নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার্ড নাট

সভ্য সমাজের অসভ্য নাগরিক।

হার্ড নাট › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল পাগলা।

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

পৃথিবীর সব মানুষই পাগল। কেউ মাত্রায় বেশি কেউ কম। পাগলামি মানে কি? পাগলের দ্বারা সংঘটিত কাজকে পাগলামি বলে। অন্যভাবে বলতে গেলে যা অন্যন্য মানুষের কাজের চেয়ে ব্যাতিক্রম তা ই পাগলামি। যেমন আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে উড়োজাহাজ দেখছেন। আপনিও পাগল।কারন পাশের কেউ হয়তো ভাবছে আপনি তারা গুনছেন। সুস্থ মানুষের তারা গোনা মানায় না। সেক্ষেত্রে অন্যের চোখে আপনি পাগল।

শুধুযে নগ্ন হয়ে ট্রাফিক কন্ট্রোল করলেই পাগল বলবেন তা নয়। পাগলের আরও অনেক ধরন আছে। যিনি নগ্ন হয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন তিনি পাগল নন। কারন তার মাথায় কাজ করছে যে ট্রাফিক জ্যাম অনেক বড় সমস্যা। তিনি বুঝছেন বলেই কন্ট্রোল করতে নেমেছেন। হয়তো তার কথা কেউ শুনছে না সে নগ্ন বলে। এবার দেখুন সানি লিওন ও নগ্ন ওই লোকটাও নগ্ন। সানি লিওনের হাজার হাজার ভক্ত কিন্তু ওই লোকটার কোন ভক্ত নেই। উল্টা তাকে মানুষ পাগল বলে। সেক্ষেত্রে যারা লোকটাকে পাগল বলে তারাই পাগল। এরা কেউই সুস্থ না। সুস্থ হলে সানি লিওনকেও পাগল বলতো।

হরতালের পিকেটাররাও পাগল। পুলিশ ধরলে জয়বাংলা বলে স্লোগান দিলেই তাকে ছেড়ে দেয় কিন্তু সে তা করে না। পুলিশের উত্তমমধ্যম খায়। যেহেতু এই সামান্য বুদ্ধি তার মাথায় নেই তাই তাকে বলাযায় বুদ্ধি প্রতিবন্ধী। একদিক থেকে পাগল ই।

সেদিন শুনলাম একজন হারপিক খাইছে।সুইসাইড করবে।লোকটাকে আমার পাগল মনেহইলো অথচ আমার ওই লোকের থেকে হারপিকের স্বাদ জানার খুব ইচ্ছা হইলো। এক্ষেত্রে আমিও পাগল। এমন অদ্ভুত ইচ্ছা আমার মনে কেন আসলো। পাগলের মধ্যম শ্রেনীর মধ্যে আমার অবস্থান।

লেখাটা পড়ে আপনি ভাবছেন আমি পাগল। আমি পাগলা হলে আপনিও পাগল। কথায় আছেনা রতনে রতন চিনে। তেমনি পাগলে পাগল চিনে। আপনিও পাগল আর পাগল বলেই আমাকে চিনতে পারছেন।

আমরা সবাই পাগল। একে অপরের চোখে পাগল। সত্যিই পাগল ছাড়া দুনিয়া চলে না।

#ভয়েস

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.