![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
এমন যাওয়া যায় কি গো মানা
ওরে আমার নিঠুরও মোনা,
আমারে তুই সঙ্গে নিলি না।।
আমার সুখের প্রদীপ সঙ্গে নিলি নিভিয়ে তোর দীপ,
এ আধারে ফেলে আমায় তুই হইলি নিশ্চুপ,
এমন তো আর কথা ছিলনা।।
ফুলের পাপড়ি গুলি ঝড়ে গেলে থাকেনা আর ফুল,
আমার বুকে ভাঙ্গছে শুধু অশ্রু নদীর কূল,
এমন বাঁচা বাঁচে কোন জনা।।
এই জীবন নিয়ে বাঁচা আমার মিথ্যে অভিনয়
তুই ছাড়া মোর জীবন যাপন শধুই পরাজয়,
শোধ হইলো না তোর প্রেমের দেনা।।
(গানটি আমার লেখা,সুর ও কন্ঠও আমার)
https://youtu.be/43-C8b5Qiyc
২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: অভিনন্দন
৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৮
প্রামানিক বলেছেন: আরেকটু গলা খুলে গাইতে পারতেন।
৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো হয়েছে +
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
মনের বেদনা প্রকাশিত হয়েছে, মনকে প্রকাশ করা দরকার।