![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
"চেহারা আর টাকা-পয়সা দুইটাই অনেক বেশি ম্যাটার করে ... যত নীতিবাক্য শুনানো হোক, লাভ নাই ... এটাই তিতা সত্যি !!
শুধুমাত্র চেহারার জন্য, শুধুমাত্র টাকা-পয়সার জন্য আমি মানুষের ভালোবাসা তৈরি হতে এবং ধ্বংস হতে দেখেছি ...আপনি বলতে পারেন, সেটা প্রকৃত ভালোবাসা না ... আপনি বলতে পারেন, চেহারা দেখে যারা ভালোবাসে, তারা খারাপ মানুষ ... আমি বলবো, আমাদের চারপাশে এরকম মানুষই বেশি !
"চেহারা কোন ব্যাপারই না" কিংবা "টাকা-পয়সা দিয়ে কি হয়? সুখই আসল" - এই কথাগুলা বিশাল রকমের মিথ্যা কথা !!
চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না - এটা সত্যি ... মনের সৌন্দর্য্য অনেক বেশি গুরুত্বপূর্ণ - সেটাও সত্যি ... কিন্তু দিন শেষে, চেহারা ম্যাটার করে ... মনের বিচার, গুণের বিচার করলেও মানুষ চেহারাটা দেখে ... এটাই বাস্তব !!
দিনশেষে সুখ দিয়ে পেটের ক্ষুধা মেটে না ... টাকা-পয়সা লাগে ... আপনি উদাহরণ দেখাতে পারেন যে, কিছু সংখ্যক ধনী লোক টাকা থাকলেও সুখে নাই ... আমিও উদাহরণ দেখাতে পারবো যে লক্ষ লক্ষ গরীব লোক টাকা নাই, খাবার নাই দেখে সুখে নাই ... টাকা আপনাকে ১০০% সুখের গ্যারান্টি দেয় না, কিন্তু সুখের জন্য টাকা দরকার হয় !!
আপনি চাইলে আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন না, কিন্তু শ্রম দিয়ে টাকা-পয়সা উপার্জন করতে পারবেন ... গো ফর ইট ... যে মানুষটা আপনাকে এখন ভরসা দিচ্ছে যে,
"আরেহ তোমার অত টাকা-পয়সা লাগবে না, আমার প্রতি ভালোবাসা থাকলেই চলবে"
বিশ্বাস করেন, এই ভরসায় আপনি গরিবানা অবস্থায় বসে থাকলে বিয়ের আগ মূহুর্তে ঐ মানুষটার পরিবারই আপনার আর্থিক অবস্থার জন্য আপনাকে রিজেক্ট করবে ... এটাই হয়, হয়ে আসছে !!
Beauty matters, Money Matters ... If you don't want to believe this true fact, Don't worry ... Reality will make you believe this at least once in your life !!"
©somewhere in net ltd.