নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হাতেম তায়ী\" নামটা খুব চেনা চেনা লাগলে ও মোটে ও আমি পুনঃজন্মের কোন হাতেম তাঈ নই।

হাতেম তায়ী

হাতেম তায়ী › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্স আর আমরা

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

মাত্র কয়েকদিন হলো ফ্রান্স
ট্রাজেডি। খুব শক্ত জবাব আইএসের।
মাত্র ৪ জন মানুষ মারা গেল। বাকীরা
দৌড়ে পালিয়েছে।
বাটাক্লান থিয়েটারের জনতা
আনন্দে উল্লাসে রাত কাটিয়ে
দেবার চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত।
ওঁলাদ খেলা নিয়ে ব্যস্ত।শহুরের মানুষ
গুলো নিজেকে নিয়ে ব্যস্ত।
আইএসের দাবি ১০ মিনিটে নাইটক্লাব
ছাড়তে হবে।ফ্রান্স প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওঁলাদ ফ্রান্স থেকে
আইএসকে হুমকি দিল আইএস দমনে তারা
কাজ করে যাবে।
১০ মিনিট না, ১০ দিনেও তারা
তাদের দাবি আদায় করে শুধু নাইটক্লাব
না কোন উল্লাসই ছেড়ে যাবে নাহ।
কিন্তু কি হল।
গভীর রাতের অপেক্ষা করতে হয়নি।১০
প্লাটুন বর্ডার গার্ড আর ১০ টা র্যাবের
হেলিকপ্টার এর প্রয়োজন হয়নি
আইএসের।মাত্র ৮ জন ইজ এনাফ ফর দিজ
মিশন।
ধরুন সবাই হাসাহাসি করতেছে কেন
জানেন, শুক্র বারের ঘটনায়
ফ্রান্সবাসি তাদের দাবি ছেড়ে
পালিয়েছে।
নাউজুবিল্লাহ পড়তে পড়তে
পালিয়েছে।গুলির ভয়ে ভং করে
শুয়েছিল।রং মেখেছিল গায়ে।
কেউ কেউ কান ধরেছিল আইএসের ভয়ে।
রাস্তার চারাগাছগুলো নষ্ট করে
দিয়ে গেছে সব দর্শক।একটি শহুরের
প্রাণকেন্দ্রে ভাংচুর করে দৌড়ে
পালিয়েছে তারা।
এই মিশনে কেউ মারা যায়নি।
না- দু তিন জন মারা গেছে।
না রং মেখে অনেকজন ভং করে
শুয়েছিল।
তাও না বরং অস্ত্রধারীদের
ইটপাটকেল মেরে আহত করে দিয়েছে।
তাও না দামি মানুষদের রাতের ঘুমটা
ভাল করে কাটাতে দেয়নি ক্লাবের
দর্শকরা।
হুম তাও না ওরা সবাই ১০ মিনিটের
মিশনে মতিঝিলের মত ছোট স্থান
বাটাক্লান ক্লাব ছেড়ে
পালিয়েছে।
কেন কথাগুলি বলছি নিশ্চয় বুঝতে
পারছেন।
না বুঝারও কিছু নেই।
বুঝে দেখুন এখানে ছিল মাত্র আটজন।
পারমিশনবিহীন।
আর ওখানে ছিল দশ হাজারের অধিক
ডাইরেক্ট মিশন ফর সাফ।
এখানে ছিল মাত্র দেড়হাজার
লোকসমাগম। আর ওখানে ছিল ত্রিশ
হাজার ঘুমন্ত লোক।এখানে ছিল সবাই
জাগ্রত-উল্লাসিত।
আর ওখানে ছিল সবাই নিদ্রিত-
নামাজরত।
এখানে ছিল বোতলভর্তি মদ।
আর ওখানে ছিল কিছু শুকনো খাবার।
এখানে ছিল লালনীল বাতি।
আর ওখানে ছিল লোডশেডিং।
এবার বুঝে দেখুনতো মাত্র আটজন মানুষ
খেপলে পুরো ফ্রান্স কাঁপে।
আর গোটা দেশের পুলিশ-র্যাব,বর্ডার
গার্ড,বিএসএফ খেপলে দুইলাখ মানুষ
কেন রং মাখতে যাবে?
কেন মরে যাওয়ার ভান করবে।৭০ বছরের
বুড়ো ব্যক্তিটা কেন দিেশহারা হয়ে
কান ধরবে।মতিঝিলের রাস্তা কেন
ইটপাটকেল পড়ে থাকবে।
হ্যাঁ,তাতেও নিশ্চয় কাঙ্খিত মাত্রা
বুঝে আসছে না।
কিছু করার নেই।
শুধু ভাবুন একবার ১২৯ জন মৃত লাশের খবর
যদি দুইজনের হত।একমাস যাবত ফ্রান্সের
মিডিয়া-টেলিভিশন বন্ধ করে দেওয়া
হত।ফেইসবুক বন্ধ করে দেওয়া হত ঠিক
আপনার আর আমার মত সবাই বলত ফ্রান্স
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ আইএস
থেকে টাকা খেয়েছে।
ঘুষ খেয়েছে।
.
আজিব কথাগুলি আর বারাবার প্রয়োজন
নেই।
কারণ আমরা বাংলাদেশি, হাসতে
শিখেছি।
কানকথা কানপেতে শুনতে শিখেছি।
গণজাগরণ পেজে লাইক দিতে
শিখেছি।নাস্তিকদের তোষামোদ
করতে শিখেছি।
যদিও কখনও সিরিয়া,গাজা,মিশ
র,আফগান,ফিলিস্তিন, ইরান এর পতাকা
দেখেনি।
ইতিমধ্য দেখে নিয়েছি টেম্পরারি
প্রোফাইল পিক কোথাকার কোন
ইউরোপ সাম্রাজ্য।
.
দয়া করে মানবতার দোয়ায় দিবেন
নাহ।
মানবতা অনেক আগে পুঁতে ফেলা
হয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

