| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা ইহুদী-নাছারা, মজুসী ও মুশরিকদের খিলাফ করো।’
ইংরেজি নববর্ষ, ফসলী সনের নববর্ষ ও আরবী নববর্ষ বা নওরোজ ইত্যাদি সবই ইহুদী-নাছারা, মজুসী-মুশরিকদের তর্জ-তরীক্বা।
যা পালন করা থেকে বিরত থাকা সকল মুসলমানের জন্য ফরয-ওয়াজিব।
“আজ যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে তারা কুফরী করবে। কারণ ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে থার্টি ফার্স্ট নাইট পালনের নামে বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, মাতলামি করা সম্পূর্ণরূপে হারাম ও কুফরী। পবিত্র ইসলাম উনার দৃষ্টিতে নওরোজ বা যে কোনো ধরনের নববর্ষ পালন করা সম্পূর্ণ হারাম ও কুফরী।”
থার্টি ফার্স্ট নাইট উদযাপনের হুজ্জোতি ও হুজুগ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট বা পহেলা জানুয়ারি পালনের ইতিহাস পবিত্র ইসলাম উনার সাথে সম্পৃক্ত নয়। এটা পালন মুসলমানদের কাজ নয়। ইতিহাসের তথ্য অনুযায়ী ঈসায়ীপূর্ব ৪৬ সালে রোম স¤্রাট জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসবের প্রচলন করে।
সাধারণভাবে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশীদ ঈসায়ীপূর্ব ৮০০ সালে এই নববর্ষের প্রবর্তন করেছিলো এবং এ ধারাবাহিকতায় এখনো পারস্য তথা ইরানে নওরোজ ঐতিহ্যগত নববর্ষের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। ইরান থেকেই ইহা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ এবং ভারত উপমহাদেশে প্রবেশ করে। নাউযুবিল্লা
, থার্টি ফার্স্ট নাইট বা পহেলা জানুয়ারি পাকাপোক্তভাবে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। ধীরে ধীরে শুধু ইউরোপে নয়, সারাবিশ্বের বিভিন্ন দেশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করা হচ্ছে।
বলেন, নওরোজ বা নববর্ষ উপলক্ষে যদি কেউ একটা ডিমও দান করে তার ৫০ বৎসরের আমল থাকলে তা বরবাদ হয়ে যাবে। অর্থাৎ নওরোজ বা নববর্ষ পালনের কারণে তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
আজকে অনেক মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করছে। ইংরেজি নববর্ষ, ফসলী সনের নববর্ষসহ বিভিন্ন নববর্ষ পালন করছে। আর এতে করে তারা বিজাতি ও বিধর্মীদের সাথেই মিল মিশ রাখছে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, সে তাদের দলভুক্ত এবং তার হাশর-নশর তাদের সাথেই হবে।” (মসনদে আহমদ শরীফ, সুনানে আবূ দাউদ শরীফ)
, আজ যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে তারা কুফরী করবে। কারণ ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ পালনের নামে বেপর্দা, বেহায়াপনা, হুজ্জোতি করা, বেলেল্লাপনা, মাতলামি করা সম্পূর্ণরূপে হারাম ও কুফরী। ইংরেজি নববর্ষ, ফসলী সনের নববর্ষ ও আরবী নববর্ষ বা নওরোজ ইত্যাদি সবই ইহুদী-নাছারা, মজুসী-মুশরিকদের তর্জ-তরীক্বা। যা পালন করা থেকে বিরত থাকা সকল মুসলমানের জন্য ফরয-ওয়াজিব।
View this link
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
এইচ এম বিশ্বাস বলেছেন: ধন্যবাদ।
২|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
মাথানষ্ট০০৭ বলেছেন: বেহেস্তে যা! একাই যা! তোর জন্য বেহেস্তের সিট বুকিং দেয়া আছে।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
এইচ এম বিশ্বাস বলেছেন: আমার পোষ্ট কি রেফারেন্স ছাড়া লিখছি!!!!!!!!
তাহলে এতো লাফান ক্যা?????
৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
লোনলিফাইটার বলেছেন: তোরে বেহেস্তে কেনো নরকেও জায়গা দিবে না
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
এইচ এম বিশ্বাস বলেছেন: আমার পোষ্ট কি রেফারেন্স ছাড়া লিখছি!!!!!!!!
তাহলে এতো লাফান ক্যা?????
৪|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
বিজয় কেতন বলেছেন: যেটা হুজুররা করতে পারব না সেটাই হারাম। হুজুররা প্যান্ট-টাই পড়তে পারে না তাই আমাদের জন্য সেটা পরা বিদআত। হূজুররা নাচতে পারে না তাই যে নাচবে সে শয়তানের বড় ভাই.....!!!!
