![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ক" নামক দেশে "ব" নামক ব্যক্তির আগমন
হবে।
সবে তরুণরা জানে। তড়িঘড়ি পয়সা
জোগাড় করছে। এরা সবাই "ব" নামক
ব্যক্তিকে একবার হলেও দেখতে
চাইবে।
আর অন্যদিকে কিছু লোক "ব" নামক
ব্যক্তির আগমনে তীব্র প্রতিবাদ করছে।
কেউ হয়ত অনলাইনে,
কেউ হয়ত অফলাইনে,
আবার কেউ কেউ বেলাইনে।
তবে অফলাইন অনলাইন ঠিক থাকলেও
বেলাইনে যারা কাজ করছে তারা
হচ্ছে বাহ্যিকভাবে অসমর্থনকারী,
কিন্তু ভিতরগত সমর্থনকারী।
তারা লোকসমাজে "ব" নামক ব্যক্তির
বিরোধিতা করলেও ভিতরগত "ব" নামক
ব্যক্তিকে খুব দেখার ইচ্ছা পোষণ করে।
মাঝেমধ্য দেখা যায় লোকসমাজে
তারা নিদারুণ ভদ্র।
এর একমাত্র কারণ "ব" নামক ব্যক্তির
প্রতিষ্ঠিত হওয়ার সাধনা খুবই
বর্ণনাতীত। যাহা লোকসমাজে খুলে
বলা যায় নাহ।
ঐ দিন এক লোক বলে উঠল দাড়িটুপি
লোকেরা নাকি বাংলাদেশে পর্যটক
আসতে দেয়নাহ।
তো আমি বললাম, "পর্যটকরা আমাদের
অতিথি। কিন্তু তারা যদি অতিথি
পাখির মত জীবাণু বহন করে এসে
আমাদের সুস্থ পাখি গুলোকে ধ্বংশ
করে দেয় তখন আপনি কী করবেন।
অনেকক্ষণ অপেক্ষা করেও উনার কাছে
কোন উত্তর পেলাম নাহ।
"ব" নামক ব্যক্তি "ক" দেশে আসবে।
আমরা আমজনতা এর তীব্র বিরোধীতা
করছি। কিন্তু আমরা শুধু শুধু "ব" নামক
ব্যক্তিকে ধিক্কার জানাচ্ছি।আচ্ছা
এইটুকু ভেবেছি যে কারা "ব" নামক
ব্যক্তি আসার পিছনে পৃষ্ঠপোষকতায়
বেহুশ। হাজার হাজার টিকিট বিক্রির
প্রত্যাশায় কারা আবেগে আপ্লুত। কই
তাদের তো আমরা ধিক্কার জানাচ্ছি
নাহ।
বরং "ব" নামক ব্যক্তির আসল নাম পরিচয়
আরও ফুটিয়ে তুলছি।
ক্ষমতা জোরে "ব" নামক ব্যক্তির আগমন
হলেও টিকিট আরও বেশি বিক্রি
হবে,কারণ আমরা যে হারে "ব" নামক
ব্যক্তিকে সমালোচনায় ফেলে
রেখেছি।
©somewhere in net ltd.