নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালি সোনালি চিল-শিশির শিকার করে নিয়ে গেছে তারে-

জ্বীন কফিল

পুরানো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাঁড়ার ; পৃথিবীর পথে গিয়ে কাজ নাই ,- কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ে আর ! রোধ – অবরোধ – ক্লেশ – কোলাহল শুনিবার নাহিকো সময়,- জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে ,- কোথায় নতুন ক’রে বেবিলন ভেঙে গুঁড়ো হয় ! আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের রং দামামা থামায়ে ফেল,- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং !

জ্বীন কফিল › বিস্তারিত পোস্টঃ

মাননীয়ার স্বর্গ প্রাপ্তি

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

(নিতান্তই বিনোদনমুলক লেখা , কোন বাস্তব চরিত্রের সাথে কেহ কোন মিল অনুসন্ধান করিলে তা নিজ জ্ঞানে পাইবেন,তাহার জন্য জ্বীন কিংবা মানব জাতির কেহ কোন ভাবেই দায়ি থাকিবে না )


সময়ঃ অন্তহীন
ঘটনাঃ কেয়ামত সংঘটিত।

কেয়ামতের শেষ।
মানব ও জ্বীন জাতির পুনরোত্থান, হাশর নশর হিসাব নিকাশ ও বিচার আচারাদি সকল সুস্ট ভাবে সম্পন্ন হইয়াছে.......

এক অন্তহীন সময়ের শুরু, বেহেশত লাভকারি নারী পুরুষগন লাইন ধরিয়া স্ব স্ব মর্যাদা মত হাসিমুখে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইম,জান্নাতুল খুলদ ইত্যাদিতে প্রবেশ করিতেছেন ...বেহেশ্তের হুরের স্বছ বসন পরিধান করিয়া পুস্প বর্ষন আর তকবীর এ তাহরিমা দিতে দিতে তাহাদিগোকে স্বাগত জানাইয়া নিয়া নিজোনিজো কুঞ্জে লইয়া যাইতেছে। গেলমানেরা ঘুরিয়া ঘুরিয়া তাহাদের বাইসেপ ফুলাইয়া সকলের দৃস্টি আকর্ষন করিতেছেন। হুদহুদ পাখির মিস্টি কিচিরমিচিরে মুখরিত বেহেশ্তাঙ্গন।

সৃস্টি ও বিলয়ের কঠিন কর্মযজ্ঞ আর বিচারের হিসাব নিকাশের ঝামেলা শেষে আরশে আজিমের অধিপতি আসনে হেলান দিয়া মহাজাগতিক সুরোধনি উপভোগ করিতে করিতে বেহেশ্তবাসি আদম সন্তানদের শিশুর ন্যায় আনন্দ দেখিয়া হাসিতেছেন। সিংহাসন বহনকারি ফেরেশতারাও প্রভুর আনন্দে আনন্দিত। বিয়ে বাড়ির ঝুটঝামেলা অন্তে খাবার বাঁচিয়া যাওয়ায় কনে পক্ষের মুরুব্বিরা যেই রুপ নির্ভারবোধ করেন খানিকটা তেমনি পরিবেশ।

অপর দিকে গোঁমড়ামুখো ক্রন্দনরত দোজখীরা ধুঁকিতে ধুঁকিতে খোঁড়াইয়া খোঁড়াইয়া দোজখের পানে চলিয়াছে। কেহ কেহ কাঁদিয়া কাঁদিয়া আরেকবারের মত সুযোগ প্রার্থনা করিতেছে। জবাবে দোজখের ফেরেশতাদের কর্কশ ধমক,আগুনে চাবুক আছড়ানোর হিসহিস শব্দ আর দোজখিদের মর্মন্তুদ অন্তর্ভেদি আর্ত চিৎকার মিলিয়া দোজখের এন্ট্রি পয়েন্টের পরিবেশ বিষন্ন হইতে বিষন্নতর হইয়া উঠিতে লাগিলো।

