নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

আমাদের জয় হবেই,

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭




"যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে
হবে হবে দেখা দেখা হবে বিজয়ে"

আমরা গত বছর স্টার কাবারে ৩৬৫ জন বাচ্চাকে ভরপেট মাংস পোলাও খাইয়েছিলাম। যে বাচ্চারা স্টার কাবাবের সামনে দাঁড়িয়ে এক টুকরো হাড্ডি ভিক্ষা চাইতো, তারা গিয়ে বসেছিলো শীতাতাপ নিয়ন্ত্রিত টেবিলে। বেয়ারারা এসে বিনয়ের সাথে বলেছে, স্যার কি খাবেন?
তারপর তাদের পছন্দ মতো খাবার, পানীয় দেয়া হয়েছে।
খাবারের ফাঁকে ফাঁকে ছিলো সিসিমপুরের কার্টুন প্রদর্শনী।

এইসব ছবি কোনো দিন ফেসবুক কিংবা পত্রিকায় ছাপিয়ে আমরা মানবতাবাদী সাজতে চাইনি। আজ বাধ্য হয়ে ছবিগুলো এক বছর পর ফেসবুকে প্রকাশ করলাম।

এই আয়োজনের দুই নিবেদিতপ্রাণ এবং মূল কর্মী , যারা সারাজীবন বাচ্চাদের নিয়ে কাজ করেছে আরিফ আরিয়ান আর জাকিয়া সহ আরো কয়েকজনকে পুলিশী রিমান্ডে। তারা নাকি শিশু পাঁচারকারী। এই দুঃখ আমি/আমরা কোথায় রাখবো?

তাদের দোষ কি......?

তারা রাস্তায় ঘুরে বেড়ানো পরিচয়হীন শিশুদের সেল্টার দিত, শিক্ষা (অবশ্যই ভ্যাট ছাড়া), চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র দিত। এটাই তাদের দোষ!!!!!!

পুলিশ প্রসাশনে কিংবা মিডিয়ায় কেউ কি নেই আমাদের কথা শোনার?

ইজ দেয়ার এনিবডি?

পোস্ট টি দিতে সাহায্য করেছেন আমার বন্ধু Mahmudul Hasan

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

কাবিল বলেছেন: দুঃখ জনক ঘটনা। ধিক্কার জানায়।
আশা করি সত্য উদ্ঘাটন হবেই হবে।

"যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে
হবে হবে দেখা দেখা হবে বিজয়ে"

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: প্রশাসনের সুবুদ্ধির উদয় হোক। মুক্তি পাক তারা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

আহলান বলেছেন: এই জন্যই তো মানুষ বলে উপকারী গাছের ছাল থাকে না ..... !!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

মামু১৩ বলেছেন: প্রশাসন এ সব কি করছে?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: সব শেষে ভালো কিছুর প্রত্যাশায়...

অন্যায় বিচার যাতে কেউ না পায়।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

মোবাশ্বের হোসেন বলেছেন: প্রসাশন কে সঠিক তথ্য দেওয়াটা আমাদের কর্তব্য যারা সেটি সম্পর্কে ভালো জানেন , নিশ্চয় প্রসাশন ভালো কিছু বিবেচনা করবে, তবে কথায় কোথায় রিমান্ড চাওয়া আর তা মঞ্জুর করার বেপারে পুলিশ ও বিচার বিভাগকে আরো সুবিবেচনার দাবি রাখছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.