নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হাতেম তায়ী\" নামটা খুব চেনা চেনা লাগলে ও মোটে ও আমি পুনঃজন্মের কোন হাতেম তাঈ নই।

হাতেম তায়ী

হাতেম তায়ী › বিস্তারিত পোস্টঃ

আলোচিত হত্যাকান্ড

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

সাম্প্রতিক দেশের আলোচিত
হত্যাকান্ড দীপন।
আর হত্যাকান্ডের প্রতিবাদ সরূপ সামনে
১২-১৩ জন পুলিশ,১০-১৫ জন সাংবাদিক
আর কফিন মিছিলে ১০-১২ জন।
রাস্তার দু পাশে মানুষ হা করে
তাকিয়ে তাকিয়ে দেখে ওরা
গণজাগরণ কমিটি।
তবুও কারও কাছে নতুন কিছু না এসব
মিছিল,মিটিং।
আর অন্যদিকে মিডিয়ার তড়িগড়ি।
কিন্তু এদিকে আরেকজন গুণী ব্যক্তির
সহোদর,
রীতিমত হাস্যকর।
.
সিলেট থেকে উনি বড় বড় কলাম
লেখেন।
নাম সাদাসিধে।
উনি অর্থাৎ জাফর ইকবাল সাহেব তার
সাদাসিধে কথায় শোকবাণীও প্রকাশ
করেন। তার এই শোকবাণীতে আবেগে
আপ্লুত হয় মুক্তমনা বিশ্লেষণ ধর্মীরা।
পাশাপাশি বামমোড়ক নেতারাও।
বেশ সেলেব্রটি জাফর ইকবাল সাহেব
নাকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও
হানিফ সাহেবের বক্তৃতায় শোকাহত।
পাশাপাশি যুগান্তর নামক পত্রিকায়
উনার যে কলাম স্থান পেয়েছে ওই
কলামের শেষে উনি সৃষ্টিকর্তার
কাছে দীপনের জন্য দোয়ার বাণীও
দিয়েছেন।
হাস্যকর ব্যাপার কেন জানেন।
দীপন নাস্তিকতার প্রেষণায় উজ্জল
ছিল,আর হত্যাকান্ডের মূল কারণ ওই
প্রেষণা থেকে।যার পরিব্যাপ্তি
জাফর স্যার এর কলাম থেকে বুঝা যায়।
তাহলে আমার প্রশ্ন দীপন নাস্তিকের
তো কোন সৃষ্টিকর্তাই নেই।
জাফর ইকবাল সাহেব আপনি কোন
সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন?
নাকি মার্কিন সৃষ্টিকর্তা আপনাকে
দোয়া করে দিবেন।
একসময় এই বর্তমান সরকারের খুব ভক্ত
ছিলেন আপনি।
তাদের প্রশংসায় আপনি নিজেও
প্রশংসিত ছিলেন।
কিন্তু সেই তাদের বিরুদ্ধে আপনার আজ
শক্ত অবস্থান কেন?
আপনি নিজেও চুপচাপ নাস্তিক।আর
নাস্তিকতার পরিচয়ে আপনি নিজেও
গত দুইটি হত্যাকান্ডের জন্য দায়ী।
কারণ আপনার জন্যই একজন ভালবাসার
স্টাটাস লেখার পরপরই সেই সিলেটে
প্রাণ হারিয়েছেন।
আর ইতিমধ্য দীপন জীবিত অবস্থায়
আপনার বেশ তোষামোদ কারী ছিল।
প্রকাশক ব্যানারে আপনি নিজেও তার
ছবি টানিয়েছেন আপনার অফিসে।
আপনার লেখ্য পরিচয় পাঠ্যপুস্তকে
পেয়ে আমার মত ছোট মানবের ক্রোধ
জাগে।
আর ক্রোধ জাগে আপনি হুমায়ন
আহমেদের কলংকিত ভাই।
.
হত্যাকান্ড গুলো ভাল করে খতিয়ে
দেখবেন আপনার ভালবাসার জন্য ত্যাগ
স্বীকার।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.