![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরানো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাঁড়ার ; পৃথিবীর পথে গিয়ে কাজ নাই ,- কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ে আর ! রোধ – অবরোধ – ক্লেশ – কোলাহল শুনিবার নাহিকো সময়,- জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে ,- কোথায় নতুন ক’রে বেবিলন ভেঙে গুঁড়ো হয় ! আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের রং দামামা থামায়ে ফেল,- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং !
পাক্ষিক হুর
একটি বেহেশতী ট্যাব্লয়েড।
৩১ শে ডিসেম্বর ২০১২ রাত ১১.৫৯ ঘটিকা
সমগ্র বিশ্বের ন্যায় ঢাকাও প্রস্তুত থার্টি ফার্স্ট উজ্জাপনে।
স্থানঃ ঘন কুয়াশার চাদরে আবৃত কাশিমপুর ২ নং কারাগার ।
টিয়া পাখি সেল।
দৃশ্যঃ
কেরমান কাতিবান ফেরেশতা (নেক আমল, ফেরেশ্তা নং ৫ এর ক) জনাব “রকিব” আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের সেলের কয়েদখানার দুই গারদের ফাঁকে পা ঝুলাইয় বিষন্ন মনে বসিয়া শেখ সিগারেট টানিতেছেন।আর বাহিরে বদ আমলের লেখক অপর কেরমান কাতিবান ফেরশতা “আতিব” জেল চত্বরের চাপ কল চাপাইয়া টিনের বালটি ভরিয়া পানি নিজ অংগে ঢালিতেছে আর পৌষের শীতে হি হি করিয়া ফোঁপাইতে ফোঁপাইতে নিজের ভাগ্যকে দুষিতেছেন। আতিবের বালতির জলের হিসাব উহার নেক আমলের খাতায় যুক্ত হইবে বলিয়া ফরমান জারি হইয়াছে। তাই সেই হিসাব টুকিতে টুকিতে কিছুক্ষন পুর্বে ঘটিয়া যাওয়া এক ভয়ানক দুর্ঘটনার কথা ভাবিয়া নেক আমলের লেখার ফেরেশ্তা নিজের মনকে সান্তনা দিতেছেন।
ব্যাটা সা(চু)ঈদী সকাল থেকেই ঘ্যানঘ্যনা করিতেছিলো থার্টি ফার্স্টে অবশ্যই তাহাকে তাহার ময়না টিয়া জান্টু পাখি ডানাকাটা পরীদের আনিয়া দিতে হইবে।সাথে লইট্যা ফিসের ঝোল।ব্যাটা ভোর হইতে না হইতেই জেল জমাদারকে পুটু ঘুষ দিয়া কোথা হইতে এক বোতল বেজীর তেলের শালশা যোগার করিয়া রাখিয়াছে।তাহার কাঁধের বদ আমলের হিসাবরক্ষক ফেরেশতা “উত্তেজক তৈল” আমদানীর বিধিনিষেধ ও উহা ব্যাবহারে গুনাহ পরিমান জানাইয়া তেল আমদানীর হেতু জিজ্ঞাসা করিতেই দাঁত মুখ খিঁচাইয়া খেকাইয়া কামড়াইতে আসিলো আর গলা কাপাইয়্যা শ্লোগান মারিয়া বলে কিনা
“আমার মেশিন কলিজুর হাত, তেল মারেঙ্গা কেয়া বাত !!”
