নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

এ কেমন অসুস্থ ব্লগিং? এর কি সমাধান নেই?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯



খুব বেশি বিরক্ত লাগছে। এটা কি ব্লগিং না অসুস্থ ব্লগিং? আমরা সবাই জানি এই ব্লগের কিছুটা সীমাবদ্ধতা আছে, যা জনপ্রিয় ব্লগার আর্কিওপটেরিক্স তার সামু ভাবনায় উল্লেখ করেছেন। এ ব্যাপারে আমরা সামু ভাবনায় বিস্তারিত জেনেছি। কিন্তু নিজের ব্লগকে আলোচিত পাতায় উঠানোর জন্য এভাবে? জনপ্রিয় ব্লগার রাজীব নূর-এর জীবনটাকে যতোটা সম্ভব উপভোগ করুন লেখায় অস্বাভাবিক ভিউ দেখে প্রশ্ন করতে চেয়েছিলাম এ ব্যাপারে। গুণী ব্লগার ঠাকুর মাহমুদ আগেই প্রশ্ন করেছেন দেখে আর কিছু বললাম না। গুণী ব্লগার রাজীব নূর-এর আগের কোন পোস্টে এমনটি দেখিনি। তাঁর কথায় বিষয়টি আরো স্পষ্ট হলো। তিনি বলেছেন এ ব্যাপারে কিছুই জানেন না। কেউ একজন পোস্ট রিলোড করে এমন করেছে! কিন্তু করলো টা কে? যে বা যারা করছেন তারা কি ব্লগের ক্ষতি চাইছেন?

একটা "কবিতায়!" ১৫ জন সদ্য জন্ম নেয়া মহিলা ব্লগার লাইক করেছেন। এতো অল্প সময়ে এতগুলো রেজিস্ট্রেশন করার ঘটনা এর আগে ঘটেছে কি না পুরাতন গুণী ব্লগারগণ বলতে পারবেন। তার মধ্যে সবাই আবার নারী! এসব কি ব্লগিং? প্লিজ, এসব করা বন্ধ করুন!

অধিক পঠিত: (সকাল নয়টা পর্যন্ত)

১) আকতার আর হোসাইন: ফুটপাতে ঘুমানো মানুষজনদের কষ্ট, ক্ষুধার জ্বালা, মধ্যবিত্ত পরিবারের কষ্ট- কোনটা হাইলাইটস করা দরকার?পোস্ট করেছেন: ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩! পঠিত: ১৮৮৪ বার
২)রাজীব নুর: জীবনটাকে যতোটা সম্ভব উপভোগ করুন! পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩ পঠিত: ৩৬৯৮ বার
৩) মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল: সবর (ধৈর্য্য) আর মুসলমান পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯ পঠিত: ১৮৯৪ বার
৪)ওবায়দুল কাদের বিএনপির পরামর্শদাতা বা উপদেষ্টা রূপে আর্বিভূত হয়েছে ! পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪। পঠিত: ৭৭৯ বার
৫)সাজেদুর রহমান সাজু: কবিতাঃ পরীদের কান্না পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২। পঠিত: ৫২৭ বার
৬)গাজী ইলিয়াছ: যন্ত্রণা ও আমি! ( কবিতা টি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপাকে উৎসর্গ করলাম) পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১। পঠিত: ৯১৪ বার
৭) নীলপরি: আড়াল-চৌকাঠ পোস্ট করেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬ পঠিত: ১৭৫১ বার



সবচেয়ে ভয়ংকর বিষয়: রহস্যময় ১৫ লাইক! যাদের নিক থেকে লাইক দিয়েছে সবাই কয়েক ঘন্টা আগে ব্লগে এসেছেন।
১) হাসান ফরিদ: রহস্যময় আয়না

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। মাল্টি নিক বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

প্রথম ছবি গুগলের, ২য় ছবি রহস্যময় আয়নার লাইক লিস্ট!

মন্তব্য ৭৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

নাহিদ০৯ বলেছেন: ব্লগে ভৌতিক কান্ড গতকালকে ২ টা পোস্ট এ খেয়াল করেছি। নিক রেজিস্টার এর খাতা যাঁচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।

এরকম হতে থাকলে লেখকরা নিশ্চিত আহত হবেন, এমনকি যার পোস্ট এ এরকম ভিউ আর লাইক বাড়ানো হয়েছে তিনি নিজেও বিব্রত হবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

হাবিব বলেছেন: এরকম হতে থাকলে আসলেই লেখকেরা ব্লগ বিমুখ হবেন। এ ব্যাপারে মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বিষয়টা আমি পোস্ট রিপোর্টের মাধ্যমে জানিয়েছি।
দেখি কতৃপক্ষের নজরে আসে কিনা........
আপনার পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ......

