকে আনলে এমন কাব্যটাকে
অনেক বেশি ভাল লাগলো বলছি আমি মনে থেকে!
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
হাবিব বলেছেন:
ছোট্ট কথায় মন্তব্য আমাকে অনেক বেশি
আনন্দ দিল মাহমুদুর রহমান ভাই,
শুভ রাত্রি জানবেন
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।
++
শুভকামনা
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
হাবিব বলেছেন: অনেক আনন্দ আর উৎসাহ পেলাম নীলপরি.........
ভালো থাকবেন। শুভ রাত্রি
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
আরোগ্য বলেছেন: ১ম