নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল করবার অধিকার।; দ্যা রাইট টু মেক ব্লান্ডার্স।

হিজ মাস্টার ভয়েস

চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌন যোগীন্দ্র শিব

হিজ মাস্টার ভয়েস › বিস্তারিত পোস্টঃ

বুঙ্গা বুঙ্গা

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:০৩


বুংগা বুংগা কোন বাংলা শব্দ নয়।
ইংরাজি শব্দও না। তবে ইংরাজিতে লেখা হয়
Bunga Bunga

এর মূল অর্থ সাবেক ইতালিয়ান সরকার প্রধান Silvio Berlusconi knows for sure smile emoticon
কথিত আছে বিশ্বনেতাদের মধ্যে প্রধান মন্ত্রী বার্লুসকনি দ্বিতীয় শ্রেষ্ঠ লূল।

প্রথম স্থান দখলে রেখেছেন জিম্বাবুইয়ান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
মুগাবে লূলামি, বহু বিবাহ ছাড়াও খুন, গূম, মামলা, হামলা সহ যাবতীয় নেক্কারজনক কর্মের নায়ক।
দরিদ্র দেশের ধনী প্রেসিডেন্ট মুগাবে পছন্দ করেন বিদেশ বিভূয়ে ছুটি কাটাতে।

অন্যদিকে বার্লুসকনি'র সাথে রবার্ট মুগাবের সবচেয়ে বড় মিল ছিল তারা দুজন কেওই ফুসরত পেলেই ছুটি কাটাবার সুযোগ হাতছাড়া করতেন না।

"বুংগা" শব্দের জন্মদান হয়েছিল সেই রকম এক ছুটির দিনে।
বিদগ্ধজনেরা বলেন গ্রুপ সেক্সের সবচেয়ে ওয়াইল্ড ভার্সনের এক্সট্রিম একটা পার্ট হচ্ছে বুংগা বুংগা"
মুয়াম্মের গাদ্দাফি লিবিয়ার সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট তার বহুল আলোচিত Green book এর প্রথম অর্ধ লিখেছিলেন ইউরোপে ছুটি কাটাবার সময়ে।

গাদ্দাফি যখন ছুটি কাটাতে যেতেন তিনি পারতপক্ষে তাবুতে রাত কাটাবার চেস্টা করতেন।তার নিরাপত্তাতে নিয়জিত থাকত ৩০০ অস্ত্রধারিণী।

রাজ বিজ্ঞানী আর্কিমিডিস যখন চৌবাচ্চাতে তার জগতখ্যাত গোসল সারছিলেন সেদিন তিনি কিন্তু ছুটিতে ছিলেন।
অন্যদিকে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার প্রথম মেয়াদে ১মাসের অধিককাল আমেরিকাতে কাটিয়ে আসেন।
সেই সময়ে তার কন্যা পুতুল গর্ভবতী ছিল।

এই অবস্থানের সময়ে আমেরিকান সরকার প্রধান তার সাথে সাক্ষাৎ করেন নি।
এবার আবার দরিদ্র দেশের ধনী নেত্রী ব্যাক্তিগত ট্রীপে লন্ডন গেলেন। বাক্স পেটরার সাথে জনা ৫০ জন পায়েক পেয়াদা।

Dhaka থেকে লন্ডন হয়ে আবার ঢাকা বিমানের ভাড়া ১০০০ $।প্রথম শ্রেনীর জন্য দ্বিগুণ।
আনুসাংগিক অন্যান্য চার্জ সহ এক লাখ টাকা।
৫০ জনের জন্য মোট লাগে ৫০,০০,০০০(পঞ্চাশ লক্ষ টাকা)

হে আপামর সুখী বাংলাবাসী
আপনার ৫০ জনের লাট বহর নিয়ে লন্ডন শহরে ভ্রমনে যাবার সামর্থ কবে হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.