আরেকটি কথা....
আমি জনপ্রিয় নই, নিতান্ত সাধারণ একজন ব্লগার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

হাবিব বলেছেন:



খুব ভালো করেছেন আর্কু ভাই, দ্রুত এর সমাধান চাই

আপনি আমার কাছে একজন প্রিয় ব্লগারদের একজন।
আপনি আমার কাছে গুণী

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

যায্যাবর বলেছেন: সহমত। নাহিদ ভাই আমার কথা বলে দিয়েছেন। আমিও এমনই মন্তব করতে চেয়েছিলাম। সত্যি কর্তৃপক্ষের আরও একটু নজরদারি করা উচিত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনার সুন্দর মতামতের জন্য। সত্যি কর্তৃপক্ষের আরও একটু নজরদারি করা উচিত।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্লগে কিছু দুষ্টলোক মাঝে মাঝে এমন কিছু করে যাতে অনেকেই বিব্রত হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

হাবিব বলেছেন: তাদেরকে চিহ্নিত করে ব্লগে ব্লক করা উচিত।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সমাধান আছে।
ইউটিউবে খুব ভালোভাবেই ভিউ কাউন্ট হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

হাবিব বলেছেন: মনে হয়, কর্তৃপক্ষ চাইলেই পারবেন এর সমাধান করতে

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার চোখে এটা প্রথম ধরা পড়ে ব্লগার সত্যপথিক শাইয়্যানের একটা পোস্টে......
এটা সামুর বহুত পুরনো একটা বাগ......

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

হাবিব বলেছেন: এ ব্যাপারে আপনি অনেক কাছ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: এটা সাময়িক সমস্যা।
চিন্তার কিছু নেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

হাবিব বলেছেন: রাজীব নুর ভাই, আমার মনে হয় এটা উদ্দেশ্য মূলকভাবে কেউ করেছে। আমার পোস্টের অবস্থা দেখেন ভয়াবহ

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

টারজান০০০০৭ বলেছেন: সামুরও ঝাড়ফুঁক দরকার হয় দেখতাছি ! এইসব জিনের বাদশাহদের দেখিবার মুন চায় !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২

হাবিব বলেছেন: মনে হয় নীল আকাশ ভাইয়ের পরী কাহিনীর কিছুটা আছড় ব্লগে লেগেছে। নীলআকাশ ভাইয়ের তরিকা ফলো করলেই হবে, জিনের বাদশাহদের দেখিতে পারিবেন টারজান ভাই

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

আকতার আর হোসাইন বলেছেন: মনে হয় না, রাজীব নূর ভাই কমেন্ট পাওয়ার জন্য ভিন্ন কিছু করবেন। এতদিন ধরে যিনি ব্লগিং করছেন তিনি লেখা পঠিত করার জন্য কমেন্ট বাড়ানোর জন্য মরে যাবেন...

এবার আসি আমার বিষয়টা নিয়ে....

২:২৩ মিনিটে আমি পোস্ট করি.... কিন্তু ৩:৬ মিনিটে গিয়ে দেখি আমার পোস্টের ভিউ সংখ্যা ১৮৫৯!!

এটা কিভাবে সম্ভব।

একবার ভেবেছি ব্লগার লতিফ চৌধুরী, বা কাওসার চৌধুরী ভাইকে জিজ্ঞাসা করি এই বিষয়ে।

কিন্তু পরে জিজ্ঞাসা করি নি আর.... ধরে নিয়েছি কোন একটা সমস্যা হয়েছে অথবা কোন ফেসবুক সেলিব্রেটি বা কোন প্রচুর লাইকওয়ালা পেজে লেখাটা শেয়ার করেছে যার ধরুন এত এত এত ভিউ হয়েছে যদিও আমি নিশ্চিত না।

আপনি আপনার মতামত দিয়েছেন। তাই কিছু মনে করিনি। আর আমি বিষয়টা আপনাকে লিখার পরেও যদি আপনি আপনার কথায় অটল থাকেন তাহলে আর কিছুই করার নেই।

ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

হাবিব বলেছেন: আকতার ভাই, আমি আপনার কথা বুঝেছি। আসলে যে কেউ উদ্দেশ্যমূলক ভাবে এমনটি করছে। আমার পোস্টের অবস্থা দেখেন কতটা ভয়াবহ! আর একসাথে একজনে আজকে অনেকগুলো নিক ওপেন করেছে আপনি নিশ্চয় খেয়াল করেছেন

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

নজসু বলেছেন:



রাজীব ভাই, জনপ্রিয় ও পুরাতন ব্লগার।
উনার পোষ্টে পঠিতের সংখ্যা, লাইক, কমেন্ট বেশি হওয়া স্বাভাবিক।
আর এমন কোন পোষ্ট দেখিনা যেটাতে রাজীব ভাইয়ের কমেন্ট নাই।
এই কারণেও প্রায় সবাই তার পোষ্ট পাঠ, কমেন্ট ও লাইক করেন।

রহস্যময় আয়নায় রহস্যময় লাইক দেখে আমিও ওটাতে লাইক দিয়ে আসলাম। :-B
হাসান ফরিদ এর বয়স এক মাস না হতেই উনি এতোটা জনপ্রিয় হয়েছেন বলে (উনাকে ৩ সপ্তাহে ২০ জন অনুসরণ করছেন)
ঈর্ষান্বিত হচ্ছেন নাকি ভাইজান? :D

প্রিয় হাবিব ভাই, আমি একজনের পোষ্ট দেখেছি যার পোষ্টে কমেন্ট লাইক থাকে দুই থেকে তিনটা, অথচ প্রতি মিনিটে ভিউ বৃদ্ধি পায় ৫০ থেকে ৬০টি। উনার সবকয়টি পোষ্ট প্রতিবার সর্বাধিক পঠিত তালিকায় থাকে। ভাবতাম এতো লোক পোষ্ট পড়েন, কমেন্ট করেন না কেন।
এখন বুঝলাম। পানির মতো ক্লিয়ার। :-B

আমারও ২/৩ টা পোষ্ট হাজারের উপরে পঠিত আছে। আমাকে আবার ঐ দলে ভাইবেন না। :``>>

ব্লগিং হোক শুদ্ধতার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১

হাবিব বলেছেন: ঈর্ষান্বিত হওয়ার মতোই ব্যাপার। আর আমার পোস্টের অবস্থা দেখেন, সারাদিন বাইরে ছিলাম, এখন ব্লগে এসে দেখি অবস্থা খারাপ। ৫০০০ ভিউ! কেমনে কি হচ্ছে এগুলো?

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাত্রাতিরিক্ত ভিউ হওয়া পোস্টগুলো থার্ডপার্টির কাজ/বাগ। জেনুইন লেখকরা এসব করে না। মডুরা ট্রাই করে দেখুক কোন জিনের বাদশাকে পাওয়া যায় কি না..:D


অধিক লাইক পাওয়া হাসান ফরিদের লাইকাররা সবই নতুন। ব্লগে আসলে ওরে আমি গ্যাপে নিমু। :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

হাবিব বলেছেন: থার্ডপার্টির কাজ যে তাতে কোন সন্দেহ নাই, আমি সারাদিন পর এখন ব্লগে এসে দেখি আমার পোস্টেরও একই অবস্থা করেছে! তারাতারি গ্যাপে নেন। পরবর্তী আপডেট দিয়েন……...

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন:

টারজান০০০০৭ বলেছেন: সামুরও ঝাড়ফুঁক দরকার হয় দেখতাছি ! এইসব জিনের বাদশাহদের দেখিবার মুন চায় !


পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাত্রাতিরিক্ত ভিউ হওয়া পোস্টগুলো থার্ডপার্টির কাজ/বাগ। জেনুইন লেখকরা এসব করে না। মডুরা ট্রাই করে দেখুক কোন জিনের বাদশাকে পাওয়া যায় কি না..:D


হা হা কাউকে লাগবেনা জ্বীনের বাদশাকে আমার বাড়ি পাঠিয়ে দাও আমি ওকে বোতলে বন্দী করে বাচ্চাদেরকে দেখাবো! :)


অধিক লাইক পাওয়া হাসান ফরিদের লাইকাররা সবই নতুন। ব্লগে আসলে ওরে আমি গ্যাপে নিমু। :D

হা হা গ্যাপে নেওয়া মানে কি গুম নাকি খুন!!!!!

