নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার্ড নাট

সভ্য সমাজের অসভ্য নাগরিক।

হার্ড নাট › বিস্তারিত পোস্টঃ

হাসি কান্নার যোগফলই মধ্যবিত্তর সংজ্ঞা।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

একটি মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে কমন ব্যাপার
হল হাসি। হাসির ওপর ভর করেই
টিকে থাকে মধ্যবিত্ত পরিবার।
যেমন ছেলে বাবার কাছে দামি কিছু চাইল।কিন্তু
বাজেট সল্পতার
কারনে বাবা ছেলেকে তা কিনে দিতে পারলো না।
নিজেকে ব্যার্থ ভেবে বাবা যখন ছেলের
সামনে আসে, তখন ছেলে মুখে হাসি রেখে সন্মান
জানান বাবাকে । যেন তার একটুও মনখারাপ
হয়নি।
তবে ছেলেমেয়ের চেয়ে অনেক ভাল অভিনয়
করতে পারেন মধ্যবিত্ত পরিবারের মা বাবা।
মঞ্চে উঠায়া দিলে অভিনয়ের জন্য
হাততালি পাবেন।
নিজে একটি শার্ট না ছেঁড়া প্রযন্ত পড়েন অথচ
ছেলে চাওয়া মাত্র নতুন শার্ট কেনার
টাকা দিয়ে দেন। মায়েরা অভিনয়টা আরও ভাল
করেন। অসুস্থতার মাঝেও তাদের
রান্নাঘরে যাওয়া কেউ আটকাতে পারেনা।
মুখে হাসি নিয়ে প্রতিদিনের মতই রান্নাকরেন।
এভাবেই হাসিকান্না ভাগাভাগি করে সল্প
উপার্জনের ওপর বেচে আছে দেশের মধ্যবিত্ত
পরিবারগুলো।কেউ কেউ বলেন মধ্যবিত্ত
পরিবারে জন্মনেওয়া অনেক বড় অপরাধ কিন্তু
আমি বলবো মধ্যবিত্ত
পরিবারে জন্মনেওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
আর্থিক দিক থেকে পরিবার মধ্যবিত্ত হলেও
মানসিকতার দিক থেকে এরাই উচ্চবিত্ত।
এরা মাঝখানে অবস্থান করে উচ্চ এবং নিন্ম দুই
দলকেই দেখে। এবং পার্থক্য করতে পারে দুয়ের
মধ্যে। এরা ভালবাসতে জানে,
বিপদে হাসতে জানে, অন্যকে হাসাতেও জানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.