![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
অল্প বলে ক্রমাগত বলা আবশ্যক
একটি দ্বার খুলে বাকি সবে অর্গল।
টেবিলের সব গুলি বই পড়ে থাক,
একটা চরন,ধরন ধারনে জপনীয়।
প্রতিটি বৃক্ষ বারবার রোপনে
সাগ্রহে থাক আমুল বৃক্ষরাজি
অমূল্য যা কিছু মূলত মূল্যে তুলনীয়।
অনিচ্ছু পক্ষ নিদেনপক্ষে প্রতিপক্ষীয় নয়,
কারো ঘরে তার যাপন বপন।
গৃহী গৃহহারা নয় যদিও বা নিগৃহীত
তার পরেও তার ঘর হয় গৃহস্থের ভেতর।
২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৯
সাব্বির নুসরাত খান বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে।
৪| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লগল কবিতা .........।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: শুভসকাল। কেমন আছেন হাদী?
জীবর-বৃক্ষের কবিতা।
++++