তুই বদের বদ বেটা বদ আমলের ফেরেশতা, তুই বুলবুলে বেহেশতকে এত্তেলা দেখাস!!! আমার কলিজু ডানাকাটা পরী সোনার হরিনদের আমার নিকট আনিয়া দে...... আমি মেশিন চালাইবো... থাট্টিফাস্ট পালন করিবো। দীর্ঘদিন নিজামির পুটুর বদ গন্ধ শুকিতে শুকিতে দেল জেগার দোনো হাদসা হো গায়া।
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলিয়া যাইতেছে তাই উপায়ন্ত না দেখিয়া বদ আমলের লেখক কেরমান কাতেবিন ফেরেশ্তা বেহেশ্তীটক থ্রি জি ফোনে জিব্রিল আমিন কে ধরিলেন এবং এই কালরাত্রিতে একটি বন্দোবস্ত করিয়া কাশিমপুর কারাগারকে বিপদের হাত হইতে উদ্ধার করিতে ধর্না দিলেন।এদিকে নতুন বছরের আগমনের প্রারম্ভের অনুস্টান আয়োজনের প্রস্তুতির তদারকিতে ব্যাস্ত সমগ্র বেহেশত। তবে স্বর্গীয় থার্টি ফার্স্ট নাইটের অনুস্টানে সদ্য বেহেশতে তাশ্রিব রাখা মুফতি আমিনীর হামলার আশংকায় সার্বিক নিরাপত্তার তত্বাবধানে থাকা আতংকিত জিব্রিল আমিন কিঞ্চিত বিরক্ত হইয়া কহিলেন দুনিয়াদারির এইসব দামড়া দাদু মুদু ম্যানেজ করা তুমাদের উপর অর্পিত দায়িত্ব। কেন বাপু এ রঞ্জিত গুপ্তকেশ নিয়া খামাখা উপরে ফোন দিয়া দিকদারি কর? জানো না বেহেশ্তে ইসলামি ছাত্রীসংঘের শাখা প্রশাখা নাই? আর দেখছো না আমি এইখানে আরেক পান খাওয়া মেশিন নিয়া বিয়াপক টেনশনে আছি? এখন যাও বসুন্ধরা মার্কেট হইতে একখানি প্রমান সাইজের পেলাস্টিকের পুতলা যোগার করিয়া সেই সাঈদী না চুইদির সেলে দিয়া আইসো।
রুহুল কুদ্দুসের নির্দেশ শিরোধার্য অতএব বদ আমলের কেরমান কাতেবিন ফেরেশ্তা ঢাকার তাবত মার্কেট খুজিয়া পাতিয়া একটি সুন্দরি প্লাস্টিক নির্মিত নারী মুর্তি নিয়া সাঈদীর কারা কক্ষে হাজির হইলেন।
পুতলা বগলে উহাকে নিজ কক্ষে দেখিবামাত্রই আল্লামা দেলোয়ার সকল যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য বিসর্জন দিয়া বদ আমলের ফেরেশ্তা সমেত প্লাস্টিকের ললনাটির উপর “লাড়কে লেঙ্গে পাকিস্তান” মুডে ঝাপাইয়া পড়িলেন।
ভয়ানক শক ওয়েভের ধাক্কা আর বদ আমলের লেখক ফেরেশতার মর্মভেদী আর্তনাদে কাশিমপুর কারাগারের তাবদ ফিউজ বার্স্ট হইয়া বাতি নিভিয়া চতুর্দিকে গভীর অমানিষা নামিয়া আসিলো।
পরিশিস্টঃ দুর্ঘটনার খবর পাইয়া সপ্ত আসমান হইতে উদ্ধারকারী ফেরেশ্তাদল নামিয়া আসিয়া সাইদীর দেহের বিশেষ অংশে করাত চালাইয়া নিপীরিত ফেরেশতাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে এবং একজন কেরমান কাতিবান ফিরিশ্তার কেরমানিত্বের উপর হামলার শাস্তি স্বরুপ আল্লাম দেলুয়ার হোসেন সাঈদির ওয়াজ মেহেফিলসমুহের অডিও টেপের পাশাপাশি উহার ভয়ানক দুঃশ্চরিত্রের নির্দেশক সকল প্রমানাদির আমল এই দুনিয়াতেই একেএকে আমল আম জনতার মাঝে উন্মুক্ত করিবার নির্দেশ সম্বলিত ফরমান জারি করিয়া দেয়। তাহারি ফলশ্রুতিতে আমরা আজ আল্লামা বুলবুলে দেলোয়ার হোসেন সাঈদী ছাবের সূমধুর কন্ঠের অডিও টেপ খানি পাইয়াছি।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
জ্বীন কফিল বলেছেন:
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
অনীনদিতা বলেছেন: প্রিয়তে রাখলাম।পরে পড়বো।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
জ্বীন কফিল বলেছেন: ধইন্যা। পরে পইরেন কিন্তু মোহতারমা অনীন্দিতা
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
রেজোওয়ানা বলেছেন: আরে ধুর, আমি তো সত্যি সত্যি ভুতের গল্প মনে করে পড়তে এলাম!
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
জ্বীন কফিল বলেছেন:
সরি রেজওয়ানা আপা। আসলে পিতিমীতে ভুত বলে কিছু নেই । আছে শুদু ইখওয়ানুল জ্বীন ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , , আবারও কফিল ভাইয়ের শক্ত সাধু ভাষার লেখনি!
অঃটঃ ইদানিং আপনাকে ব্লগে কম দেখি যে! ব্যাস্ত নাকি?