বাপরে ইনি কিনি যাই দেখে আসি তো!!!!!! B:-)


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন:





আপু, প্রথমেই বলে রাখি আপি কালকে দুপুরেই আপনার বই কিনেছি। কঙ্কাবতি।

আর আপনি তো সবি বলে দিলেন, আমি আর কি বলবো?

হা হা কাউকে লাগবেনা জ্বীনের বাদশাকে আমার বাড়ি পাঠিয়ে দাও আমি ওকে বোতলে বন্দী করে বাচ্চাদেরকে দেখাবো!
---আচ্ছা পাঠিয়ে দিবুনি।
বাপরে ইনি কিনি যাই দেখে আসি তো!!!
--- দেখছুইন, কিনি উনি? পাইলে খবর দিয়েন যে, যাদুঘরে পাঠামু নি

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

আরোগ্য বলেছেন: সারারাত ও আধাবেলা পর্যন্ত আমার কষ্টসাধ্য পোস্টে ১০০ ভিউও হয়নি আর এদের...... :((

মনে হয় কতৃপক্ষ ছুটিতে। নির্বাচিত পাতায়ও গতকাল দুপুর থেকে কিছু আসেনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

হাবিব বলেছেন: নীলআকাশ ভাইয়ের পরীর সাথে ভাব করেন, দেখবেন ঠিকি ভিউ বেড়ে যাবে। কর্তৃপক্ষ ঠিকি আছে, তারা এইটা সমাধান করবে বলে আমার বিশ্বাস

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এতো বিষয় এখন আর খেয়াল করার সময় পাইনা, জীবনটায় বড় বেশী ব্যস্ততা ভীর করছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

হাবিব বলেছেন: ব্যস্ততার মাঝেও আপনার আগমন আমাকে আনন্দ দিল, কিন্তু ব্লগের এমন পরিস্থিতি থেকে রেহাই পাবো কি করে?

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

আরোগ্য বলেছেন: ওই মিয়া আপনার ভিউ এতো বাড়লো কেমনে?
কারসাজি কি,? X(

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। হা হা হা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

হাবিব বলেছেন: ভিউ দেখে আমি নিজেই টাসকি খেলুম, এমন তো হবার কথা ছিলো না। কেন হলো? মনে হচ্ছে ব্লগে পরীদের আছর লেগেছে! জলদি কইরা নীল আকাশ ভাইকে খবর দেন........ নইলে কিন্তু পরীদেরকে আর থামানু যাচ্ছে না

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

প্রিন্স হ্যামলেট বলেছেন: একটা ডিভাইস থেকে যদি শধুমাত্র একবার কাউন্ট হয়, তাহলে এইগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

হাবিব বলেছেন: ঠিক বলেছেন, এ ব্যাপারে এডমিন প‌্যানেল কাজ করলেই হবে। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

রাকিব আর পি এম সি বলেছেন: অাপনার পোস্টেও মাত্র ৪ ঘন্টায় প্রায় ১৫০০ ভিউ! মনে হচ্ছে বিষয়টা উদ্দেশ্যপ্রণোদিত। অনেক ভাল একটা বিষয় সামনে এনেছেন। ধন্যবাদ জানাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

হাবিব বলেছেন: আমার পোস্টের মধ্যেও তো একই অবস্থা। এতো ভিউ কেন হচ্ছে বুঝতেছি না। এর সমাধান দরকার

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

খিক খিক খিকজ ________ :(( পপকর্ণ নিয়া বসছি। দেখা যাক খেলা কতদূর এগোই। ______আপনার দেখি ২০০০ কাছাকাছি _______ =p~


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: বসেন বসেন, বইসা যান,......... বইসা বইসা খালি দেখেন ভিউ কেমনে কইরা বাড়ে। মনে হয় ব্লগে পরীদের ছোঁয়া লাগিচ্ছে

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

নীলপরি বলেছেন: আমি কাল পোষ্ট দিয়ে বেশীক্ষণ ছিলাম না । পরে এসে দেখছি এই অবস্থা । আপনার এই পোষ্টও কিন্তু মাত্রাতিরিক্ত পঠিত মনে হচ্ছে । আশারাখি সমস্যার সমাধান হয়ে যাবে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

হাবিব বলেছেন: নীলপরি, আমিও ব্লগে এসে ভয় পেয়ে গেছি। এমনটা হবার পেছনে কে বা কারা দায়ী? একজনকে দেখলাম একাই ২৬ টা নিক খুলে বসে বসে লাইক মারছে। এ লোক ব্লগকে ফেসবুক বানানোর চেষ্টায় লিপ্ত

