নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার্ড নাট

সভ্য সমাজের অসভ্য নাগরিক।

হার্ড নাট › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস ও নারী।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

প্রথমে একটা গল্প শুনুন। গল্প হলেও বাস্তব ঘটনা।
" ব্যাস্ত রাস্তা।ফুটপাতে পথিক অবাক
দৃষ্টিতে তাকিয়ে আছে বাংলা সিনেমার
পোস্টারের দিকে। পোস্টারে নায়িকা দেহের ৭০
শতাংশ নগ্ন। অথচ নায়ক ৯০ শতাংশ
পোশাকে ঢাকা আছেন। বেচারা পথিক অবাক
ভাবে পোস্টার দেখছে আর এক
পা দুপা করে এগোচ্ছে। আস্তে আস্তে রাস্তায়
নেমেগেল। খেয়ালই নেই যে সে এখন রাস্তায়।
খেয়াল থাকার কথাও না। চোখের
সামনে আবেদনময়ী নায়িকা। এমন সময়ই চলন্ত
রিক্সার সাথে ধাক্কা।হাতের কনুই ছরে গেছে।
বেচারার অতি সুখ কপালে সইলো না। "
গল্পে দোষ কার? পথিকের, রিক্সাওয়ালার
নাকি পোষ্টারের। হয়তো আপনি বলবেন
পোষ্টারের নায়িকার। উহু পোষ্টারের নায়িকার
নয়। দোষটা আমাদের সমাজ ব্যাবস্থার।দোষট
া আমাদের মানসিকতার।
একদল মানুষ নারীকে পন্য হিসেবে উপস্থাপন
করছে আরেকদল চোখ দিয়ে ভোগ করছে। সিনেমার
মার্কেট ভারি করার জন্যই এত চেষ্টা।
একটা সিনেমায় নায়িকা ছোট পোশাকে থাকতেই
পারে। অনেক সময় ক্যারেক্টারের সাথে খাপ
খাওয়ানোর জন্য বিভিন্ন পোশাক পড়তে হয় কিন্তু
সেটা স্কুল কলেজ বা রাস্তার পাশে প্রচারের
জন্য লাগানো পোস্টারে কেন দেখাবে!হাজার
হাজার মানুষের চোখে পড়ে এইসব পোস্টার। এদের
মধ্যে ১৮ বছরের কম বয়সের ছেলেমেয়েদের চোখও
আছে।
নারী দেহ দেখিয়ে সিনেমাহলে আর কতদিন দর্শক
টানবে? আর সুশীল সমাজ হয়তো এতে কিছুই
বলবেনা। শুধু গল্পের ওই মানুষকে দোষ দিবে।
কিন্তু একটু ভাবলে বোঝাযায় যে নারী টার্গেট
করেই পোস্টার লাগানো হয়েছে।
নারী দিবসে এসে নারীকে পন্য
বানানো পরিচালক
প্রযোজকরা হাতে মাইক্রোফোন পেলেই বলবেন
"আমাদের হাত ধরেই নারীরা এগিয়ে যাবে "
জনাব আসেন এই নারী দিবসে শপথ করেন
যে নারীকে পন্য বানিয়ে ছবির প্রচার কাজ
চালাবেন না। মনে রাখবেন
বলিউডে সানি লিওনের মুভির চেয়েও বেশি আয়
করে শাহরুখ খানের মুভি। তাই ভাল মানের
সিনেমা বানালে অশ্লীল
ছবি দিয়ে প্রচারনা চালানো লাগবে না।
নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা রইলো আর
আপনাদের প্রতি রইলো অনুরোধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.