নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হাতেম তায়ী\" নামটা খুব চেনা চেনা লাগলে ও মোটে ও আমি পুনঃজন্মের কোন হাতেম তাঈ নই।

হাতেম তায়ী

হাতেম তায়ী › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

এক কথায় বাক্য শেষ,
পরকীয়ায় জাতি নিংশেষ।।
বাক্যর পরিসর আমি বাড়াতে চাইনাহ।
কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে আমি বোঝাতে চাইনা এ হল পরকীয়া।
আমি নারী সমাজকে বলছি না,,
বলছি না কোন বিশেষ পুরুষ সমাজকেও।
আমি জানি শেষের ছন্দে একটি ছন্দ বেশ চাঞ্চল্যকর,
আর তা পরকীয়া নামক পর প্রেমে পর।
.
.
হ্যাঁ পর নয়। কোন এক সময় আপন ভেবে সুখের সংসারটা বাঁধা হয়। কিছু স্বপ্ন বুনা হয় সে মায়াবী সংসার জুড়ে।
কিন্তু আজকের বাংলাদেশ নামক এক একটি সংসার কোথায় তলিয়ে যাচ্ছে।
পরকীয়া নামক এত ব্যস্ত পরিবেশে,
এত সহজে সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে।
দোষটা কার ছিল?
স্বামী নাকি স্ত্রী জাতির।
তথ্য নাকি প্রযুক্তির।
বন্ধু নাকি বান্ধবের।
শিক্ষক নাকি ছাত্রীর।
ধর্ম নাকি যাজকের।
পরিবেশ নাকি পর্দার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


বউ দেশে রেখে সরকার মানুসকে আরব ও মালয়েশিয়া পাঠাচ্ছে, এটা সমস্যা

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

হাতেম তায়ী বলেছেন: কেন বউকে ও পাঠিয়ে দিতে হবে নাকি।
.
.
আমাদের জাতিগত প্রবলেম খুঁজে বের করব নাহ।
হারিয়ে ফেলা সচেতনা আর কুসংস্কার বলে হেয় করা মানুষ গুলি এই মহিমারি ঠেকাতে পারেনা এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.