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় ছোট ভাই হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটি আমি কষ্ট করে লিখতাম আপনি লিখে দেওয়ায় সহজ হয়ে গেছে, আমি এখন বিস্তারিত কমেন্ট করে দিলেই আনন্দিত। আপনাকে আবারো ধন্যবাদ। আমি গত কাল বিকালে লক্ষ্য করি এম. বোরহান উদ্দিন রতন এর পোষ্ট ওবায়দুল কাদের বিএনপির পরামর্শদাতা বা উপদেষ্টা রূপে আর্বিভূত হয়েছে ! দেখতে দেখতে ৬১০ বার পঠিত এবং আমি যখন তাকে তার পোষ্টে প্রশ্ন করলাম শুরু হয়ে গেলো অন্য পোষ্টে আজব অদ্ভুৎ জ্বীনের কেরামতি !!! এক এক জনের পোষ্টে কোহকাফ নগরের জ্বীন ভর করে গতকাল, এই বিষয়ে আমি পাঠকের প্রতিক্রিয়ার সাথে কথা বলি - হচ্ছে কি এসব !!!

আপনি বিস্তারিত লিখেছেন, অদ্ভুতুরে কাজটি আপনার এই পোষ্টের সাথেও করা হয়েছে। আপনার পঠিত সংখ্যা লক্ষ্য করবেন, যাই হোক “যতো দোষ নন্দ ঘোষ” বলে একটি কথা আছে এতো কিছুর পরেও আসল ব্যাক্তিকে চেনার উপায় না থাকলে আমি বলবো সব দোষ আমার প্রিয় ছোট ভাই নীল আকাশ এর যদি সে পরীর গল্প না বলতো তাহলে এই কাহিনি হতো না, পরী বিষয়ক পোষ্টে গত দুই পর্বেরে ব্লগে সে প্রচুর কমেন্ট পায়, আমার ধারণা কমেন্টের প্রত্তুত্তর করতে গিয়ে তার ফ্রিল্যান্সার নিয়োগ দিতে হয়েছে। এতে করে ব্লগে কেউ কেউ মনে অথৈ সাগরে ডুবে মরার কষ্ট পেয়ে তাদের পোষ্টে ভিও সংখ্যা বাড়িয়েছে কিন্তু আশানুরুপ কমেন্ট পায় নি !!! - এটি দুঃখজনক !!!

আবরো বলছি সব দোষ এই ব্লগার নীল আকাশ নন্দ ঘোষের - ব্লগে পরীর আছর করে ছেড়েছে, নীল আকাশ যেখানেই থাকুন পরীর আছর ছোটানোর জন্য আপনি আপনার তন্ত্র মন্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ার জন্য আহাবান করছি । আর যে বা যারা এই চক্র করেছে তাঁকে জরুরী ভাবে পরীর আওতায় (আইনের আওতায়) আনুন - তাকে কোহকাফ নগরে বিসর্জন দিন।

ধন্যবাদ হাবিব সাহেব, ধন্যবাদ নীল আকাশ যিনি ব্লগে পরী নামিয়েছেন।


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

হাবিব বলেছেন:




শ্রদ্ধেয় বড় ভাই, আপনার মন্তব্য দেখেই আমি আসলে পোস্ট লিখার ব্যাপারে আগ্রহী হই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

বড় ভাই, আমার পোস্টের উপর পরীদের হামলায় পোস্টের বেহাল দশা। আমি এখন প্রায় আহত। নীলআকাশ ভাইকে বললাম তিনি এর দায়ভার নিতে নারাজ।

আমার ধারণা কমেন্টের প্রত্তুত্তর করতে গিয়ে তার ফ্রিল্যান্সার নিয়োগ দিতে হয়েছে। এতে করে ব্লগে কেউ কেউ মনে অথৈ সাগরে ডুবে মরার কষ্ট পেয়ে তাদের পোষ্টে ভিও সংখ্যা বাড়িয়েছে কিন্তু আশানুরুপ কমেন্ট পায় নি !!! - এটি দুঃখজনক !!!
---- B-) B-) B-) B-)

তারা সবাই বোরকা পরিহিত। আমি চাই, ব্লগে যারা অবিবাহিত তাদের সঙ্গে বিয়ে দেয়া হোক। তাতে করে তাদের ঘরের ছেলে মেয়েদেরকেও কাজে লাগাতে পারবে। জন্মনিয়ন্ত্রন না করলেই হলো।

