নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কানাগলিতে স্বাগতম...

ডক্টর লেকটার

অসাধারণ নই, নই বিশেষ কেউ... তবুও আমি আর দশজনের একজন নই... কিংবা আর দশজনও কেউ কারো মতো নয়... পৃথিবীতে আমি কিংবা আমরা- সবাই ইউনিক...

ডক্টর লেকটার › বিস্তারিত পোস্টঃ

লিনাক্স ভয় পান? তাহলে এই পোস্ট আপনার জন্যে...

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০২


লিনাক্স বলতে এইদেশের অধিকাংশ মানুষ চেনে উবুন্টুকে, কিছু ফেডোরা আর রেডহ্যাট ব্যবহারকারীও আছেন।

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি অধিকাংশ বাঙালীর অপরিচিত একটা লিনাক্স ডিস্ট্রোর সাথে।

প্রথমেই আমার ডেস্কটপের কিছু স্ক্রিনশট দেখে নিন।


এটা হলো ডেস্কটপের স্ক্রিনশট। সিস্টেমে লগইনের পর এমন একটা ডেস্কটপ দেখবেন। লক্ষ্য করুন, ম্যাক ওএস এর মতো টাস্কবার।


দেখতেই পাচ্ছেন - আমাদের আলোচ্য লিনাক্স ডিস্ট্রোটা আসলে উবুন্টুর একটা ফর্ক। উবুন্টু ভিত্তিক হওয়ায় উবুন্টুর/ডেবিয়ান ভিত্তিক সব সফ্টওয়্যার (*.deb) এটায় চলবে কোনো ঝামেলা ছাড়াই। একই ভাবে apt-get টাইপ কমন টার্মিনাল কমান্ডও কাজ করবে। উবুন্টুভিত্তিক হলেও এটার চেহারাসুরত হাজারগুণ সুন্দর এবং স্মার্ট। উবুন্টু 12.04 লং টার্ম ডিস্ট্রোভিত্তিক হওয়ায় আপনি এলিমেন্টারি ওএস এ সিকিউরিটি ও অন্যান্য আপডেট পাবেন 2017 পর্যন্ত।


এবার আসুন উইন্ডোগুলো দেখতে ক্যামন সেটা দেখি। উপরে দেখতে পাচ্ছেন কিছুটা কাস্টমাইজড আউটলুক (ম্যাক স্টাইল)। এটা আপনি ইচ্ছেমত পাল্টাতে পারবেন। এমনকি এলিমেন্টারি tweak সফ্টওয়্যার ইউজ করে আইকন থেকে শুরু করে সব ধরনের প্রোপার্টিজ পাল্টে ফেলা সম্ভব (এবং একদম সহজ) ।


দেখতে পাচ্ছেন টার্মিনাল আর নোটপ্যাডের স্ক্রিনশট। খুব সহজেই এভাবে উইন্ডো প্রিভিউ সম্ভব।


এপ্লিকেশন মেনু। যা ই ইনস্টল করেন, এভাবে ক্যাটাগরিতে দেখাবে। চাইলে এলফাবেটিক্যালিও দেখা সম্ভব।


বাংলা টাইপিং নিয়ে ভাবছেন? অভ্র এর সাইট থেকে উবুন্টুর নিয়ম ফলো করে ইনস্টল করে ফেলুন অভ্র। দেখতেই পাচ্ছেন - আমি এভাবেই করেছি।


ক্যালেন্ডার আর চ্যাট সফ্টওয়্যার বিল্ট ইন। টুইটার/ফেসবুক/ইয়াহু/জিটক কনফিগারে কোনো ঝামেলা নেই। আর ডিফল্ট সফ্টওয়্যার ভালো না লাগলে পুরো উবুন্টু রিপোজিটরি আছে আপনার জন্যে।


ডিফল্ট ভিডিও দেখার সফ্টওয়্যার।


ডিফল্ট গান শোনার সফ্টওয়্যার।


ডেস্কটপের আরেকটা স্ক্রিনশট।


এতো সুন্দর একটা ওএস কত RAM খায় বলতে পারবেন?
মাত্র 200 মেগাবাইটের মতো। আর হার্ডডিস্ক স্পেস ২ জিবি এর নিচে।

উবুন্তু/কুবুন্টু/ পাপি লিনাক্স/জরিন ওএস/পিপারমিন্ট নিয়ে ট্রায়াল দিয়ে শেষে এই এলিমেন্টারি ওএস এ এসে আমি স্থির হলাম। আমার ৩ বছরের পুরোনো ১০ ইঞ্চি নেটবুকটা (১ জিবি RAM/১.৬৬ GHz প্রসেসর) এই ওএস এ জাস্ট দৌড়াচ্ছে।

নতুনদের জন্য আমার মতে এই ডিস্ট্রোটাই বেস্ট- সিম্পল/ক্লাসি/সেক্সি/ফাস্ট।
আরেকটা একটা জিনিস বলা উচিত (নবীনদের জন্যে)। সেটা হচ্ছে লিনাক্স চালাতে কোড জানার কোনো প্রয়োজন পড়ে না। যেমন আমি নিজেই কোনো কোড জানি না। কিন্তু সব মেজর+কিছু মাইনর লিনাক্স ডিস্ট্রো নিয়ে অলরেডি ঘাটাঘাটি শেষ করে ফেলেছি।
সাহস করে একবার এসেই দেখুন লিনাক্সের দুনিয়ায়, আমার মতো আপনিও আর ছাড়তে পারবেন না।

লিনাক্স নিয়ে যে কোনো সমস্যা/কনফিউশনে গুগলে একটা সার্চ দিন। সব সমস্যার সমাধান ওয়েবে পাবেন।

হ্যাপি লিনাক্সিং...

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

বঘ বলেছেন: sorry amar bangla likte pc problem korse.ami popular odhikangso linux os i use koresi.but eta amar valo lagse.download disi.comment korar jonnoi log in korsi.valo thakben.

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

ডক্টর লেকটার বলেছেন: কেমন লাগলো জানাবেন :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.