![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
প্রিয় ব্লগবাসী, শুভেচ্ছা নিবেন। ব্লগ ম্যাগাজিনের পাঠ প্রতিক্রিয়া পোস্ট করার পর অনেকেই ম্যাগাজিনটি সংগ্রহ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের জন্য এই পোস্টটি সুসংবাদ হতে পারে।
ব্লগ দিবসের বিশেষ আকর্ষন ছিল ব্লগ ম্যাগাজিন। আমার মতো যারা ব্লগ ডে'র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাইকে আমি নিজ হাতে ম্যাগাজিনটি তুলে দিয়েছি। কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন করেও ব্লগ ডের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি বলে ম্যাগাজিনটি হাতে পান নি। এখন যারা ম্যাগাজিনটি পেতে চাচ্ছেন তাদেরকে কুরিয়ারে পাঠানো হবে। এজন্য একটা লিস্ট করতে যাচ্ছি। যারা ম্যাগাজিনটি পেতে চান তারা মন্তব্যে জানান। ০৮/০১/২০২০ খ্রিষ্টাব্দ রাত আটটার মধ্যে জানাতে হবে।
এখানে ব্লগ ম্যাগাজিন বিতরনের জন্য দুইটি ক্যাটাগরি করা হয়েছে। যথা:
(১) যারা রেজিস্ট্রেশন করেছেন: যারা ব্লগ ডের অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন কিন্তু ম্যাগাজিন পাননি তারা নিবন্ধন নাম্বার সহ অথবা নিবন্ধন নাম্বার না পেয়ে থাকলে বিকাশ করেছেন যে নাম্বার থেকে সে নাম্বারের শেষ চার সংখ্যা উল্লেখ করুন।
(২) যারা রেজিস্ট্রেশন করেন নি: আপনি যদি এর আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে শুধুমাত্র ম্যাগাজিনের মূল্য পরিশোধ করে ম্যাগাজিনটি পেতে পারেন। বিনিময় মূল্য (কুরিয়ার চার্জ সহ)- ১৮০/- (একশত আশি টাকা মাত্র।) যারা বিদেশে থাকেন তারা দেশের কোন আত্মীয়ের মাধ্যমে ম্যাগাজিন সংগ্রহ করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
আর হ্যাঁ, আপনি যে ঠিকানায় ম্যাগাজিনটি পেতে চান অবশ্যই সেই ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আপনি ঠিকানা আর মোবাইল নম্বর মন্তব্যে প্রকাশ করতে না চাইলে ই-মেইলে জানাতে পারেন। ই-মেইল: [email protected]
কিভাবে মূল্য পরিশোধ করবেন:
বিকাশ নম্বর (পার্সোনাল)= ০১৭৮০-৪৬৬২০৯।
টাকা পাঠানোর পর এই পোস্টের মন্তব্যে আপনার বিকাশ নাম্বারের শেষ চার সংখ্যা জানিয়ে দিবেন। আমরা আপনার ঠিকানায় অতিশীগ্র ম্যাগাজিনটি পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।
কোন প্রশ্ন থাকলে মন্তব্যে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে।
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৪
হাবিব বলেছেন: আপনার জন্য দেখি কোন ব্যবস্থা করতে পারি কি না!!! ভালো থাকবেন ভালো দাদা
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বইমেলাতে কোনো স্টলে পাওয়া যাবে এই ম্যাগাজিনটা??
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৫
হাবিব বলেছেন: একরঙা একঘুড়ির স্টলে খোঁজ নিয়ে দেখতে পারেন
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৩
আকতার আর হোসাইন বলেছেন: পদাতিক চৌধুরী ভাই তো ভারতের মানুষ। আমার ধারণা ভারতের আরো ব্লগার আছেন আমাদের ব্লগে। তারা যাতে পেতে পারে সেই ব্যবস্থা নিলে ভালো হয়।
ম্যাগাজিনটি বইমেলায়য় থাকবে কিনা আমারো একই প্রশ্ন।
যদি দুইটি ম্যাগাজিন নিতে চাই সেক্ষেত্রে কত টাকা বিকাশ করতে হবে?
আমি টাকা পাঠানোর পর আপনাকে নক করবো।
এই পোস্টটা করার জন্য অনেক ধন্যবাদ। আমার মতো ব্লগ ডে তে যারা যায়নি কিন্তু ম্যাগাজিন পেতে চায় সবারই উপকার হবে।
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:১০
হাবিব বলেছেন:
পদাতিক চৌধুরির জন্য চেষ্টা করবো কিছু করা যায় কি না ......
একরঙ্গা একঘুড়ির স্টলে পাবার সম্ভাবনা আছে .........
দুইটি ম্যাগাজিন নিতে গেলে যে পরিমান টাকার কথা বলা আছে তার দ্বিগুণ দিলেই হবে।
কিন্তু ম্যাগাজিন নেয়ার মতো লোকের সংখ্যা তা দেখছি না ভাই!!!
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
আরোগ্য বলেছেন: যদি স্টলে পাওয়া যায় তবে সেখান থেকে নিতে পছন্দ করবো। তবে যদি মগখানা ও পাওয়া যেত তবে শো কেজের শোভা বৃদ্ধি পেত।
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
হাবিব বলেছেন: আপনি ঢাকায় থেকেও আসেন নি ,......... আপনাকে বই এবং মগ কোনটাই দেওয়া হবে না। অবশ্য আমারটা নিয়ে কিছু দিনের জন্য শোভা বাড়াতে পারেন ....
৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯
আরোগ্য বলেছেন: ওই মিয়া জ্বিন চালান দিয়া মগ আর বই দুইটাই উড়ায়া আনুম।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১০
হাবিব বলেছেন: ......... ওই মিয়া, আগে জ্বিন বশ করার মন্ত্র শিখা লন ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৭
আকতার আর হোসাইন বলেছেন: স্যার টাকা পাঠিয়েছি। বিকাশ নম্বরের শেষ চার সংখ্যা ৯২৮৭
ম্যাগাজিন পাঠানোর ঠিকানা আপনাকে মেইল করেছি। চেক করে দেখুন। যদি পোস্ট অফিসে পাঠাতে পারেন তাহলে অনেক সুবিধা হয়। তাই অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে পোস্ট অফিসেই পাঠাবেন। ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৬
হাবিব বলেছেন: জ্বি ভাইয়া, আপনার মেইল এবং বিকাশ পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা শীগ্রই আপনার ঠিকানায় বইটি পৌঁছে দেব।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: ভাল উদ্যোগ, আমি চাই বইটি সব ব্লগারের হাতে হাতে পৌঁছে যাক।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
হাবিব বলেছেন:
জ্বি ভাই, আমিও সেটাই চাই .....
পোস্ট টি করার এ পর্যন্ত তিনজন চেয়েছেন এবং বিকাশ করেছেন।
তবে আমার ধারনা ছিল কমপক্ষে বিশ (২০) জন ম্যাগাজিনটি নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাবেন।
কিন্তু সেটা হয়নি।
৮| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৪
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: ......... ওই মিয়া, আগে জ্বিন বশ করার মন্ত্র শিখা লন ।
আল্লাহর ইচ্ছায় এহনো মানুষ বশ করা পারলাম না আর আপনে আইসেন জ্বীন বশ করা নিয়া।
১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৪
হাবিব বলেছেন: মানুষ বশ করা সম্ভব না ..... তার চেয়ে জ্বিন বশ করার চেষ্টা করুন। সেই আপনাকে মানুষ বশ করে দেবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: আমি কেমন করে পাইমু ভেবে পাচ্ছিনা।
শুভকামনা প্রিয় হাবিব ভাইকে।