| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হৃদরোগের অপারেশনবিহীন চিকিৎসায় সাফল্য অর্জন করেছে। ডা. কর্নেল নুরুন নাহারের নেতৃত্বে ‘ট্রান্সক্যাথেটার পালমোনারি ভাল্ব রিপ্লেসমেন্ট’ শীর্ষক কর্মশালায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বপ্রথম বিনা অপারেশনে হৃদরোগের ক্ষেত্রে পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করার মধ্য দিয়ে এ সাফল্য পাওয়া যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানিয়ে বলা হয়, ২০১২ সালের ২৫ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এ কর্মশালার সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন সউদী আরবের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালের স্ট্রাকচারাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং একই হাসপাতালের সিনিয়র রিসার্চ সাইন্টিস্ট ডা. মানসুর আল জোফান।
কর্মশালায় বেশ কয়েকটি জটিল কার্ডিয়াক ইন্টারভেনশনের পাশাপাশি চ্যারিটি হিসেবে ২ জন অসামরিক ও ১ জন সামরিক রোগীর ডিভাইস প্রতিস্থাপন করা হয়। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ও ক্যাথ ল্যাব এবং কার্ডিয়াক আইসিইউ ও অপারেশন থিয়েটার স্টাফদের সম্মিলিত ও অক্লান্ত পরিশ্রমে উক্ত কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, এ চিকিৎসা ইউরোপ ও আমেরিকার হাতেগোনা কয়েকটি হাসপাতাল এবং সউদী আরবের কিং ফয়সাল হাসপাতালে হয়ে থাকে। এসব হাসপাতালের পাশাপাশি পালমোনারি ভাল্ব প্রতিস্থাপনের ক্ষেত্রে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নামও যুক্ত হলো। ডা. মানসুর ভাল্ব প্রতিস্থাপনের পূর্বে সিএমএইচের ক্যাথ ল্যাব কার্ডিয়াক টীম ও রোগীদের প্রাক যোগ্যতা যাচাই করেন
View this link
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
এইচ এম বিশ্বাস বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
২|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
রিফাত হোসেন বলেছেন: সাহেব অপারেশন করে অপারেশন ছাড়া , কেমনে সম্ভব ?
আপনিও মগা আর আপনার লিঙকও ইসলামের নামে কলঙ্ক । কতটাকা দেয় ইজারাদার রা ?
বলতে পারতেন অস্ত্রপাচার বিহীন অপারেশন ।
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এইচ এম বিশ্বাস বলেছেন: হায়রে গাধারাম। তুই জীবনে কিছুই বুঝবিও না শিখবিও না।
৩|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
মহাজাগতিক মুসাফির বলেছেন:
আজকে ব্লগ পড়াটা সার্থক হল।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
এইচ এম বিশ্বাস বলেছেন: তাই নাকি?
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: খুব ভাল খবর..share করায় ধন্যবাদ..