![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে ভাল কিছু করায় আমার উদ্দ্যেশ। মানুষকে উপকার করতে ভাল লাগে, উপকার করাার মধ্যে আনন্দ পাওয়া যায়। এমন উপকার করব না যা নিজের বা অন্যের ক্ষতি হয়
তোমার চোখদুটো যদি আকাশের চাদ হত
আমি আধার হতাম,এত সুন্দর চাঁদ
পেলে কেউ কি আধার ছেড়ে দিনের
আলো চাইতে পারে?তুমিই বল?
তুমি আদর করে বল্লে,,অগো,,,,,
,তুমি যদি সুয্য হতে ,আমি চাঁদ
হতাম,খোলা ভুবন হত আমাদের
বাসস্থান,,আর
বলতে লজ্জা লাগে,,,,,,না বলবই,,,ইয়ে মানে আকাশের
সব তারাগুলো হত আমাদের
ছেলেমেয়ে, তুমি,আমি বাবা মা আর
তারাদের নিয়ে আমাদের
পরিবার,কেমন সুখের হত আমাদের
পরিবার ,বলনা?বলনা তুমি কি আমার
জন্য সূর্য হবে???
আমি পারবনা,কখনোনা,না না না,,,,আমি যদি সূর্য হই
তুমি হবে চাঁদ,আমি তা কখনো চাইনা,,
তুমি অবাক হচ্ছ কেন?
বল্লামতো পারবনা,,
তুমি যখন রাতের
আঁধারে আমাকে খুজবে,আমি তখনো অস্ত,আমি যখন
পাগল হয়ে তোুমাকে এক পলক দেখার
জন্য হামাগুরি দিয়ে উদয় হব পূর্ব আকাশে,
তুমি ঠিক তখনিই অস্ত
যাবে,আমি কি থাকতে পারব বল,
তুমাকে না দেখে?আমার দরকার নাই
হাজার বছর বাচার,,আমি আঁধার হয়েই
তোমার মিটিমিটি চোখের
আলো দেখে থাকতে চাই,,
তুমি বল্লে,পাগল একটা ,,,,,, ,
তোমার
বা হাতে মেহেদি পরেছ,হাতের ঠিক
উল্টো পিঠে,আমি বল্লাম পাসন্ড
মেয়ে,
মেহেদি পাতার উপরে সবুজ কিন্তু
ভিতরে লাল,রক্তাক্ত,তার ভালবাসার
মানুষের জন্য,তুমি এত কঠুর কেন?তোমার
সামনে আসলে আমি নিঝুম রাতের মত
নিশ্চুপ হয়ে যাই কেন?
ছি!তুমি আমাকে পাসন্ড
বলতে পারলে?আখের বাহিরটা যত শক্ত
ভিতরটা তত নরম,রসালো,আমার
বাহিরটাই তুমি দেখলে?
ভিতরে তোমার জন্য কত
ভালবাসা তা বুঝলেনা একবারও?
হাতের উল্টো পিঠে রক্তাক্ত
মেহেদী রংয়ে সাজিয়েছি, হাতের
ভিতরের পাশে তাই
মেহেদি পরিনি,ভিতরটাযে আখের
মতই তোমার জন্য রসালো,যাও তোমার
সাথে আর কথাই বলবনা,,,,,,
আমি জানি আমার
সাথে কথা না বলে তুমি থাকতে পারবেনা,,,
দুস্টটা,,,,,,তুমি বড়
পেকে গেছো আজকাল,
তাই বুঝি?
এই শুন,,,,তুমি কি আমার আকাশের মেঘ
হবে?
আমি বৃষ্টি হব,তুমার জন্য...
না পারবনা,,
এ কথা তুমি বলতে পারলে?
তুমি জাননা তুমি যখন
বৃষ্টি হয়ে ঝরে পরবে আমি তা সহ্য
করতে পারবনা,আমি বিজলী হয়ে আকাশের
বুকে তোমায়
ছাড়া জলতে পারবনা,পারবনা বিরহ
বেথায় চমকাতে,,,,
তাইত! ভেবে দেখিনি আগে! আমিও
বৃস্টি হতে পারবনা,,আমিও
যে তোমাকে ছেরে ঝরে পরতে পারবনা,,আমিও
যে তোমায় ভীষন ভালবাসি, ,
আমিও,,,
তবে চল পাখি হয়ে উরে যাই ঐ নীল
আকাশে,,,,,
তবে তাই চল,,,বহুদুরে
©somewhere in net ltd.