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
এইচ এম বিশ্বাস বলেছেন: মরার পরে তাইলে হুজুর গো পোশাক কাফন পড়বেন না বুঝলেন।
সবাইকে বইলা রাখবেন যেন আপনারে পেন্ট সাট পড়ানো হয়। ঠিক আছে।
৫|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মাথানষ্ট০০৭ বলেছেন: বিজয় কেতন এর কমেন্টে ১০০ লাইক
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
এইচ এম বিশ্বাস বলেছেন: আপনারেও মরার পড়ে পেন্ট সাট পরিয়ে দেয়ার দুয়া করতাছি। আশাও করতাছি
৬|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: বিজয় কেতন বলেছেন: যেটা হুজুররা করতে পারব না সেটাই হারাম। হুজুররা প্যান্ট-টাই পড়তে পারে না তাই আমাদের জন্য সেটা পরা বিদআত। হূজুররা নাচতে পারে না তাই যে নাচবে সে শয়তানের বড় ভাই.....!!!!
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
এইচ এম বিশ্বাস বলেছেন: সত্য কথা বললে কারো কারো একটু গা জলে এটাই স্বাভাবিক।
তবে একদিন মৃত্যু হবে অতপর কিয়ামত অতপর জান্নাত বা জাহান্নাম । এটা সবাইকেই ফিকির করতে হবে।
এবং সে অনুযায়ী চলতে হবে।
৭|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
সোনালী প্রান্তর বলেছেন: মরার পর বুঝবে সবাই ।
এখন বুঝবেনা ।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
এইচ এম বিশ্বাস বলেছেন: যে দুনিয়াতে ভাল কাজ করবে সে তো খুশিতে থাকবে। আর যে ভাল কাজ করবে না সে শুধুই পস্তাবে আর বলবে ইস আর একবার যদি দুনিয়ায় যেতে পারতাম? কিন্তু তার এই আফসুস কোন কাজে দিবে না।
৮|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
ভরযুক্ত অপদার্থ বলেছেন: জয় কেতন বলেছেন: যেটা হুজুররা করতে পারব না সেটাই হারাম। হুজুররা প্যান্ট-টাই পড়তে পারে না তাই আমাদের জন্য সেটা পরা বিদআত। হূজুররা নাচতে পারে না তাই যে নাচবে সে শয়তানের বড় ভাই.....!!!!
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
এইচ এম বিশ্বাস বলেছেন: লেখক বলেছেন: সত্য কথা বললে কারো কারো একটু গা জলে এটাই স্বাভাবিক।
তবে একদিন মৃত্যু হবে অতপর কিয়ামত অতপর জান্নাত বা জাহান্নাম । এটা সবাইকেই ফিকির করতে হবে।
এবং সে অনুযায়ী চলতে হবে।
৯|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
মাটির দেহ বলেছেন: ওরে বাবা কাফের আর মুনাফিক দের মাঝে বুঝি লেখাটার মান গেল
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
এইচ এম বিশ্বাস বলেছেন: লেখার মান ঠিকই আছে। তবে সবাইকে পরকাল / কবর নিয়ে একটু ফিকির করতে হবে। তাহলেই লেখার মান বের করা যাবে।
১০|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: Click This Link
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
এইচ এম বিশ্বাস বলেছেন: এসব বিধর্মীদের উতসব তারাই পালন করুক। মুসলমানদের পালন করা উচিত নয়। কোন বিধর্মী মজজিদে, ইদগাহে যায় না কিন্তু বেহায়া মুসলমানরা ঠিকিই তাদের প্রতিটি উতসবে যায়। বিষয়টি চিন্তা করুন একবার।
১১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
কলাবাগান১ বলেছেন: নবীজীর সময় ঘড়ি থাকলে, ঘড়ি দেখেই নামাজের সময় ঠিক হত..। সূর্যের উপর নির্ভর করতে হত না... ফেস বুক থাকলে হয়ত উনার...........
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
এইচ এম বিশ্বাস বলেছেন: তাহলে তুই কি বলতে চাস ইসলাম অপূর্ণ । নাউযুবিল্লাহ
বেটা তুই একটা গন্ড মূর্খ । জাহেল । যদি মুসলমান হইস তাইলে তাড়াতাড়ী তওবা কর নাইলে বেইমান হয়ে মারা যাবি।
১২|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
আহসান২২ বলেছেন: বিজয় কেতন তুই দেহি একটা বেক্কল!
কমেন্ট কি করস পোস্ট বুইজা দিস।
আর হুজুর ওয়ার্ডটা ভালো করে বুজে দিস। অনেকে কিন্তু হুজুর না হুজুর বেশধারী।
মাথানষ্ট০০৭ তুমি মনে হয় আইজা মাল একটু বেশিই খাইসস। ডিজে
পার্টিতে মনে হয় যাইতে পারিস নাই!? তুই ডান্ডি হইলে কিছু কমু না জাস্ট কানশা বরাবর একটা থ্যাবড়া খাবি পোস্টে ডুকার কারনে। কিন্তু তুই মুসলমানদারি হইলে তুই আবার তওবা করে মুসলমান হও!
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
এইচ এম বিশ্বাস বলেছেন: sohomot
১৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
আহসান২২ বলেছেন: আজকাল দেখি পাতি নাস্তিকদেরও মাল্টি নিক থাকে! তেলোপোকা স্টাইলে থাকে।
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
এইচ এম বিশ্বাস বলেছেন: তেলাপোকা দেখতে তাও একটু ভালো লাগে । বাট মাথানষ্ট০০৭ এই ব্যাটারে চোরা তেলাপোকার মত দেখা যায়।
১৪|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
মাথানষ্ট০০৭ বলেছেন: আহসান ২২@
তুই ছাগু। ছাগুদের জন্য জাহান্নামে সিট বুকিং। ৩ টার সময় ডিজেতে যাব। ২ ঘন্টা এনাফ। বলদা।
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
এইচ এম বিশ্বাস বলেছেন: দেখিশ ডিজেতে যাইতে যাইয়া আবার টাক মাথা পিছলায়া গর্তে পড়িস না। জাহান্নামে যাইবি গা । সিট তো বুকিং
১৫|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
মিশনারী বলেছেন: আপনার যা না, একজন মাথানষ্ট লোকের সাথে কথা লিখেন । আপনাদের আমি ঘৃনা করি । সে তো বলেই রাখছে, মাথানষ্ট
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এইচ এম বিশ্বাস বলেছেন: কি আর করা যায় । মাথানষ্ট পাগলটা যখন আসলই তখন একটু খুদি না দিলে কেমন হয়!!!
১৬|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
লিন্কিন পার্ক বলেছেন:
আচ্ছা আপনাকে যদি হাদারাম বলি তাহলে কি মাইন্ড করবেন ??
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
এইচ এম বিশ্বাস বলেছেন: hmmm
১৭|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
আন্ডারটেকার বলেছেন: মাথানষ্টের মতো নষ্ট ব্লগারদের জন্যই আজ অনেকেই রিয়েল ছাগু ফাইটারদের ইসলামবিরোধী মনে করে। মাথানষ্টের ভাব দেখলেই বোঝা যায়, ও একটা ইসলামবিরোধী কিন্তু মুখোশ পড়ে থাকে ছাগুফাইটারের।
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
এইচ এম বিশ্বাস বলেছেন: একদম ঠিক কথা।
১৮|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
তন্ময় ফেরদৌস বলেছেন: মাত্র পার্টি শেষ করে বাসায় ঢুকলাম
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এইচ এম বিশ্বাস বলেছেন: Bow ki basai Ase na se r ak joner sate pati te ...........
১৯|
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
কাজী রহমতুল্লাহ বলেছেন: ইসলামি শরীয়া কেন ইংরেজী নববর্ষ, বা ইসলামী নয়, এমন কোন ধরনের উৎসবে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয় না?
আরবের ইতিহাসটা ও মানসিকতা বোঝাটা এখানে জরুরী।
ব্যবসায়ী ইহুদিরা ছিল বনেদী ধনী; সুদের প্রবনতার জন্য আড়ালে ঘৃণা করলেও, বিপদে এক মাত্র সোর্স। তার উপরে, ধর্মে বলা হয়েছে ইজরাইল হল আল্লাহ্র promised land, ইহুদিরা হল আল্লাহ্র selected ও chosen people.
খ্রিস্টান ও মুসলিমরা সবসময় এই কারনে হীনমন্যতায় ভুগেছে। কিন্তু তুলনা মুলক ভাবে সার্বজনীন হওয়ায় খ্রিস্টান ও মুসলিমরা নিজেদের selected ও chosen people হিসেবে দাবী করতে পারেনি।
সে কারনেই ইসলাম সবসময় চেষ্টা করেছে আলাদা হতে। false pride তৈরির মানসিকতা থেকে এইসব হাদিস এসেছে। ইহুদিরা ধনী, আরবরা গরীব; একটা সুক্ষ্ম ঈর্ষা সবসময় ছিল। সেজন্যই তাই false pride তৈরির দরকার ছিল তখন।
বিশেষ করে মক্কার অধিকার পাওয়ার পর থেকে, যখন মুসলিমদের প্রথম একটা পরিচয় তৈরি হয়।
আজ ১৪০০ বছর পরে এটা মেনে চলা বেশ হাস্যকর।।
২০|
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
মনসুর-উল-হাকিম বলেছেন: কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (ধর্মহীন মূর্খের সমাহার) মানুষকে পশুরও অধম বানিয়ে দেয়।
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এইচ এম বিশ্বাস বলেছেন: Right
২১|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বরলিপির-ব্লগ বলেছেন: মাথাটা অল্প বয়সেই গু খািয়া নষ্ট হইচে রে , বমি কর হাদারাম
২২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: স্বরলিপির-ব্লগ বলেছেন: মাথাটা অল্প বয়সেই গু খািয়া নষ্ট হইচে রে , বমি কর হাদারাম
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
অন্য পুরুষ বলেছেন: ঠিক বলেছেন!! পোলাপাইনের জ্বালায় ঘুম হারাম, পড়া হারাম হয়ে গেলো। বাংগালি সবসময় নাচে। কয় বছর পর চাইনিজ নববর্ষও পালন করব।