পরিশেষে ধন্যবাদ ঠাকুর ভাইয়া। ভালো থাকবেন সব সময়

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

আরোগ্য বলেছেন: অটোগ্রাফ প্লিজ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

হাবিব বলেছেন:
..দিমুনা অটোগ্রাফ :-B
-- জোর করে আমার অটোগ্রাফ পাবে কিন্তু কমেন্টস পাবে না..... B-)

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

মাহের ইসলাম বলেছেন: পোষ্ট কে কে লাইক দিয়েছে, সেটা মডারেটর ছাড়া অন্যরা, বিশেষ করে লেখক কি জানতে পারে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

হাবিব বলেছেন: পোস্টের লাইকদাতাদের লিস্ট দেখা যায়। যে কেউ দেখতে পারে। আপনিও দেখতে পারবেন আমার পোস্টে কে কে লাইক দিয়েছে।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই আমার সিরিয়াল 3240 !!!!!!
আজ আর কিছু বলবো না ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

হাবিব বলেছেন: প্রিয় পদাতিক দাদা, আমি পরীদের আছরের কবলে, কিছু বলুন...... ৫১৯০!!!

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

বলেছেন: নীল আকাশ ভাইয়ের গল্পের পর পরই জ্বীনে পরীদের আছড় লেগেছে --- লুল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

হাবিব বলেছেন:
এমন আছর নাকি মাঝে মাঝেই লাগে?
আপনার উপর লেগেছিলো নাকি? লতিফ ভাই?

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

রাকু হাসান বলেছেন:

ভীষণ দুঃখজনক ব্যাপার এটা ।েএভাবে হতে থাকলে ব্লগীয় সুষম ভারসাম্য নষ্ট হবেই । আমিও আশু এসব সমস্যার সমাধানের আবেদন জানাচ্ছি আপনার পোস্টের মা্যেমে । নিশ্চয় সামু কর্তৃপক্ষ সুন্দর একটি সমাধান দিবে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন রাকু হাসান ভাই, ব্লগে লেখার আগ্রহ হারাবে অনেকেই। এর আশু সমাধান চাচ্ছি

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে ভুতের আছর, সামুকে ঝাড় ফুক করানো দরকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

হাবিব বলেছেন: ওঝা হতে কেউ রাজি হচ্ছে না। কে ঝাড়ফুক দিবে তারেক ভাই??

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

নীল আকাশ বলেছেন: মাহমুদ ভাইয়ের সাথে আমি শতভাগ একমত। এইগুলি নিশ্চয়ই পরীদেরই কাজ। দেখেন না নামের মধ্যে আবার নিশি নাম আছে। তবে এই পরীগুলি দেশের বিএনপির ভোটারদের মতো বেঈমান, সারা বছর একদল করে ভোটের সময় যেয়ে কোথায় ভোট দিল? তা না হলে এত ভোট নৌকায় আসল কোথা থেকে?

চিন্তা করে দেখুন, কত কষ্ট করে এদের ব্লগে আমি আনলাম আর লাইক দিল যেয়ে আরেক জায়গায়! নিজের ঘরের ভাসুর রেখে পাশের বাসার লোকের সাথে ফষ্টিনষ্টি! নিশ্চিত এর ফেসবুকে ডাঃ মিতুর ফলোয়ার! ইস, এই কয়টা লাইক যদি আমার গল্প গুলিতে পড়ত তাহলে ব্লগের গল্পে রেকর্ড হয়ে যেত! সব শেষমেষ মাথায় বাড়ি যেয়ে পড়ল কিনা আমার! :((

এদের কোন ভাবেই মাপ করা যাবে না! মোহনরাজের বাপ রে আমি এখন খবর দিয়েছি। পরের পোস্টেই সব গুলিকে তাড়ানোর আসল ওঝা নিয়ে আসছি আমি। তবে রাজীব ভাইয়ের উপর সত্যই আছর হলে, উনাকেও একবার ঝাড়ফুঁক দেয়া যায় কিনা ভেবে দেখতে হবে...

