নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন হে ষোড়ষি কিংবা অষ্টাদশি মেয়ে ভালবাসা শব্দটি লুকিয়ে রাখ বুকের মাঝে
হয়তো বা কোন একদিন মনে পরবে এ যুবকের কথা
যদি কোন আষাড়ে দুচোখের আকাশ ছেয়ে নামে বৃষ্টি
অথবা কার্তিকের গেরুয়া সাঁঝে
যদি ঝুল বারান্দায় দাড়িয়ে আচমকা বাতাশে ভাঙ্গে তোমার নিরবতা
বুঝে নিও তোমারই মাঝে চুপটি করে আছে আমার সকল সৃষ্টি
শোন হে ষোড়ষি কিংবা অষ্টাদশি মেয়ে ভালবাসা শব্দটি লুকিয়ে রাখ বুকের মাঝে
চলবে..............!!!
কেউ চাইালে পরের পঙ্কক্তি যোগ করতে পারেন।
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮
এম. এ. হোসাইন বলেছেন: উন্নয়নের জোয়ারে ভেসে জাচ্ছে দেশ মি. রাজীব আপনি কি ডিএসএলআর দিয়েও কি উন্নয়ন খুজে পাচ্ছেন না ?
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮
তারেক ফাহিম বলেছেন: রাজীব নুর মন্তব্যটি যুক্ত করলে কেমন হয়
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
মাহমুদুর রহমান বলেছেন: ১ নম্বর মন্তব্যের সাথে সহমত।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার কারনেই আজকাল দেশের উন্নতি হচ্ছে না।