| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতান্ত্রিক প্রক্রিয়ায় হরতাল একটি সহজাত বিরোধীদলীয় রাজনৈতিক প্রতিক্রিয়া। বলা যায়, তৃতীয় শ্রেণীর বিশ্বে যতদিন গণতন্ত্র বেঁচে থাকবে হরতালও ততদিন জিন্দা থাকবে। প্রশ্ন হচ্ছে, হরতালের সাথে ছিনতাইয়ের কী সমীকরণ? বাংলা সাহিত্যে সকলের অগোচরে যে শব্দটি যোগ হয়েছে তা হলো, ‘জটিল আনন্দ’ যা কিনা সকল ধর্মের সকল আনন্দের দিনগুলো এক সাথে করলে যতো আনন্দ তার সমান। আর এই হরতাল হচ্ছে ছিনতাইকারীদের জন্য সেই জটিল আনন্দের দিন। ট্রাফিক জ্যামের শহর ঢাকা মটর সাইকেলে ছিনতাইকারীদের জন্য বিপজ্জনক, বিশ হাজার টাকার গহনা ছিনতাই করে পালাতে না পারলে এক লক্ষ টাকা দামের মটর সাইকেল ফেলে পালাতে হবে। তাই হরতালের ট্রাফিক জ্যামহীন ঢাকার শহর হচ্ছে ছিনতাইকারীদের জন্য জটিল আনন্দের দিন। ছয় মাস বা ১ বছরে তাদের যা ইনকাম, ওই এক দিনের হরতালে তাদের সে রকম ইনকাম। যাচাই করতে চান? ভিজিট করুন ঢাকা শহরের থানাগুলোতে গিয়ে। ৬ মাসে যত ছিনতাই, সংখ্যার দিক দিয়ে দেখা যাবে ওই এক হরতালের দিনের ছিনতাই তারচেয়ে অনেক বেশি। তাই হরতাল হচ্ছে বিরোধী দলীয় চাহিদার চেয়ে ছিনতাইকারীদের জন্য বেশি প্রয়োজন। সকলের জানা প্রয়োজন কেন ছিনতাইকারীরা হরতালের দিন মনের সুখে দানবীয় ছিনতাই আনন্দে ঝাঁপিয়ে পড়ে।
ওইদিনে গাড়িতে যাতায়াতকারীরা রিক্সায় উঠে, সোনার গহনা, মানিব্যাগ, দামি ঘড়ি, দামি মোবাইল সবই এক সাথে পাওয়া যায়। যা অন্যান্য দিনগুলোতে রিকশার সাধারণ যাত্রীদের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা থাকে না। সবচেয়ে সহজ ছিনতাই হচ্ছে মেয়েদের ভেনিটি ব্যাগ। চাকুরিজীবী হলে তো কথাই নেই, টাকা পয়সা ছাড়াও প্রায়ই দেখা যাবে মহিলারা ২টি মোবাইলফোন ব্যবহার করে, মাঝে মধ্যে গহনাও থাকে। রিরশায় চড়ে যেহেতু অভ্যাস নেই, তাই কিভাবে সতর্ক হয়ে চলতে হবে তাও জানে না। তাই খোলা রাস্তায় মটর সাইকেল থেকে ঝটকা মেরে ব্যাগটি নিয়ে যাওয়া অতি সহজ কাজ।
হরতালের দিন মটর সাইকেল নিয়ে দুটি যুবককে দেখলেই ধরে নিতে হবে যে, ৯৯% ছিনতাইকারী। থানার পুলিশ কিংবা র্যা ব ওদেরকে ঠেক দিলে পাওয়া যাবে ধারালো ক্ষুর, ছুরি কিংবা পিস্তল। অত্যন্ত সহজ তাদেরকে ধরা; যদি সরকার সাধারণ জনগণের প্রতি সামান্য দয়া করে ব্যবস্থাটুকু গ্রহণ করে।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
এইচ এম বিশ্বাস বলেছেন: Thik
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: তারা আসলে সরকারী সন্ত্রাসী