নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালি সোনালি চিল-শিশির শিকার করে নিয়ে গেছে তারে-

জ্বীন কফিল

পুরানো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাঁড়ার ; পৃথিবীর পথে গিয়ে কাজ নাই ,- কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ে আর ! রোধ – অবরোধ – ক্লেশ – কোলাহল শুনিবার নাহিকো সময়,- জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে ,- কোথায় নতুন ক’রে বেবিলন ভেঙে গুঁড়ো হয় ! আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের রং দামামা থামায়ে ফেল,- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং !

জ্বীন কফিল › বিস্তারিত পোস্টঃ

আজরাঈল আ: এর একদিন

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩









স্থানঃ সিদরাতুল মুনতাহার নিকটবর্তী স্থান



সময়ঃ



আরশে আজিম স্ট্যান্ডার্ড- টাইমঃ- ৩২২০০ ঘটিকা,

বাংলা টাইমঃ ২৯ এপ্রিল,রোজ মঙ্গলবার

বৈকাল পৌনে ৫ ঘটিকা



দৃশ্যঃ ১-

স্বর্গীয় আইপ্যাডের চোখ রাখিবা মাত্র আজরাঈল আঃ এর গলা শুকাইয়া কাঠ ! পেটে ভিতর সুরসুরি দিয়া শত শত প্রজাপতিরা যেন পাখা মেলিয়া উড়াল দিয়াছে...কপাল বাহিয়া চিকন ঘাম ছুটিলো... কম্পিত কন্ঠে পাশে দন্ডায়মান ফেরেশতাকে বলিলেন জলদি এক বালতি পানি আন !



ঢকঢক করিয়া একচুমুকে জল পানান্তে বালতি নামাইয়া রাখিতে রাখিতে চাপিয়া রাখা নিঃশ্বাস ছাড়িয়া আজরায়েল আঃ বিড়বিড় করিয়া কহিলেন...."মাইরালা আম্রে মাইরা লা...!!"



ভীম দর্শনধারী প্রধান এসিসটেন্ট আজরাঈল আঃ কানের নিকট মুখ নামাইয়া মৃদু কন্ঠে জিজ্ঞাসীলেন হুয়াটস আপ বস !??

আজরাইল আঃ ইঙ্গিতে আইপ্যাডের দিলে ইশারা কইরিয়া আবারো বিড়বিড় করিয়া কহিয়া উঠিলে



“মাইরাল আম্রে মাইরা লা”...!!!



আইপ্যাডে মেজেজ আসিয়াছেঃ

ডিয়ার আজরাইল, ...

যাও নাঃগঞ্জের নাচ্ছুর বডি হইতে রুহু খুলিয়া নিয়া আইসো, অর টাইম শেষ।

হুকুমান্তে,

আল্লাহ রাব্বুল আলামিন।





দেহ হইতে রুহু গুমের কর্মে টপ প্রফেশনাল আজরাঈল আঃ শেষ পর্যন্ত দ্বিধাদন্দ কাটাইয়া উঠিয়া অভিযানের যোগার যন্ত্র করিতে লাগিলেন।



দৃশ্যঃ ২-

দুন হসপাতাল, দেরাদুন ভারতঃ

হাসপাতালের ইমার্জেন্সীতে শায়িত নাকে-মুখে অক্সিজেন নলিকা লাগানো অজ্ঞান নাচ্ছুর শিয়রে বসিয়া ঘর্মাক্ত কলেবরে চোখের নীচে কালসিটাসমেত গায়ে খামচির লাল লাল দাগ নিয়া হাঁপাইতেছেন আজরাইল আঃ।



অনেক কস্টে নাচ্ছুকে তাহার পানীয়র আসর হইতে পাকড়াও করিয়া হাসপাতাল তক আনিতে মাললাকুল মউতের কাল ঘাম ছুটিয়া গিয়াছে! রুহু কবচের জন্য চুরান্ত প্রচেস্টায় ঝাপাইয়া পড়ার আগে একচান্সেই ফতেহ করিবার বেপারে নিশ্চিত হইতে হবে নতুবা তাহার ক্যারিয়ার ধ্বংশ অবধারিত।



সুদীর্ঘ পেশাগত জীবনে প্রাগৈতিহাসিক ডাইনোসরদিগো হইতে শুরু করিয়া লোমশো ম্যামথ হাতি, নম্রুদ হইতে বেবিলনের নেবুচাদনেজার, কুখ্যাত অ্যাটিলা হইতে জপানী সেনাপতি ইয়ামামাতো সমেত সকলের জান কবচের অভিজ্ঞতায় সমৃদ্ধ ফেরেশতাটিকে এইরুপ দুরহ চ্যালেঞ্জের সম্মুখিন কমই হইতে হইয়াছে।



আজরাঈল আঃ ভাবিয়া পাইলেন না এইরুপ বিপদে শেষবার কবে পড়িয়াছিলেন !





শেষ পর্যন্ত অমানবিক প্রচেস্টায় আজারাঈল আঃ জুজিৎসুর প্যাঁচে নাচ্ছুর রুহুটিকে আটাকাইয়া কহিলেন বাহির হইয়া আয় ব্যাটা নচ্ছর !



রুহু লা জওয়াব !!



আবার রুহুর দাড়ি চাপিয়া টানিয়া ধরিয়া কহিলেন বাইর হ! ... কইলাম বাইর হ !!

