নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহ বিভাগ অবশেষে গঠিত হচ্ছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

অবশেষে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, এবং জামালপুর কে নিয়ে ময়মনসিংহ বিভাগ হতে যাচ্ছে, প্রথম প্রস্তাবনায় ছয় জেলা কে নিয়ে ময়মনসিংহ বিভাগ হওয়ার কথা ছিলো, কিন্তু টাঙ্গাইল, ও কিশোরগঞ্জএর আপত্তি থাকায় তা আর হয়ে উঠে নি,

টাঙ্গাইল চেয়েছিল বিভাগ, এখন টাঙ্গাইলএর আফসোস বিভাগও পাইল না ,ময়মনসিংহএর সাথে থাকতেও পারলো না,
আর কিশোরগঞ্জ ৫৫-৬০ কিলো মিটার এর চেয়ে ১১০-১২০ কিলো মিটার তাদের জন্য কাছে হয়, তবে কিশোরগঞ্জ এরে অধিকাংশ মানুষ ময়মনসিংহ বিভাগএর সাথে যাওয়ার পহ্মে ছিল, কিন্তু কিশোরগঞ্জএর কিছু রাজনৈতিক নেতাদের আর কিছু আবুল মার্কা মানুষের জন্য তা আর হল না,

উল্লেখ্য নেত্রকোনা, শেরপুর,জামালপুর,টাঙ্গাইল, ও কিশোরগঞ্জ এক সময় ময়মনসিংহএর এও আওতায় ছিল ,তৎকালীন এই গুলুর প্রশাসনিক কাজের জন্য মহকুমা হিসাবে গঠিত করা হয়, এর মধ্যে ১৯৬৯ সালে টাঙ্গাইল, এবং ১৯৭৮ সালে জামালপুর মহকুমা থেকে জেলা হিসাবে গঠিত হয়, আর নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলা হিসাবে গঠিত হয়,

সেই হিসাবে এই ছয় জেলাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ হওয়ার কথা , যেভাবে সিলেট বিভাগ হয়েছিলো ।

From- Mohammad hasib

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সৌম্য রাউত বলেছেন: কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে আইলোনা কোন আক্কেলে??? আর যেমনে কয় যে তারা ঢাকাতেই আছে, শুনলে মনে হয় তারা আইজকা ঢাকা হয়া গেছে । ঃ)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

মুহাম্মদ হাসিব বলেছেন: বেশি বুজে ওনারা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.