নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

শ্বাসরুদ্ধকর! ভয়ংকর স্হানে প্রার্থনাগৃহ

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

উপরে বৌদ্ধদের এই প্রার্থনাগৃহটা সপ্তদশ শতাব্দিতে তৈরী, গ্রীসে।



নীচেরটাও গ্রীসের আর সময়টা ১৫১৭ সালে: বানালো কিভাবে?





উপরের এটা ভুটানের পারো উপত্যকায়। ডেন্জারাস!





উপরে দেখছেন চীনের হুয়াশান পর্বতের গায়ে ঝুলন্ত বৌদ্ধদের প্রার্থনাগৃহ। যাওয়ার পথটি সংঘাতিক দুর্গম।





উপরের এটা গ্রীসে অবস্হিত, নির্মানের সময়টা ষোড়শ শতাব্দি।





উপরের এটাও গ্রীসে অবস্হিত। ভয়ংকর না?



নীচেরটা তুরষ্কে অবস্হিত:







উপরের প্রার্থনাগৃহটা ভুটানের, দেখুন মেঘের উপরেই আছেন।





উপরের এটা গ্রীসে ।



সুত্র: ইন্টারনেট

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

পেন্সিল চোর বলেছেন: ভয়ঙ্কর ব্যাপার শেপার!!!

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ সত্যি ভয়ংকর, পড়ার জন্য ধন্যবাদ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

উত্তম কুমার নাথ বলেছেন: B:-/ B:-)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

নিঝুম কালকূট বলেছেন: সুন্দর !

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভয় মিশ্রিত সৌন্দর্য, আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: গ্রীসের লোকরা দেখি কঠিন চীজ। ধর্মকর্ম করতেও এতো কষ্ট! :P

চমৎকার পোষ্ট

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা, এদের নিয়ে আর পারা গেলনা। অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

শের শায়রী বলেছেন: ইহা আমি কি দেখলাম? কি দেখাইলেন ভাই? আমার ঘরের পাসের উপাসনালয়ই ভাল। ভাল কথা +++++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লকে স্বাগতম। ও আর সেই সাথে অত্তোগুলো প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: একদা এক পীরের কাছে এক মহিলা আসল। মহিলা কেদে কেদে পীরের কাছে ফরিয়াদ করল যে তার স্বামী তার কথা শুনে না, স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে না। পীরের কাছে সে সাহায্য প্রার্থনা করল।

তখন ভন্ড পীর বাবা তাকে বলল যে সুরা ইমরান টানা ৩০ দিন পড়তে হবে, তাও আবার রাতে স্বামী বিছানায় শোবার পর, স্বামীর হাটুর উপর বসে। এটা করতে পারলে তবেই স্বামী সম্পূর্ণ্রূপে স্ত্রীর বশে আসবে, স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করবে।

এখন বাস্তবতা চিন্তা করলে দেখা যাবে যে এটা কোনোদিন মহিলাটির পক্ষে করা সম্ভব না। কেননা, সুরা ইমরান হইল কুরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সুরা। পড়তে মিনিমাম ২ ঘন্টা লাগবে। এখন একজন স্ত্রী যদি সুরা ইমরান পড়তে চায় তাও আবার স্বামীর হাটুর উপর বসে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে বলেন? স্বামী বাবাজি তো সাথে সাথে উঠে যাবে। সেই সাথে যখন সে জানতে পারবে যে স্ত্রী এসব করতেসে তাকে বশে আনার জন্যে তখন তো দুনিয়া উল্টায় ফেলবে সে।

দেখা গেল যে পীর বাবা তার অপদার্থতা ঢাকার জন্যে একটা অসম্ভব প্রস্তাব অসহায় মহিলাটিকে করেছিল।

ঠিক তেমনিভাবে আমার মনে হয়, এসব দুর্গম স্থানে মন্দির তৈরি করা হয় ওই একই কারণে। অনুসারীদেরকে বোধহয় বলা হয় যে অমুক মন্দিরে গিয়ে অর্ঘ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে। কিন্তু অমুক মন্দির তো এত দুর্গম স্থানে অবস্থিত যে সাধারণত মানুষের পক্ষে যাওয়াই সম্ভব না। আর যারা যায়, যাত্রা পথে বোধহয় দুর্ঘটনায় অনেকেই মারা যায়।

নিজেদের ভন্ডামি ঢাকার জন্যেই মনে হয় তারা এমন দুর্গম জায়গায় মন্দির স্থাপন করে।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

ঢাকাবাসী বলেছেন: উপমা সহ বিশ্লেষনটা চমৎকার, পড়ে ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

উপস! এমন উপাসনালয়ে উপাসনার জন্যে ঈমানের জোর দরকার ব্যাপক...

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ঢাকাবাসী বলেছেন: একবারে ঠিক ধরেছেন, আর ঈমানের জোর দেখার জন্যই মনে হয় এসব জায়গাতে উপাসনালয় বানিয়েছে। পড়ে সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ লিঙ্কনহুসাইন।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

কৈশর বলেছেন: নিজেদের ভন্ডামি ঢাকার জন্যেই মনে হয় তারা এমন দুর্গম জায়গায় মন্দির স্থাপন করে।

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঢাকাবাসী বলেছেন: তা আপনি বলতে পারেন বৈকি, তবে আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দেখি তো পারি কিনা..... বলেছেন: বির্ধমীদের প্রার্থনার ঘর গুলো এতো উপরে থাকে কেন মাথায় আসে না। র্ধম কর্ম মানুষ এমনিতেই পালন করতে চায় না। তার উপর কষ্ট করে এতো উপরে উঠে ধর্ম পালন করলে তো মানুষ আরো দূরে সরে যাবে।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: ঐ যে বলেনা কষ্ট করে কেষ্ট পাওয়া, এই আরকি। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: ন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

১২| ২৩ শে জুন, ২০১৪ রাত ১০:০৭

আহসানের ব্লগ বলেছেন: B:-) :| |-) :((

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: কোনটার কি অর্থ জানিনাতো! যাহোক ধন্যবাদ আপনাকে।

১৩| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার সব ছবি আর মনোমুগদ্ধকর উপস্থাপনা ...
প্রিত হলাম দেখে , চোখ জুড়িয়ে যাওয়া যায়গা গুলোর ছবি ...
যেতে পারলে আরো ভালো লাগতো ...

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮

ঢাকাবাসী বলেছেন: কয়েকটাতে যাওয়া খুব কঠিন নয়। পড়া আর চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৫

নজরুল ইসলাম টিপু বলেছেন: ১. ২. ৩. ৪. ৬ নম্বর ছবির মন্দির গুলো পরিদর্শনে আমার সৌভাগ্য হয়েছিল। সেখানকার পুরোহিতদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। কিছু মন্দির ছবি তোলা নিষেধ ছিল। সে সব মন্দিরের শুরু থেকে আজ পর্যন্ত যতজন পুরোহিত দায়িত্বে ছিলেন, তাদের মাথার খুলি গুলো আজো পর্যন্ত মন্দিরের সংগ্রহ শালায় সংরক্ষিত আছে।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০০

ঢাকাবাসী বলেছেন: বাহ্ আপনিতো সৌভাগ্যবান! অনুমান করছি আপনি গ্রীসেই থাকেন। নতুন তথ্য দেয়ার জন্য আর পাঠ সহ মন্তব্য করবার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.