এমনি সময়ে,
অকস্মাৎ নরকের ৩ নং প্ল্যাটফর্মের দরজা বিকট শব্দে খুলিয়া গেলো..দোজখের দুয়ারের সম্মুখ হইতে রিট রিট !, আপিল আপিল !! ,পয়েন্ট অব অর্ডার!!! মাননীয় স্পিকার!! হাই কুট!! হাই কুট!!!সুক্ষ ষড়যন্ত্র কারচুপি !!! প্রভৃতি বাংলা শব্দও কিছু শোনা গেলো। জনৈক দোজখি হাত পা ছুঁড়িয়া আঁচড় কামড়ে ফেরেশতাদিগোকে ব্যাতিব্যাস্ত করিয়া অনবরত রোমহর্ষক হুমকি দিয়া চলিয়াছে ....

সেই গগনবিদারী আওয়াজ আরশে আজিমের দরবারে গিয়াও যেন স্বশব্দে কড়া নাড়িলো। চেঁচামেচিতে খানিকটা বিরক্ত হইয়া আরশে আজিমের সুমহান অধিপতি জিব্রিল আমিনকে কহিলেন, দেখ তো বাবা কে চেঁচায়...আদমের বংশধরদের বুঝি সুখে থাকিলেও ভুতে কিলায়!

জিব্রীল খানিক পরে উড়ইয়া আসিয়া জবাব দিলো হুজুর ৩ নং নরকের গেট বাংলাদেশের দোজখিদের জন্য বরাদ্দ... সেখানে আধহাত ঘোমটাধারী এক স্ত্রীলোক বিরাট হাঙ্গামা বাধাইয়াছে... তাহার বিকট চিৎকারে দোজখে ফেরেশতা "মাল্লিক" এর কানে কম্পাউন্ড ফ্রাকচার হইয়া গিয়াছে... তাহার দাবি তাহার সহিত সুক্ষ কারচুপি হইয়াছে। হাশরের মাঠের ইসলামি ব্যাংকের নেকির এটিএম বুথ হইতে নেকি খাইয়্যা একপাল লোক তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া তাহাকে দোজখে পাঠানোর চেস্টা করিতেছে !

আরশে আজিমের অধিপতি শুধাইলে কিডা সেই মহিলা ? কি চায় ? তাহাকে আমার নিকট লইয়্যা আয় ...

জিব্রিল বলিলেন ,উনি বাংলাদেশে নামের অঞ্চলের দুইবারের নির্বাচিত এক ডিজিটাল মহিলা সম্রাট.. এক্ষনি উহাকে আপনার নিকট হাজির নাজির করিতেছি খোদাপাক। বলিয়া জিব্রীল মুহুর্তে বাতাসে মিলাইয়্যা গেলো।

আরশে আজিমের সুমহান অধিপতির খাস দরবারঃ

দুঃখভারাক্রান্ত বঙ্গীয় পঞ্চসংখ্যারুপ মুখ ধারন করিয়া দন্ডায়মান শেকাচিনাকে মৃদুস্বরে খোদা জিজ্ঞাসিলেন ইয়াহ আন-নিসা! তুমি কলহ করিচ্ছ কেন !? ইখানে নো কলহ ......অনলি অনাবিল শান্তি..

শেখাচিনাঃ আকস্মিক গলা কাঁপাইয়্যা শ্লোগান দিয়া উঠিলেন " নাড়ায়ে তকবির আল্লহুয়াকবর !" "দ্বীন ইসলাম জিন্দাবাদ..."চাঁনতারা জিন্দাবাদ"!!... পরোয়ারদেগার ভয় নাই.... পুলিটিক্স ছাড়ি নাই!!

