![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
যতদিন রবে এই বৃক্ষ তরুলতা
এই ধরনীতে বহমান,
ততদিন এই মন চাইবে তোমায়
এই আমার পণ।
কেনো কর অবহেলা,কেন এতো অভিমান!
দুঃখ কি দিয়েছি আমি তোমায় পাহাড় সমান।
তোমায় রেখেছি আমার হৃদ মাজারে...
তোমার ভাগ আমি দিব না কাহারে...
যতই আসুক জড়ো হাওয়া,
ঘূর্ণিঝড় সাইক্লোন
তোমার তরে বিলিন হয়ে
বেধে রাখবে এই মন।
কবু যেওনা তুমি ভেঙ্গ না
এই নিষ্পাপ মন ,
তোমায় হারানোর ব্যথা নিয়ে
চলবে কিভাবে এই জীবন।
©somewhere in net ltd.