নাচ্ছুর নাছোড়বান্দা রুহু এইবারো লা পরওয়া !!!



বিকট চেহারা ধরিয়া ভয় দেখাইয়া, ধমকাইয়া, কাতুকুতু দিয়াও কোন ক্রমেই নাচ্ছুর রুহুটি কবচ হইলো না ...





শেষ পর্যন্ত আজরাঈল আঃ কাঁদিয়া কহিলেন ওরে নাচ্ছু তুই বডি ছাইরা বাইরস না ক্যারে ভাই ???!!!



বিশুদ্ধ শান্তিনিকেতনী ভাষায় নাচ্ছু উত্তর দিলেন ...



"আজ’দা..., তোঁমার সঁহায় সম্পত্তি যা কিছু আছে সব আমার রুহুর নামে দলিল করে লিখে দাও।আমিতো আজ হইতে তোমার কাছেই থাকিবো।অতএব যাহা তোমার তাহাই আমার... তাই না?



ক্যারিয়ারের ও মান সম্মানের কথা বিবেচনা করিয়া বিমর্ষ মনে ভগ্ন হৃদয়ে আজরাইল আঃ কবুল মানিলেন ...



নাচ্ছুর রুহু দেহ হইতে মুক্তি পাইয়া দাঁত কেলাইয়া বাহির হইয়া আসিয়া আজরাইল আঃ ঘাড়ে চাপিয়া বসিলো।



দীর্ঘশ্বাস ছাড়িয়া নাঃগঞ্জের নিঃশেষিত হাজারো জীবাত্মার ন্যায় ঐ একই ভবিতব্য মানিয়া লইয়া চোউখ মুছিতে মুছিতে আজরাইল আঃ নাচ্ছুকে ঘাড়ে করিয়া উর্ধাকাশে উড়াল দিলো ....

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮

দয়ালু বলেছেন: দারুণ লিখেছেন

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ দয়ালু :)

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লিখেছেন।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

জ্বীন কফিল বলেছেন: শুকরিয়া জোনাব

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিয়া মস্করা কর!!!!

আজরাইল আ: এর ঘাম ছুটাও।

আইতাছে- তোমার নামও মনিটরে ভাসল বইলা ;) তারপর বাংলা ছবির ডায়ালগ
পালাবি কুতায়? হা হা হা হা

কফিলা রুহুতে ক্যাক কইরা ধইরা, এক ঢিলায় জায়গা মত পাঠাইয়া দিবানি!!!

আর কি কমু?

নামঃ জ্বীন কফিল জন্মঃ খৃস্টপুর্ব ২০১২ স্থায়ী ঠিকানাঃ ব্যাবিলন বর্তমান ঠিকানাঃ সামহোয়ারইনব্লগ অভিজ্ঞতাঃ বাদশাহ সোলায়মান (আঃ) এর রাজমিস্ত্রি।--- আয় হায় কি কলি কাল আইল....

তুমার উস্তাদের চিননা ছালাম কালাম দেওনা! তুমিও কি ডিজিটাল হই গেলা;)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

জ্বীন কফিল বলেছেন: সাবধান বিদ্রোহী ভৃগু ভগমান তুমাকে বিদ্রোহের দায়ে খুঁজতেছে। ধরা খাইলে কিন্তুক জালালী ক্রসফায়ার ...

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

মুদ্‌দাকির বলেছেন: মানুষ কতটা খারাপ হইলে তার মৃত্যু নিয়া হাস্যরসাত্ত্বক লেখা লেখা সম্ভব !! পোষ্ট টা আমি বিকালেও দেখেছিলাম , ভেবে ছিলাম শুধুই ফান !!!!!!!!!!!!!!

সুন্দর +++++++++++++++

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

বোধহীন স্বপ্ন বলেছেন: ইন্টারেস্টিং...

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

শাহ আজিজ বলেছেন: রুহ কে বাহির করিতে নাকামিয়াব হইয়া আজরাইল নচ্ছরের অণ্ডকোষ চাপিয়া ধরিল , নচ্ছর চিল্লাইয়া কহিল এইটা নাজায়েজ কারবার । আজরাইল কহিল এই ডিজিটাল কায়দা ছাড়া তুই বাহির হইবি না, আমি সনদ অনুযায়ী কাজ করি , বাহির হ নালায়েক , অদিকে ত্বকই তোর খবর পাইয়া ডিস্কো নাচিতেছে , ল যাই । বেদনায় রুহ বাহির হইয়া আসিল , আজরাইল কহিল মারহাবা কিন্তু জাহান্নামের গেটে ৭ জন এবং আর অনেকের ধোলাই ঠেকাইবার কোন এক্তিয়ার আমার নাই ।

৭| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৮

হাসান বিন নজরুল বলেছেন: পৃথিবীতে তুমি যাই হও তবু মৃত্যু অবধারিত...তাই সময় থাকতে সাবধান

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

জ্বীন কফিল বলেছেন: /:) সেটাই

৮| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:৪৫

nurul amin বলেছেন: মৃত্যু নিয়া রসিকতা

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

জ্বীন কফিল বলেছেন: হ

৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০৩

ছবিঘর বলেছেন: হোহোহো , ব্যাপক মজা পাইছি :) :)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

জ্বীন কফিল বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.