দিনের পর দিন যেই কন্ঠের আঘাতে আঘাতে একদা সুদুর অতীতে বঙ্গবাসী নাজেহাল হইয়া বিলুপ্তি পাইয়াছিলো সেই সুউচ্চ কন্ঠের ভয়ানক সনিক বুমের আঘাতে আরশে কোনে বসা দুইখানা হুদহুদ পক্ষী মরিয়া হইয়া উড়িয়া পালাইলো...তরিঘরি করিয়া দরবারের সাউন্ড প্রোটেকশন ডিফেন্স ডিভাইস চাপিয়া ধরিতে গিয়া ৩ ফেরেশতা আছাড় খাইয়া পরিয়া রহিলো.... জিব্রিল আমিন ঢোক গিলিলো আর পাক পরোয়ারদিগার তাহার আসনে নড়িয়াচড়িয়া বসিলেন।

হুজুর আমি আপনার সেই অভাগী বান্দি....আআআআমি সেই অভাগি মানব সন্তান যাহার সহিত আপনার দরবারে কেহ কেহ চুট্টামি করিতেছে... আমার সম্মুখ দিয়া ফেরাউন,নম্রুদ, হিটলার গোয়েবলস,বেনজির ভুট্টু বেহেশতে দাখিল হইয়া চলিয়া গেলো,এমনকি সেই সে গুলাপী যাহার চাইতে আমি অধিক সংখ্যকবার হজ্ব পালন করিয়াছি সেও বেহেশ্তে....! আর আমি অভাগিনী কিনা আজ দোজখের দরজার দাঁড়ানো ...

হে মহা মহিম গাফুরুর রাহিম। আপনিই বলুন.. ইহকালে আমি কি আমার জনগনকে ১০ টাকায় চাউল খিলাই নাই? ঘরে ঘরে চাকুরি দেই নাই? কুটি কুটি গিগাওয়াট বিদ্যুত দেই নাই? শেয়ার মার্কেটে বিলিয়ন বিলিয়ন ফকীরকে আমির বানাই নাই? হেফাজতকে এসলামকে আশ্রয়প্রশ্রয় টেকাটুকা দেই নাই?

বাড়ি বাড়ি সেক্যুলার মদিনার সনদ কায়েম করিবার ঘোষনা, পুরা বংভুমিকে ডিজিটাল করিয়া ছাড়িয়া দেয়া এমনকি ইলেকশনে আপনার এক মহান পয়গম্বর নুহুনবীর মার্কা নৌকাও ব্যাবহার করিয়াছি.......
তবুও কেন হে ধর্মাবতার আমার এহেনো দোজখ বাস!!?? একি তব আজ পরিহাস ....আমায়েই কেনু দিলে তুমি বাঁশ?!!!
এই এতিমের সহিত বে-ইনসাফি...কেনু কেনু কেনু!!!! (ফোঁফাইতে ফোঁফাইতে) আমার ভাই আমার ব্রাদার পিতা মাতা...

খোদাঃ রাখ ! রাখ !! রাখ!!! আর বলিস না রে.... আমি সবই জানি ...
দেখি তুর জন্য কি করিতে পারি...
এই জিব্রীল উহার খাতা খানা দে দিকিন।

(অতঃপর শেকাচিনার আমলনামা খানি গভীর মনযোগে পুনঃ নিরীক্ষন) রহমানুর রাহিম কিয়দমুহুর্ত পর মুখ তুলিয়া বলিলেন হুম! তোর বিষয়ে ভাবিয়া দেখা লাগে... তুই চালু আছিস মন্দ না.. কিন্তু তোর ভাল মন্দ মিলাইয়া দেখিলাম অল্পের জন্য ফেল করিয়াছিস গ্রেস দিয়াও পাশ করাইতে পারিলাম না,অল্প কিছু নেকির শর্ট... তবে তোর পিতার ভাল কাজের উছিলায় তুই বাদে তোর পরিবারের সকলের জন্য বেহেশতো বরাদ্দ হইলো যা গিয়া সজ্ঞলকে জানাইয়া দিয়া আয়।

শেকাচিনাঃ ইয়া রাহমান.. উহারা নাহয় সজ্ঞে গেলো তবে আমার কি হইবে ? আমি উহাদের ছাড়া কেমনে থাকিবো? :O

