![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে সভ্যতা আমরাও চায়। তবে কারও
অনুকরণে না।কারও পোশাক পরিেচ্ছদ
অনুকরণ করে সভ্যতা আসে না।
আমরা না স্বদেশপ্রিয়, দেশকে অনেক
ভালবাসি।
কই কোথায় হারায় ওই ভালবাসা যখন
অন্যদেশী রুচি আমরা অনুকরণ করি।
টিভি-চ্যানেল,পোশাক
পরিেচ্ছদ,কথাবার্তা,ভাবভঙ্গি
সবকিছুইতো আমরা অনুকরণ করতে পারি।
তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি
কোথায় গেল। নাকি তা সংস্করণ হয়ে
গেছে।
আমরা আর কত শুনবো দড়ি বেঁধে
ফাঁসির খবরটা।
সামান্য দু-তিনটা টিভি চ্যানেল বন্ধ
করতে আমাদের কর্তৃপক্ষ এত দ্বিধাবোধ
করে,তাহলে পাঠ্যবইয়ের এত গুলো
স্বদেশপ্রিয় পদ্য পড়ার কোন প্রয়োজন
ছিল না।প্রয়োজন ছিল না একসাগর
রক্তের বিনিময়টাও।
©somewhere in net ltd.