![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটু অশ্লীল হতে চাই!
হতে চাই তোমার বা পাজরে হাড়!
আমি একটু অশ্লিল হতে চাই!
হতে চাই তোমার তোমর ৩৪ সাইজের কোমল বক্ষ-বন্ধনী!
আমি একটু অশ্লীল হতে চাই!
হতে চাই তোমার অতীত, বর্তমান ,ভবিষৎ এর
সকল কলঙ্কের কারন!
হতে চাই কপালে লাল ফিতে বেঁধে দেয়া বুনো ষাড়,
সে চষে বেড়াবে তোমার শরীর।
ভালোবাসার আঘাতে ক্ষত বিক্ষত করবে তোমার সমস্ত শরীর।
আমি একটু অশ্লীল হতে চাই!
তোমার হাসি-মুখ ঠোঁটের প্রান্তদেশে
যেরকম আমার কাতর চুম্বন ছুটে যায়-
তোমার গন্ডদেশে- বক্ষের উর্ধ্বভাগে
নাভী নিম্নে যেরকম আমার চুম্বন ছুঁটে দিতে চাই-
মিশে থাকতে চাই
তোমার শরীরের পতিটা স্পর্শ কাতর অঙ্গে।
একবার তোমার স্পর্শ পেলেই
স্বার্থক হবে আমার সকল চুম্বন কবিতা;
একবার তোমার স্পর্শ পেলেই
স্বার্থক হবে আমার সকল আলিঙ্গন কবিতা;
একবার তোমার স্পর্শ পেলেই
স্বার্থক হবে আমার সকল আলাপ কবিতা;
একবার তোমার স্পর্শ পেলেই
স্বার্থক হবে আমার সকল যৌনতা কবিতা;
২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আমার ব্লগে আইসেন যে
৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০
নীল চিরকুট বলেছেন: (এই মেঘ এই রোদ্দুর ) ভাই মাঝে মাঝে একটু অশ্লীল না হলে চলে না।
৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬
মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: অশ্লীল হোন অন্ততপক্ষে কবিতার জন্য অশ্লীল হোন।
আমার কবিতাগুলো একটু দেইখেন।
৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩১
হিমাংসু বিপ্লব বলেছেন: ভালোমানের অশ্লীলতা ১০ এ ৮ দিলাম
৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
নীল চিরকুট বলেছেন: (মোহাম্মদ আবির মাহমুদ) ভাই দু একটা অশ্লীল হতেই পারে।
৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
নীল চিরকুট বলেছেন: হিমাংসু বিপ্লব ভাই অনেক মার্কস ই তোহ দিয়ে দিলেন।
৮| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২
মিঃ আতিক বলেছেন: অশ্লিলতা কারে কয় বুঝার চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: নারে ভাই অশ্লীল হইয়েন না
ভালা মানুষ হন