![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরানো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাঁড়ার ; পৃথিবীর পথে গিয়ে কাজ নাই ,- কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ে আর ! রোধ – অবরোধ – ক্লেশ – কোলাহল শুনিবার নাহিকো সময়,- জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে ,- কোথায় নতুন ক’রে বেবিলন ভেঙে গুঁড়ো হয় ! আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের রং দামামা থামায়ে ফেল,- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং !
যারা ফারাবী বদমায়েশটাকে নিছক ধর্মান্ধ বেকুব মনে করেন তাদের জন্য। ফারাবী শুধুই একজন অতি ধার্মিক ইসলাম প্রচারকারী নয়। সে ইসলাম প্রচারের নামে মনে প্রানে একজন পাক্কা রাজাকার। সাধারন ধর্ম প্রান মুসলিমরা এর থেকে সাবধান থাকুন।
অনুগ্রহ করে মনে রাখার অনুরোধ করছি, একজন নাস্তিক আপনার শত্রু না তার ধার্মিকে ধর্ম বিশ্বাসের যায়গায় অমিল থাকতে পারে,যুক্তি তর্ক বাদানুদাব হতে পারে কিন্তু পাকিস্তানের দালালদের আর ভারতীয় ভাদাদের ক্ষেত্রে আস্তিক নাস্তিক আওয়ামী লীগ বিএনপি বাম সবার এক থাকা প্রয়োজন। দিনের শেষে এ দেশটা আমাদের। এ দেশ কোন হিংস্র উজবুক সাইকোপ্যাথের না যারা মতের অমিল হলেই খুনের হুমকী দেয়।
আজকের হুমকীঃ
ফারাবীর বদমায়েশির আরো প্রমান সংগ্রহে আছে সময় মত একেএকে দেয়া হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
জ্বীন কফিল বলেছেন: এই পিছামারাটা একেবারেই যাচ্ছাতাই একটা নির্ল্লজ্জ। আগে ভাবতাম শুধুই হিট সিকার কোন উন্মাদ। পরে দেখলাম ও আসলেই বিপজ্জনক ক্রিমিনাল ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
JINDA SAHJALAL বলেছেন: পাকিস্তানের দালালদের আর ভারতীয় ভাদাদের ক্ষেত্রে আস্তিক নাস্তিক আওয়ামী লীগ বিএনপি বাম সবার এক থাকা প্রয়োজন।
সহমত
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
জ্বীন কফিল বলেছেন: আমার যুক্তিবাদ নিয়া আমি থাকবো আপনার নামাজ/পুজা আপনি করবেন কোন সমস্যা নাই। ভাল না লাগলে ব্লক করবো আপনিও করবেন। কিন্তু খুনের হুমকি ও খুন কেন? পাদা ও ভাদা থেকে সতর্ক থাকুন সবসময়।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
একজন অপদার্থ বলেছেন: ওদের, আর ওদের মত সবার জন্য থুঃ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
জ্বীন কফিল বলেছেন: ওরে পুলিশে দেয়া উচিত। যে কোন সময় দাঙ্গা লাগায়ে দিতে পারে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
শামিল কায়সার বলেছেন: এইরকম ছাগল আমি আমার সাইবার লাইফে দেখিনাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
জ্বীন কফিল বলেছেন: ওর ইনবক্সের অত্যাচারে আমি অতিস্ট হয়ে কিছুদিন সম্পুর্ন অফ লাইনে ছিলাম।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শামিল কায়সার বলেছেন: আয় হায়!
কফিল সাব আপনে? এইটা আপনের সামু নিক?
মারহাবা মারহাবা! আসেন বুকে বুক মিলাই। এইটাই বোধ হয় আমার পয়লা কমেন্ট। তাইনা?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
জ্বীন কফিল বলেছেন: জি জনাব আমিই সেই অধম কফিল জ্বীন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আল ইফরান বলেছেন: এই ছাগলের অত্যাচার গত কয়েক বছরে অনেক বাইরা গেছে।
এইটারে অবিলম্বে খোয়ারে ( জেলে ) ঢুকায়া প্রপার ট্রিটমেন্ট দেয়া হোক
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জ্বীন কফিল বলেছেন: ফারাবিরে একটা পাব্লিক নুইসেন্স ভাবতাম। সে তার চাইতেও অনেক বিপদজনক।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
পীরসাহেব বলেছেন: পুলিশ দিয়া ডলা দিতে হবে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ফারাবিকে আমি পাইলে তাপড়াইয়া দাত ফেলে দিব।
কালকে সকালে সে আমার গার্ল ফ্রেন্ড কে প্রোপুজ করে, আর তার যত্ব সব বেইমানি গল্প আছে সব করে চায় মেয়েটার মন গলাতে পারছে না। শালা কুত্তা মেয়েদের সাথে প্রেম করার আগে তার তার টাকা নাই গরিব, চৌখে শরষে ফুল দেখে এসব বলে পঠাতে চায়, শালা লোল কুত্তা
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
হাসান মাহবুব বলেছেন: তাজ্জব হয়া গেসি। আমি ওরে ভাবতাম বোকাসোকা ব্রেইনওয়াশড একটা হিজু। বিনোদনের উৎস। যাই হোক, শিক্ষা পাইলাম যে সাপ যেমন পোষ মানে না, চরমপন্থা অবলম্বন করা জিহাদী কর্মীরাও তেমন নির্বিষ হয়না। এরা সুযোগ পেলে ছোবল দিবেই।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
নিয়েল ( হিমু ) বলেছেন:
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: স্ক্রীন শট বুঝা যায় না।
আপনার তো উইন্ডোজ সেভেন।
snip tool দিয়ে স্ক্রীন শট নেয়া সহজ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
কালীদাস বলেছেন: ইদানিং আমি পিচ্চি পোলা নিকে ল্যাদায়। বিদ্রোহী রণ ক্লান্ত আর জারনোর পরে এরকম নির্ল্লজ্জ আর দেখি নাই।