![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছেলেকে চিনি আমি।অবশ্য এখন কিছুটা অপরিচিতের
মত।
" কখনোই তার অভ্যাস ছিলনা সকাল সকাল ঘুম থেকে ওঠার।
বিভিন্ন ভাবে তাকে ডাকার চেষ্টায় পরিবারের
প্রত্যেকটা সদস্যই ব্যার্থ হত। মোবাইলের এলার্ম
বেজে যেত। কাজের কাজ কিছুই হত না। শুধু
একটি ফোনকল আসলেই তার সকালটা শুরু হয়ে যেত।
অথচ কলটা রিসিভ করাতে নিষেধ ছিল। তারপরও কলটা অনেক
গুরুত্ব পেত ছেলেটার কাছে। ফ্রেশ হয়ে পড়ার
টেবিলে বসতো ছেলেটা।
ছেলেটার প্রতিটা দিন চলতো শুধু একজন মানুষের
কথা ভেবে। সে যা ভাবতো, যা করতো, যা করার
চেষ্টা করতো সবই সেই মানুষটার
প্রতি দুর্বলতা থেকে।
নচিকেতার সেই কাল্পনিক নীলাঞ্জনার
ছোয়া পেয়ে গেছিল ছেলেটি। স্বপ্নবাজ
ছেলেটি আরও স্বপ্ন দেখতে শুরু করছিল।
একটা সময় স্বপ্নের সমাপ্তি ঘটলো।
হতাশা চেপে ধরলো তাকে। দ্রুত চলেগেল সেই
স্বপ্ন গাড়িটি। ফিরে এলোনা আপন রাস্তায়। হয়তো অন্য
কোথাও অধিক যাত্রী পেয়েছে সে।
প্রবল হতাশায় ছেলেটি ও চলতে শুরুকরলো তার আপন
রাস্তায়। এখন আর রাতে কেউ তাকে ঘুমতে দেখেনা।
সকালে উঠতেও দেখেনা।
সেই আপন রাস্তায়ই আজও সে খুজে চলেছে তার
সেই নীলাঞ্জনাকে। হাজারো সীতা ,মিতা,
গিতাকে পাচ্ছে সে। কিন্তু তার লক্ষ্য
আরেকটি নীলাঞ্জনা। "
বাস্তববাদী কিছু মানুষ অলিক নীলাঞ্জনার
খোজে হাড়িয়ে যাচ্ছে হাইওয়েতে। অত্যন্ত
সোজা রাস্তাও কঠিন হয়ে পড়ছে তাদের কাছে। অত্যন্ত
ছন্নছাড়া লাইফ হলেও তাদের কিছু সূক্ষ্ম প্রতিভা থাকে, এই
অলিক বস্তুটি খুব সহজে ধ্বংস করেদেয় সেই
প্রতিভাটুকুও। মানুষটি হয়েপড়ে একেবারে শূন্য।
এই শূন্যতার মাঝেও সে খুজেবেড়ায় সেই কাল্পনিক
নীলাঞ্জনাকে।
নিজের চোখের সামনে অসহায় আত্নসমর্পন
করতে দেখছি সূক্ষ্ম মেধার অধিকারি কাউকে। সত্যিই
আজব এ মানব মন কখনোই আপন ভালটা বোঝেনা।স্বাভাবিক ভাবে ছেলেটাও তেমনই। ওর ভব্যিষ্যত দেখার
অপেক্ষায়।
©somewhere in net ltd.