| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ভারতীয় প্রবাসীকে নিউইয়র্কের পাতালরেলে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায়ে আটক মার্কিন নাগরিক এরিকা মেনেনডেজ গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে বলেছে, মুসলমান ও হিন্দুদের প্রতি ঘৃণা থেকে সে ওই ভারতীয়কে হত্যা করে। ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা তাঁর মধ্যে তীব্র জাতিবিদ্বেষ তৈরি করেছিল।
‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, স্বীকারোক্তি দেওয়ার সময় ৩১ বছর বয়সী মেনেনডেজ উচ্চ স্বরে হেসে ওঠে এবং বেশ কিছুক্ষণ হাসতে থাকে। এরপর বিচারক তাঁর কোনো মানসিক সমস্যা আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেয়।
সরকারি আইনজীবীরা জানায়, গত ইয়াওমুস সাবতি (শনিবার) রাতে এরিকা মেনেনডেজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। সে পুলিশের কাছে স্বীকার করে, সে ইচ্ছা করে ভারতীয় বাঙালি সুনন্দ সেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
কুইন্সের এক আইনজীবীর প্রতিষ্ঠান জানায়, এরিকা আদালতকে বলে, ‘কোনো কারণ ছিল না। আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম ওটা একটা অশোভন কাজ হবে।’
আদালতে এরিকা এত জোরে হাসছিলো যে কুইন্সের ফৌজদারি আদালতের বিচারক জিয়া মরিস এরিকার আইনজীবীকে নির্দেশ দেয়, ‘এখনই আপনার মক্কেলের হাসি থামান।’
আইনজীবীরা জানায়, এরিকা ৪৬ বছর বয়সী সুনন্দকে ধাক্কা দিয়ে হত্যা করে, কারণ সে মনে করে ৯/১১-এর হামলার জন্য মুসলমান, হিন্দু ও মিসরীয়রা দায়ী।
এরিকা পুলিশকে বলে, ২০০১ সালে হিন্দু ও মুসলমানরা যেভাবে টুইন টাওয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তেমনি করে সেও সুনন্দকে ফেলে দিয়েছিলো।
উল্লেখ্য, ঘটনার দিন সুনন্দ ম্যানহাটন থেকে কুইন্স পর্যন্ত চলাচলকারী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলো। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকছিল, তখন এরিকা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়
View this link
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এইচ এম বিশ্বাস বলেছেন: Sob soytanir mul e Holo Hindu
২|
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সবুজ ভীমরুল বলেছেন: আবহমান বাংলা বলেছেন: মুসলমানের প্রতি ঘৃণা থাকাতটাই স্বাভাবিক। কিন্তু হিন্দুতে কি দোষ করল?
@ আবহমান বাংলাঃ থাবড়াইয়া কানসা ফাডাইয়া ফালামু.........বেয়াদব। ফাইজলামী বন্ধ কর সস্ত্রাসী!
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
এইচ এম বিশ্বাস বলেছেন: Ami Jeta dite chaicilam Satao Nindu Batare diya diyen
৩|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
মামদোভুত বলেছেন: আমরা মুসলমানরাই দায়ী এজন্য।
কিচ্ছু করার নেই।
নিজেরাই নিজেদের পুটকিতে বাঁশ ঢুকাই!
৪|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যারা জানেন না, তাদের বলছি, সে ভারতীয় নাগরিক ছিল না। বাংলাদেশী, বাসা ময়মনসিংহে।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আবহমান বাংলা বলেছেন: মুসলমানের প্রতি ঘৃণা থাকাতটাই স্বাভাবিক। কিন্তু হিন্দুতে কি দোষ করল?