![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
হুনছো মাইয়া? মেলা দূর থেইক্কাও বলে প্যাম-বালোবাসা অয়
হজ্ঞলে কইলো আত্বাডারে হেচকা মাইরা কাছে টাইনা আনলেই সই।
ভাইব্বা দেকলাম মিছা কয়নায়, হুদা শইল-চেহেরাডা ভাল্লাগতাসে এমনডা নাতো
মনডার পেডে বুগে তুমি একলাই মেলামাইন বাসুনে গরুর গোস্তো।
ইউটিউবে বালা এক্কান গান হুনলেই তোমারে লিংক পাডানোর লাইজ্ঞা কইলজাডা ইশপিশায়
রবিন্দ্র সরোবরে পোলা-মাইয়ারা ভেটকাইয়া আত দইরা আটলেই এক্কেরে জ্বইল্লা চুপ অইয়া যাই।
থাইক্কো তুমি যেমুন নামেই পারো, শুক্কুর শনি বুইদ নাইলে বিশুদবারে
তোমার গলার সাউন্ড হুনলেই কেন জানি দুক্কু গুলা পক্ষি অইয়া উইরা মরে।
বেইন্নালাতে এলার্ম অইয়ো, দুফুরের রইদে এক গেলাস টেলকা লেম্বুর পানি
হাইনজালাতে বারি আইতে কইয়ো, রাইত অইলেই কমাইয়ো পরান পুড়ার আটকানি।
ঠেডা নাইলে বান-তুফানে আমারে শক্ত কইরা জরাই দইরো
মনডার বেরামে হারা জনমের লাইজ্ঞা বাউনবাইরা আইয়া পইরো।
*ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় লিখিত*
~২২-০২-২০২১
১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২৪
হাবিব রহমানন বলেছেন: ভালবাসা নিরন্তন
২| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:২৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ!
১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২৮
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৬
আহসানের ব্লগ বলেছেন: +++ ভাষাটা খুবই ভালো লাগলো । সাথে প্রেম টাও ।
১৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩০
হাবিব রহমানন বলেছেন: ভালবাসা নিবেন
৪| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আঞ্চলিক ভাষায় কবিতা। মন্দ নয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
শাহ আজিজ বলেছেন: বাহ , ওয়াও