নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

প্রথম প্রেম শেষ প্রেম অনেক প্রেম ভন্ডামি ।

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আমি এই আলোচনায় যেতে চায় না তবুও পরিস্তিতির প্যাচে দু'একটা কথা বলতে হয় ।আমি জানি এসব আলোচনা আমাকে নারী বিদ্বেষী করে তুলছে তারপরও কিছু সত্য বাস্তবতা তুলে ধরতে হয় ।
.
ভাইজান প্রেম করেছেন ? জ্বি করেছি ।কয়টা করেছেন ? একটা।সফল হয়েছেন ? না বিফল হইছি ।

আর প্রেম করেন নাই ? না আর প্রেম করিনাই ।
কেন করেন নাই ?

তাইত আরো করিনাই কেন .... ও আচ্ছা মনে আসছে কেন করি নাই । ৫০ জন নারীর
চারিত্রিক বৈশিষ্ট্য একই তাই একটা প্রেম করে সবগুলোর টেষ্ট যে একই হবে সেইটা আমি বুঝে গেছি ।
মানে?
মানে একটা লাক্স সাবানের যে বৈশিষ্ট্য আর দশটারও একই শুধু কালার ফ্লেভার আলাদা ।

হামীম ভাই আপনে ভাবিকে ভন্ড বলেন কেন?

প্রথমত ভন্ড যে মহিলাদের বৈশিষ্ট্য সেটা আমার জানা ছিলনা এই প্রথম কোন ভন্ড প্রজাতির কোন মেয়ে দেখলাম তাও আবার আমার কপালে আমার প্রেমিকা হয়ে। এটা কোন বিবর্তনের ফল যত সম্ভব ন্যাচারাল সিলেকশান ।আর ইডিয়েট ওকে ভাবি বলবা না ভন্ড বলবা ।

আপনি উচিত কথাই বলেছেন এজন্যই আপনাকে ভাল লাগে ।আরেকখান প্রশ্ন, বাঙ্গালী নারীদের উন্নয়ন কতদুর হয়েছে?

তোমার আর কোন প্রশ্ন আছে ।

জ্বি না এটাই আর কি?

বাঙ্গালী নারীরা সহজ সরল নরম কাদা ,এদের মাথায় ঘিলু নাই যা আছে সেটা হচ্ছে গোবর ।সেটা আমার মা হোক আর বোন হোক ।গবাদি পশুপাখির যতটা উন্নয়ন হয়েছে ততটা উন্নয়ন এদেশের নারীদের হয়নি ।

কেন হয়নি জান? কিছু ইডিয়েট আর গাধার বচ্চারা জ্ঞান-বুদ্ধি হবার আগে অল্প বয়সেই এদেশের নারীদের বিয়ে করে ।আর যেগুলা বুদ্ধির বিকাশ হবার সুযোগ পাই তাদেরকে কিছু ভ্যাড়া টাইপের পোলাপাইন প্রেম ভালবাসার প্রলভোন দেখাই আর এতেই তারা তাদের রুপ চর্চায় দিনের অর্ধেকটা ব্যয় করে ফলে তাদের স্বাভাবিক বিকাশ আর ঘটার সুযোগ থাকে না ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

রাশেদ মহাচিন্তিত বলেছেন: শেষ প্যারায় জা লিখেছেন, তাই সত্য। তবে প্রথম থেকে দেখলে মনে হবে আপনি নারি বিদ্বেষী, কিন্তু খোঁচা টা দিলেন জায়গা মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.