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
জ্বীন কফিল বলেছেন: হ্যা মামুন ভাই। একটু ব্যাস্ত আর মধ্যে কিছু দিন সামুর যা দশা ছিলো তাতে ঢুকতেও ভয় করতো। কে না কে কামড়ে দেয়।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অমানসিক লেখা
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
জ্বীন কফিল বলেছেন: অফকোর্স স্যার অমানুসিক লেখা। আপনারা মানব জাতি সুপিরিয়রিটি কমপ্লক্সে ভুগেন বলেই ইখওয়ানুল জ্বীনের মহান কর্মকান্ড বনি আদমের চোখে পরে না।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
হাসান মাহবুব বলেছেন: জটিল হৈছে!
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
মারাত্মক ||
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
জ্বীন কফিল বলেছেন: ভাই যা দিনকাল পড়ছে তাতে "মারাত্মক" বিশেষন শুধুই কলিজুদের পাওনা।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
নিষ্কর্মা বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
জ্বীন কফিল বলেছেন:
৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
মরণের আগে বলেছেন: সাইদিকে নিয়ে ব্যাঙ্গ করেন কনো অসুভিধা নাই, কিন্তু "ফেরেশ্তাদের" কি দোষ ?
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
জ্বীন কফিল বলেছেন: ভাই সাহেব আমি ফিরিশতাদের ব্যাঙ্গ করলাম কোথায়। ধর্মইতো প্রতিনিয়ত সাঈদীর মত লোকজনের বলৎকার আর ভন্ডামীর শিকার হয় অথচ ধর্মভীরুরা দেখেও না দেখার ভান করে এড়ায় যান।
আর অদৃশ্য জীব হিসেবে আমার নিজেরও ফেরেশতাদের প্রতি পক্ষপাতিত্ব আছে। দেখলেন না ফেরেশতাদের জিতায় দিলাম।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেবনে পত্তুম জিনের লিকা পড়লাম ।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
জ্বীন কফিল বলেছেন: ইল্লা মাআশাল্লাহ গিয়াস সাহেব।ভবিষ্যতে আরো পড়ার সাদর আমন্ত্রন রইলো।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কালীদাস বলেছেন: কফিলের এই লেখাটা আমার ব্যাপক ভাল লাগছে
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
জ্বীন কফিল বলেছেন: আআআআআআরে কালীদাস শায়েরে আজম ক্যামোন আছেন? অনেক দিন পরে দেখা হলো আবার।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
কালীদাস বলেছেন: আমি রেগুলার আসতে পারছিনা অনেকদিন হয় আপনাকেও তেমন একটা দেখিনা ইদানিং
জ্বীনের এভালুয়েশনের উপ্রে মেলাদিন কিছু লেখেন্না
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
জ্বীন কফিল বলেছেন: নারে ভাই বনি আদমের দেশে আইসা ফাইস্যা গেছি।
কাম না করলে ভাত নাই। গুলিস্তানে সোলেমানি তাবিজ বিক্রি করে কি আর পেট চলে।
আপনারে মাঝেমাঝে ফেবুতে দেখি। হামা ভাইয়ের লিস্টে আছেন নাকি? থাকলে আওয়াজ দিয়েন
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
দুখী মানব বলেছেন: জটিল হৈসে
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
জ্বীন কফিল বলেছেন: শোকরিয়া দুখি ভাই ।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
কালীদাস বলেছেন: কন কি?! আবার দেখলে রিপোর্ট কইরা দিয়েন আমি স্বনামে/বেনামে/সামহ্যোয়ারইন-চতুরের নিক.... কোন পরিচয়েই ফেবু ইউজ করিনা!
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
জ্বীন কফিল বলেছেন:
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
সাকিন উল আলম ইভান বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
জ্বীন কফিল বলেছেন:
মেশিন দাদু ক্ষেপেছে
লইট্যা ছুড়ে মেরেছে
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: অই মিয়া হাসায়া মাইরা ফালাইবেন না কি ?
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
জ্বীন কফিল বলেছেন: হাসিয়েন না জানাব । মেশিন দাদু'স আধ্যাতিক (গেলমানদের) ক্ষমতা বলে নজর রাখচেন কারা তার উপরে হাসে। মরার পরে ড্রাকুলা হইয়া ধাওয়া করবো ।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
বিডি ফুল বলেছেন: কিছু কিছু বেয়াদব আছে জামাত শিবিরের বিরোধীতার কথা বলে , ইসলাম, আল্লাহ, রাসুল (সঃ) এবং ফেরেস্তা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্ল করে। এদের জন্য শুধু জুতার পিটা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
জ্বীন কফিল বলেছেন: তুমার মত কিচু ছাগু আছে যারা মাহামুদুর রহমান কাবা ঘর নিয়া মিথ্যা সংবাদ দিলেও খামোশ খায়া পইরা থাকে বুচ্ছো?
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
ফাগুল বলেছেন:
