নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ
গুলশান এর ঘটনা হওয়ার পর, আমাদের দেশের কিছু নেতাদের কথা বার্তা আবার শুরু হয়ে গেলো, কারা করলো না করলো পূর্বের মতো একজন আরেকজন কে দোষ দেওয়া শুরু হয়ে গেছে,
সমাধান কি হতে পারে , এরকম আলোচনা নাই, এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত যে হবে তা ১ই জুলাই শুক্রবার সকালেই কিছুটা আঁচ করা গিয়েছিলো (২ জুলাই কালের কণ্ঠ পত্রিকা), কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা গুলো কি করলো এটাই এখন প্রশ্নের বিষয় ,
এখন যেটা হয়ে গেছে, এই রকম ঘটনা যেন আর সামনে না হয়, আমাদের দেশের সরকার ও প্রশাসনের আগে থেকেই সতর্ক থাকা উচিৎ,
গুলশানের এই ভয়াবহ নির্মম ঘটনার জন্য , দেশের বাণিজ্যিক দিক দিয়েও এর প্রভাব পড়তে পারে, কারণ বিদেশীরা এদেশে বিনিয়োগ করার জন্য আসতেই ভয় পাবে ও আত্ঙকের মধ্যে থাকবে, এটাও ভেবে দেখে উচিৎ,
©somewhere in net ltd.