খানিকটা ভাবিয়া খোদা কহিলেন.. তুমাকে কিছু মৃদু শাস্তি ও নেকি কামাই শেষে বিশেষ ব্যাবস্থায় সকলের সহিত বেহেশতে দাখিল করিয়া দেয়া হইবেক... এইবেলা হাসিমুখ করিয়া দেখাও

ঊৎফুল্ল অশ্রু ভেজা চোখে হাসিমুখে শেকাচিনা জিজ্ঞাসিলেন, ইয়া পাক পরোয়ারদেগার কি সেই "মৃদু শাস্তি" জলদি উহা দিয়া আমাকে পাড় করো হে দয়াল, আপনার দেয়া তাবত শাস্তি আমি মাথা পাতিয়া লইবো ইয়া গফুরুর রাহিম... তবে উহা নিশ্চয় মৃদু হইতে হইবে..

খোদাতালা গম্ভীর স্বরে রায় ঘোষনা করিয়া কহিলেন টেনশিত হইস না.... খুবই মাইল্ড ট্রিটমেন্ট অতি আমারদায়ক ব্যাবস্থা... এসি কামরায় ,হেলানো নরম গদিতে বসিয়া বসিয়া শুধু "বেহেশতী ফেসবুকের" নিচের যে তসবির গুলি দেখিতেছিস উহাতে পরবর্তি ৩০০০০০০০০ কোটি বৎসর একনাগাড়ে লাইক মারিয়া যাইবি... প্রতি লাইক = এক কুটি নেকী লাভ ও পজেটিভ কমেন্ট= ১০ কুটি বদি মাফ । পরকালের অন্তহীন সময়ে এতো অতি সামান্য কাজ।

তোর হিসাবের দাড়িপাল্লায় পাপে পুন্যে সমান হইয়া যাওয়া মাত্র তুই ডিজিটাল পদ্ধতিতে অটোমেটিক বেহেশতে প্রবেশ করিয়া যাইবি... নে এখন এখানে বসিয়া নীচের ছবিতে লাইকানো শুরু কর.....






















-----------------------------------------------------------------












-----------------------------------------------------------------





মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

রেজওয়ান করিম বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

জ্বীন কফিল বলেছেন: হ এই তসবির খান ভি থাকবো নিশ্চয়। :P

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১

আহসান হাবিব হীমূ বলেছেন: হাসতে হাঁসতে শেষ, পেলাস লন।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২

জ্বীন কফিল বলেছেন: শুক্রিয়া জনাব

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

অক্টোপাস পল বলেছেন: জাদুঘরে যাইব দারিদ্র। সোনার মেডেল বেচলে ম্যালা ট্যাকা!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

জ্বীন কফিল বলেছেন: দারিদ্র জাদুঘরে যাক আর না যাক, বুজি হাশরের ময়দান পর্যন্ত এই বেডারে ধাওয়া করবো কনফার্ম । এত্তডি মেডেল! বুজির মাথা পুরাই নস্ট

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

অক্টোপাস পল বলেছেন: জাদুঘরে যাইব দারিদ্র। সোনার মেডেল বেচলে ম্যালা ট্যাকা!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহাহা, , , কফিল ভাইয়ের আরেকটা জটিল পোষ্ট


+++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

জ্বীন কফিল বলেছেন: ধইন্যা কুনোব্যাঙ ভাই। আইজ রাতে উনার ঘুম হবে না এ নিয়া আমি ৫০০ টাকা বাজি ধরতে পারি :D