এই সমস্যা সমাধানে ব্লগের সম্মানিত মডারেটররা যেন দ্রুতই কঠিন একশন নিন সেই আশাই ব্যক্ত করছি।
হাবীব ভাই, দারুন একটা বিষয় তুলে আনার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

হাবিব বলেছেন:




এইগুলি নিশ্চয়ই পরীদেরই কাজ। দেখেন না নামের মধ্যে আবার নিশি নাম আছে। তবে এই পরীগুলি দেশের বিএনপির ভোটারদের মতো বেঈমান, সারা বছর একদল করে ভোটের সময় যেয়ে কোথায় ভোট দিল? তা না হলে এত ভোট নৌকায় আসল কোথা থেকে?
-- হা হা হা , আপনি যথার্থই বলেছেন আকাশ ভাই। পরীরাও এমন বেঈমানী করতে পারে? না দেখলে বিশ্বাসই করতামই না।

চিন্তা করে দেখুন, কত কষ্ট করে এদের ব্লগে আমি আনলাম আর লাইক দিল যেয়ে আরেক জায়গায়! নিজের ঘরের ভাসুর রেখে পাশের বাসার লোকের সাথে ফষ্টিনষ্টি! নিশ্চিত এর ফেসবুকে ডাঃ মিতুর ফলোয়ার! ইস, এই কয়টা লাইক যদি আমার গল্প গুলিতে পড়ত তাহলে ব্লগের গল্পে রেকর্ড হয়ে যেত! সব শেষমেষ মাথায় বাড়ি যেয়ে পড়ল কিনা আমার!
-- এদের নামে পরকীয়া ধারায় মামলা করা হোক, আর উস্কানীদাতা হিসেবে আপনি হবেন প্রধান আসামী :P

এদের কোন ভাবেই মাপ করা যাবে না! মোহনরাজের বাপ রে আমি এখন খবর দিয়েছি। পরের পোস্টেই সব গুলিকে তাড়ানোর আসল ওঝা নিয়ে আসছি আমি। তবে রাজীব ভাইয়ের উপর সত্যই আছর হলে, উনাকেও একবার ঝাড়ফুঁক দেয়া যায় কিনা ভেবে দেখতে হবে...
-- জলদি করে ওঝা ডাকেন। নইলে যে আমিও রক্ষে পাচ্ছি না। আয়েশা আবার কান্না করবে। একটা মাত্র বউয়ের কান্না আমি সহ্য করতে পারবো না। :| রাজীব ভাইয়ের ব্যাপারে পরে চিন্তা কইরেন

খালি ধইন্যাবাদে হইপে না, আগে আসল কাম করেন। পরীদেরকে জলদি তাড়ান

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,



"হাতি-ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কতো জল" অনেকটা এরকমের ঘটনা।
কোনও পোস্টে হঠাৎ করে পঠিত সংখ্যার সুনামী, লাইকের ঝড়ের এরকম ঘটনা নতুন কিছু নয়। আগেও এমনটা হয়েছে্ তবে এবারে চোখে বেঁধার মতো। এমন ধামাকা বুঝতে ব্লগে বেশীদিন বিচরণ করা লাগেনা, লাগে শুধু দেখার চোখ ও বোঝার জ্ঞান।
তবুও আপননি বিষয়টি সামনে এনেছেন বলে ধন্যবাদ।

@ মাহের ইসলাম; পোষ্ট কে কে লাইক দিয়েছেন, সেটা লেখকও জানতে পারেন। পোস্টের শেষে যেখানে পঠিত এর সংখ্যা লেখা থাকে তার ডান দিকে যে হাতের ছবিটি আছে তা "লেখাটি ভালো লাগলো" এর । এই হাতের বামদিকে লাইকের সংখ্যাটি লেখা থাকে । এই সংখ্যায় ক্লিক করলেই কে কে লাইক দিয়েছেন তাদের নাম সহ একটি উইন্ডো ওপেন হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

হাবিব বলেছেন: জি এস ভাইয়া, আগেও এমনটা হয়ে থাকলে তো কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়ার কথা কিন্তু নিচ্ছে না কেন? আপনাকেও ধন্যবাদ ভাইয়া, সাথে থাকার জন্য

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

নীল আকাশ বলেছেন:

রহস্যময় আয়না কবিতা তে ২৬টা লাইক পড়েছে। এই লাইক দিয়েছে কারা আমি জানতে চাই! এত দিন ব্লগিং করলাম কিন্তু বেশ কয়েকটা নাম তো মনে হয় আজকেই প্রথম শুনলাম! ঘটনা কি?
ব্লগে কি মহা x মহা কবির আবির্ভাব হলো নাকি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