বিপরীত বাক বলেছেন: ইদানিংকালে ঢাকার রাস্তায় বেওয়ারিশ কুত্তার সংখ্যা বেড়ে গেছে।। খুব সাবধানে পথ চলতে হয়।। কখন না কামড়ে দেয়।।। কোন কারণ ছাড়াই এইসব কুত্তা বিভিন্ন পথচারী কে ঘেউ ঘেউ করে ধমক দেয়।। অনেক পথচারী বিশেষ করে মেয়েরা থমকে দাড়ায় বা পাশের বাসা টাতে ঢুকে যায়।।

আর এই দেখে ওই বেওয়ারিশ কুত্তার জাত গুলো ভাবে, " মোরা কি হনু রে"।।

আর তা দেখে যদি কিছু দুপেয়ে জীব চিন্তা করে যে," কুত্তা গুলোর কি সাহস রে।। আর মানুুষ গুলো কি ভীতুরে"।। তাহলে কিইইবা বলার আছে।।
এরা যে ওই কুত্তাগুলোরও অধম জাত।।।



" কে বলে রে আইএস নাই,,

আইএস আছে সারা বাংলায়""..

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

বিপরীত বাক বলেছেন: ইদানিংকালে ঢাকার রাস্তায় বেওয়ারিশ কুত্তার সংখ্যা বেড়ে গেছে।। খুব সাবধানে পথ চলতে হয়।। কখন না কামড়ে দেয়।।। কোন কারণ ছাড়াই এইসব কুত্তা বিভিন্ন পথচারী কে ঘেউ ঘেউ করে ধমক দেয়।। অনেক পথচারী বিশেষ করে মেয়েরা থমকে দাড়ায় বা পাশের বাসা টাতে ঢুকে যায়।।

আর এই দেখে ওই বেওয়ারিশ কুত্তার জাত গুলো ভাবে, " মোরা কি হনু রে"।।

আর তা দেখে যদি কিছু দুপেয়ে জীব চিন্তা করে যে," কুত্তা গুলোর কি সাহস রে।। আর মানুুষ গুলো কি ভীতুরে"।। তাহলে কিইইবা বলার আছে।।
এরা যে ওই কুত্তাগুলোরও অধম জাত।।।



" কে বলে রে আইএস নাই,,

আইএস আছে সারা বাংলায়""..

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

হাতেম তায়ী বলেছেন: আছে আপনার আশেপাশে।
সাবধান।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.