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

অচিন.... বলেছেন: এপিক =p~ =p~

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

জ্বীন কফিল বলেছেন: কামোদ্দিবো কিন্তু :P

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

দ্রুতগামী উল্কা বলেছেন: অগ্নি।


দুর্দান্ত। সঙ্গে পেলাস।


;) ;)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

জ্বীন কফিল বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ :D

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

দুরন্ত সাহসী বলেছেন: aschilam khate ghum chokhe niye। mobile hate niye blog ekta bisoy dekhte open kori।eri modde samprotike comente ei lekha dekhi।emon kore thik kobe hesechi mone nei।ghum chokher emon obostha ekhon hoyeche mone hhoy agami ek maser modde ghum asar somvabona nei।

jaihok ekta kothin bastobotaa tule dorechen।eto lkothin r jotil and ei desher jonno etotai dukhkho jonok ei adom surot kahini seta apni eivabe na likhle amader golod koron kothin hoye jeto।

jai hok 85 vag mogoj bihin manuser sonkha ekhon onek kome esevhe।insallah eta ekdin sunner koutay asbe।sedin like dite hobena amader।

onek valo laglo lekhata shuvo rat

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

জ্বীন কফিল বলেছেন: অনেক ধন্যবাদ দুরন্ত সাহসী। দেশ রাস্ট্র সমাজের জন্য আপনি সাহসী ভুমিকা রাখবেন প্রত্যাশা করি। আনন্দময় একটু সময় দিতে পারায় ভাল লাগছে। শুভ রাত্রি :)

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

অচিন.... বলেছেন: ৬নাম্বার প্লাস টা আমার :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

জ্বীন কফিল বলেছেন: থেংকিউ থেংকিউ অচিন।আমি জ্বীন হইলেও পিলাস পছন্দ করি ;)

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত এবং জটিল একটি পোষ্ট

চরম পোস্টে +++++++++++++++++++++++++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জ্বীন কফিল বলেছেন: শুকরিয়া জনাব B-) :) :)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

বাঘ মামা বলেছেন: হুম সত্য বলেছেন।

এই জায়গায় এখন মুল প্রতিবন্ধকতা আমাদের


শুভ কামনা সব সময়

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ। দুঃখজনক হচ্ছে একজন প্রধানমন্ত্রির এমন হিংসুক আচরন কিভাবে করেন?

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

আমি কবি নই বলেছেন: ভাই, কাপিয়ে দিয়েছেন। অনেকদিন এত মজার লিখা পড়িনি। +++

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

জ্বীন কফিল বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: +++++++++++
অনেক মজা পাইলাম পড়ে..... :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

জ্বীন কফিল বলেছেন: মাশাল্লাহ খোশআমদেদ মোহতারমা ... !:#P (সাইয়্যা নিক নাতো #:-S )

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

কালীদাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
মিয়া, ডিবি দেখলে কই যায়া পড়বেন জানেন? ডরান না? ;)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

জ্বীন কফিল বলেছেন: আরে রাখেন সাহেব, এই জ্বীন জাতি ডিবিফিবিরে ডরায় না X( (মিছা কতা কইলাম :P )

১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ডিবিতেও কলাম েজ্বেনেরা চাকরি করে !

১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

লাবনী আক্তার বলেছেন:


১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

গ্যাম্বলার বলেছেন: চরম হইছে!

জ্বীন জাতি মানব সন্তানের জন্য এমন বিনোদন দিবে ভাবিনি।

+++

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

জ্বীন কফিল বলেছেন: ঘুড্ডির পাইলট,লাবনী আক্তার ও গ্যাম্বলার ভাই আমি রিপ্লাই দিতে পারলাম না। ঐ ঘটনার পর ইচ্ছা করছে না। ক্ষমা করবেন দয়া করে।

১৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

এক মুসাফির বলেছেন: ইসলামি জ্ঞান সম্পন্ন ও ভালো মুসলিমদের কাছে ইসলাম ধর্ম সংক্রান্ত কিছু তথ্য জানতে চাচ্ছি।

Apnar ai postar aloka kico bolar celo.
Apnar Qus gola jotartoi sotto.
Ai Ansure gola patea holea Apnaka Islam er govira probesh korta hobea.
jodi sottekar janar agroho takha taholea apnak sai poth e namta hobea,
r jodi kico Qus korea nejaka onek ghanee vaven ta holea apni jibonea ai rohosso odhgaton korta parben na.
Allah apnaka soten poth er sondhan dan korok.

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

ফিহা দ্য লিজেন্ড বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.