হাবিব বলেছেন: পরীদের নাম দেখে তো অনেকেই ফিদা ক্রাশ খেতে পারে, এদেরকে পর্দায় রাখায় শ্রেয় বলে মনে করি। এরা শুধু মহা কবির বেলায়ই কাজ করুক। আমি চাই না। জলদি তাড়ান

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

নীল আকাশ বলেছেন: আমার উপরের মন্তব্যে সবার দৃষ্টি আকর্শন করছি!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

হাবিব বলেছেন: এমনিতেই সবার দৃষ্টি পরবে আকাশ ভাই, আপনি না বললেও। এরা তো পরী, যে চেহারা

৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের বাগ এগুলো।
এর মধ্যে আমার রিপোর্ট করা একটা বাগের ব্যবহার করেই এতগুলো আইডি খোলা হয়েছে বলে মনে হয়।

বিষয়টা মেইলে কতৃপক্ষকে জানিয়েছি......

নীল আকাশ ভাই আমার ব্লগের লাস্ট পোস্টটা দেখুন।
সেম কাজ করেছি। নিজের স্ক্রিপ্ট এ.....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

হাবিব বলেছেন:
কেমনে কললেন ভাইয়ূ? আমাকে শিখাইয়া দেন......
আমিও পরী সাইজা দেখি কেমন লাগে!!... :P

৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

হাবিব বলেছেন: দু:খিত, সবার মন্তব্যের উত্তর সময়মতো দিতে পারলাম না।

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

নাহিদ০৯ বলেছেন: আমার শেষ পোস্ট এও দেখলাম এরকম ভৌতিক ভিউ বেড়ে গেছে। X(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

হাবিব বলেছেন: এমনটা হবার পিছনে কে বা কারা দায়ী? তাদের উদ্দেশ্যই বা কি?

৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



এ ধরণের ঘটনা পূর্বেও বহুবার ঘটেছে। আলোচনাও হতে দেখেছি। তবে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখিনি।

বিষয়টি তুলে ধরে ভালো কাজ করেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন: বলেন কি নকিব ভাই? তাহলে তো সমাধান জরুরী। কিন্তু এডমিন প‌্যানেল কিছু বলছেন না কেন?

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

তারেক ফাহিম বলেছেন: আমায় নিয়ে ৫১৪৪ বার B:-) B:-)


নিল আকাশ ভাই কোন বাগান বাড়ীর ভুত চালান করে দিলো নাকি :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

হাবিব বলেছেন: এখন দেখেন কত হাজার হলো। মনে হচ্ছে নামাতা পড়ে হিসাব করতে হবে। আমি একক দশক শতক পড়েও বের করতে পারতেছি না। এমন কেন হলো????

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!! আমি এখনও আমার বইটা সচক্ষে দেখিনি!!!!!!

তুমি দেখেছো আর কিনেছোও জেনে অনেক খুশি হলাম!

কঙ্কাবতী পড়ে রিভিউ দাও .....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন:



আজকেই দিব আপুনি, রাতে ইনশাআল্লাহ, না পারলে কাল সক্কালে দিব।
তুমার নামে বিচার আছে।
বলবো সবার সামনে বলবো।
কাঠগড়ায় তুমি থাকবে

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: আমার বিচার!!!!!!!!


ও মাই গড!!!!!!!!

বান্দা তুলেছে দু হাত
কবুল করো মোনাজাত!!!!!!!




:P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

হাবিব বলেছেন:



বান্দা তুলেছে দু হাত
কবুল করো মোনাজাত!!!!!!!
--- B-) B-)

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫৫

আরোগ্য বলেছেন:
আপনি কি শুক্রবারে সাদা পাঞ্জাবি পড়ে মেলায় গিয়েছিলেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

হাবিব বলেছেন:
হ্যাঁ............... :| :| :|
আর বারবার যে আমার দিকে তাকাচ্ছিলো সেই কি আপনি????? X((

৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাইদুল ভাই। আশাকরি ভালো আছেন।

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: ৩৮ নম্বর মন্তব্য আর প্রতি মন্তব্য পড়ে মজা পেলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

হাবিব বলেছেন: আর বইলেন না মাহমুদ ভাই, এমনটা হয়েছে নীল আকাশ ভাইয়ের সাথেও। কেমন লাগে বলুন? আর হ্যাঁ, আপনি কেমন আছেন ? আপনার এমন দেরি করে আমার সব ব্লগে এসে মন্তব্য দেখে আমার সত্যিই খুব ভালো লাগে। ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.